গত তিন মরশুমে টানা রঞ্জি ট্রফির সেমিফাইনালে উঠেছিল বাংলা। তবে গত মꦆরশুম বাদ দিলে, এই নিয়ে তারা দ্বিতীয় বার ফাইনালে উঠল। রঞ্জির সেমিফাইনালে মধ্যপ্রদেশকে ৩০৬ রানে হারিয়ে ফাইনালে ওঠেন মনোজ তিওয়ারিরা। গত মরশুমে এই মধ্যপ্রদেশের কাছে হেরেই সেমিফাইনাল থেকে ছিটকে যেতে হয়েছ﷽িল। এ বার মধুর বদলা নেওয়ার পাশাপাশি ফাইনালে উঠল বাংলা।
ফাইনালেও কিন্তু বদলারই ম্যাচ। তিন বছর আগে ফাইনালে সৌরাষ্ট্রের কাছে হেরেই স্বপ্নভঙ্গ হয়েছিল বাং🎉লার। সেই ম্যাচটি সৌরাষ্ট্রে হয়েছিল। এ বার ইডেনে হবে ফাইনাল। বাংলার ঘরের মাঠে ইতিহাস লিখতে মুখিয়ে মনোজ তিওয়ারিরা।
আরও পড়ুন: Ranji Final-এ DRS, মনোজের দাবি, প্রথ🅰💙ম শ্রেণির সব ম্যাচেই চালু হোক
হিন্দুস্তান টাইম বাংলাকে মনোজ বলেন, ‘আমরা আলাদা করে ফাইনালে ওঠা নিয়ে ভাবছিই না। একটা কঠিন চ্যালেঞ্জ। আমাদের পার করতে হবে। দলের একটা ফোকাস ম্যাচ জিততেই হবে। এর বাইরে আমাদের কোনও ভাবনা নেই। কারও কোনও কথা শুনছি না, অন্য কিছু ভাবছি না। বৃহস্পতিবার (১৬ ফেবᩚᩚᩚᩚᩚᩚᩚ✨ᩚᩚ𒀱ᩚᩚᩚ্রুরায়ি থেকে ফাইনাল ম্যাচ শুরু) আমরা একটা লড়াইয়ে নামব, আর নিজেদের সব আবেগকে দূরে সরিয়ে রেখে তাতে সফল হতেই হবে।’
৩৩ বছর পর বাংলার সামনে ঘরের মাঠে শিরোপা জয়ের বড় সুযোগ। বাংলার অধিনায়ক অবশ্য বলছেন, ‘অতীত বা সাম্প্রতিক অতীত- কোনও কথ♉াই আমরা ভাবছি ন🐟া। এই নিয়ে কোনও আলোচনাও করছি না। কেউ আলোচনা করলে তাকে থামিয়ে দিচ্ছি। কারণ আমরা চাই না, এই নিয়ে কিছু আলোচনা হোক। যাতে সকলের মধ্যে আত্মতুষ্টি চলে আসুক। আমাদের সামনে এটা একেবারে নতুন লড়াই। যেটাতে জিততেই হবে।’
আরও পড়ুন: ৩৩ বছর পর ঘরের🍃 মাঠে শিরোপা জয়ের হাতছানি বাংলার𝓀, Ranji Final দেখতে লাগবে না টিকিট
সৌরাষ্ট্র টিমের কোন জায়গায় দুর্বলতা আছে, সেটা খুঁজে পেয়েছেন মনোজরা। বলছিলেন, ‘আমি যেটুুকু দেখেছি, তাতে মনে হয়েছে, ওদের পেসারদের খেলতে সমস্যা হয়। ইডেনের পিচে পেসাররা সাধারণত সুবিধে পায়। আমাদের সেই সুবিধেটাই কাজে লাগাতে হবে। ওরা একটু মন্থর পিচে বেশি স্বচ্ছন্দ। সেটা আমাদের অ্যাডভান্টেজ হতে পারে। তবে দিনের শেষে কে কে💮মন খেলছে, সেটাই আসল বিষয় হবে।’ আকাশ দীপরা ভালো ছন্দে রয়েছেন। ইডেনে বাংলার পেসাররাই পার্থক্য গড়ে দিতে পারেন বলে আশা করা হচ্ছে।
এ বার রঞ্জির শুরু থেকেই বাংলা ꦯদাপটের সঙ্গে খেলছে। আর এর কৃতিত্ব পুরো টিমের। বলছেন মনোজ। তিনি বলছিলেন, ‘একটা টিম যখন চ্যাম্পিয়ন হতে গেলে, এক-দু'জন নয়, আট-ন’জন প্লেয়ার একসঙ্গে দুরন্ত পারফরম্যান্স করে। আমাদের বোলাররা ভালো খেলছে। ব্যাটিং অর্ডারও ভালো ছন্দে রয়েছে। টিম গেম যদি ফাইনালেও খেলতে পারি, তবে তার ফলও𒉰 পাব।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।