রঞ্জি ট্রফির মাঝেই চোট-আঘাত সমস্যায় 𝕴জর্জরিত🔯 দিল্লি টিম। তাদের শীর্ষ পাঁচ পেসারই চোটে জর্জরিত। এবং খারাপ পারফরম্যান্সের কারণে দুম করে দলের তারকা প্লেয়ার নীতিশ রানাকে বাদ দেওয়া হয়েছে। স্বাভাবিক ভাবেই সব মিলিয়ে মঙ্গলবার থেকে রঞ্জি ট্রফি-র গ্রুপ- ‘বি’-র ম্যাচে তামিলনাড়ুর বিরুদ্ধে ঘরের মাঠে নামার আগেও আন্ডারডগ হিসেবে শুরু করবে দিল্লি।
চোট সমস্যায় জর্জরিত দিল্লি মঙ্গলবার থেকে মুখোমুখি হবে পূর্ণ শক্তির তামিলনাড়ুর। যে টিমে এন জগদীসান এব♕ং সাই সুদর্শনের মতো দুরন্ত ছন্দে থাকা প্লেয়ার রয়েছে। তবে কোটলায় যে রকম ঠাণ্ডা রয়েছে, তাতে বাজিমাত কারা করতে পারে, সেটা নিয়েই প্রশ্ন থাকবে। তামিলনাড়ু টিমে বাবা ভাইয়েরা- অপরাজিত এবং অধিনায়ক ইন্দ্রজিৎ,♑ অলরাউন্ডার বিজয় শঙ্কর, ওয়াশিংটন সুন্দর এবং অভিজ্ঞ পেসার সন্দীপ ওয়ারিয়ারও দিল্লিকে বেকায়দায় ফেলতে পারে।
আরও পড়ুন:🌳 ইডেনে জয় অধরা বাংলার, ৩ পয়েন্টেই সন্তুষ্ট থাকলেন মনোজরা
উদ্বোধনী ম্যাচে মহারাষ্ট্রের কাছে নয় উইকেটে হেরেছিল দিল্লি। এবং অসমের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৪০০ রান করার পরেও লিড নিতে পারেনি দিল্লি। পাশাপাশি পুরো পেস-বোলিং আক্রমণ চোট সমস্যায় জেরবার হতে শুরু করে🤡। ময়াঙ্ক যাদবের হ্যামস্ট্রিং ছিঁড়ে গিয়েছে। অভিজ্ঞ ইশান্ত শর্মা সাইড স্ট্রেন রয়েছে। নবদীপ সাইনি আবার পেটের পেশিতে স্ট্রেন নিয়ে এনসিএ-তে রয়েছেন। দলের সবচেয়ে নির্ভরযোগ্য পেসার সিমারজিৎ সিং-এর গোড়ালির ✅চোট রয়েছে। গত মরশুমের অধিনায়ক প্রদীপ সাংওয়ান, যিনি প্রাথমিক ভাবে দল থেকে বাদ পড়েছেন।
মাঠে থাকা ষষ্ঠ ব্যক্তি হর্ষিত রানা এখনও নির্ভরযোগ্য হয়ে উঠতে পারেননি। এবং মঙ্গলবারের আক্𝐆রমণে বাঁ-হাতি পেসার কুলদীপ যাদব, নতুন পেসার প্রিন্স যাদব এবং দিভিজ মেহরা দলে থাকতে পারেন।
আরও প🌳ড়ুন: রঞ্জিতে ছন্দে সঞ্ℱজু; শতরান সচিন, রিঙ্কুর; ব্যর্থ অর্জুন - তারকারা কেমন খেললেন?
অভয় শর্মা, একজন অভিজ্ঞ ঘরোয়া কোচ, এ ছাড়াও যিনি ভারতীয় পুরুষ দলের ফি൲ল্ডিং কোচ হিসেবে কাজ করেছেন, বলেছেন, ‘আমাদের প্রধান বোলার নেই এবং এটি অবশ্যই একটি সমস্যা তবে আমরা ম্যাচ নিয়ন্ত্রণ করতে চাই। য♕ে তরুণরা সুযোগ পাবে, তাদের এটিকে পুরোপুরি কাজে লাগাতে হবে।’
কলকাতা নাইট রাইডার্সের তার🎃কা ব্যাটার নীতিশ রানাকে বাদ দেওয়াটা নিঃসন্দেহে ডিডিসিএ-এর নির্বাচক কমিটির কঠিন হলেও, একটি বড় সিদ্ধান্ত। যিনি গত দুই মরশুমে রেড-বল ক্রিকেটে কিছুই করতে পারেননি। এর বাইরে দিল্লি ক্রিকেট বোর্ডের অনেকেরই দাবি, নীতিশ রানার মনোযোগ শুধুমাত্র এখন 🌺আইপিএল খেলার উপরই রয়েছে। কারণ তাঁর আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দলের সঙ্গে কোটি কোটি টাকার চুক্তি হয়ে রয়েছে।
এ দিকে নাম প্রকাশে অনিচ্ছুক ডিডিসিএ-এর একজন সিনিয়র কর্মকর্তা পিটিআইকে বলেছেন, ‘দলের প্রাক-মরশুম ক্যাম্প ছিল না, কোন সঠিক প্রশিক্ষণ সেশন ছিল না এবং ফাস্ট বোলাররা সে ভাবে তৈরিই ছিল না। কোনও পরিকল্পনা ছিল না, কোনও দৃষ্টিভঙ্গি ছিল না এ🔯বং এখন যেটা ঘটছে, সেটাই হওয়ার কথাই ছিল। কারণ কোনও সিস্টেমই ছিল না। কিছু পেসার মরশুমের আগে এবং (তাদের ফিরে আসার পরে) অযোগ্য ছিলেন।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।