রঞ্জির কোয়ার্টার ফাইনাল পর্ব শেষ। সেমিফাইনালের সূচিও তৈরি। ১৪ জুন থেকে শুরু হবে ভারতের প্রধান ঘরোয়া লাল বলের প্রতিযোগিতায় ফাইনালে পৌঁছনোর লড়াই। এক সেমিতে বাংলার মুখোমুখি হবে মধ্যপ্রদেশ। অপরদিকে, রেকর্ড চ্যাম্পিয়ন মুম্বইয়ে𒆙র বিরুদ্ধে মাঠে নামবে উত্তরপ্রদেশ।
ম্যাচ শুরুর ৪৮ ঘণ্টা আগেই মুম্বই শিবির বড় ধাক্কা খেল। দলের অভিজ্ঞ উইকেটকিপার তথা প্রাক্তন অধিনায়ক আদিত্য তারে চোটের জেরে সেমিফাইনাল থেকে ছিটকে গেলেন। ৮০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা তারে কোয়ার্টার ফাইনালে লেগ সাইডে তুষার দেশপান্ডের এক বল দস্তানাবদ্ধ করতে গিয়ে বাঁ-হাতের মধ্যমায় চোট পান। এই চোটের জেরেই তিনি সেমিফাইনালে খেলতে পারবেন না। ৩৪ বছর বয়সি মুম্বই তারকার জায়গায় এ বছর বিজ🎉য় হাজারেতে মুম্বইয়ের হয়ে অভিষেক ঘটানো প্রসাদ পাওয়ার দলে ডাক পেয়েছেন।
আরও পড়ুন:- যাঁরা প্রশ্ন তুলতেন,ꦿ তাঁরা বাংলার প্রতি আমার আবেগ জানেন না, বলল𝔍েন মনোজ
আরও পড়ুন:- সামনে শুধু♓ ব্র্যাডম্যান, সরফরাজের ধারাবাহিকতা প্রমাণ করতে এই রেকর্ডই যথেষ্ট
অবশ্য প্রসাদের সেমিফাইনালে খেলার সুযোগ প্রায়ඣ নেই বললেই চলে। তারের বদলে আগে থেকেই স্কোয়াডে থাকা হার্দিক তামোরে মুম্বইয়ের একাদশে সুযোগ পাবেন বলেই আশা করা যায়। অপরদিকে, কর্ণাটকের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে দারুণ পারফর্ম করা কলকাতা নাইট রাইডার্স তারকা শিবম মাভিরও হালকা চোট আছে। আইপিএলে ১৪ উইকেট নেওয়া মহসিন খান উত্তরপ্রদেশ দলে যোগ দিয়ে দলের শক্তি বাড়িয়েছেন। যদিও এর আগে মাত্র একটি প্রথম শ্রেণির ম্যাচই খেলেছেন মহসিন। তবে আইপিএলের অভিজ্ঞতা ২৩ বছর বয়সি ফাস্ট বোলারকে মদত করবে বলে ধরে নেওয়াই যায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।