কোয়ার্টার ফাইনালে যে ছন্দে উত্তরাখণ্ডের বিরুদ্ধে ব্যাট করেছিল মুম্বই, সেই ছন্দ সেমিতে এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যাইনি। টসে জিতে উত্তরপ্রদেশ প্রথমে ব্যাট করতে পাঠায় মুম্বইকে, প্রথম দিনের🤡 শেষে টেনেটুনে মুম্বইয়ের সংগ্রহ ৫ উইকেটে ২৬০ রান।
মুম্বইয়ের একমাত্র যশস্বী জয়সওয়াল সেঞ্চুরি করেছেন। হার্দিক তামোরে অপরাজিত রয়েছেন ৫১ রানে। আপাতত বাকিরা কেউ ৫০-এর গণ্ডি টপকাতে পারেননি। কোয়ার্টারে আড়াইশো করে নজর কাড়া সুভেদ পার্কার তো মাত্র ৩২ করে আউট হন। দুরন্ত ছন্দে থাকা সরফরাজ খানও এ দিন ৪০ রান করে আউট হয়ে যান। তবে চূড়ান্ত ব্যর্থ পৃথ্বী শ'। তিনি একেবারেই ধারাবাহিক নন। কোয়ার্টার ফাইনালে প্রথম ইনিংসে🧜 রান পাননি। দ্বিতীয় ইনিংস অবশ্য ৭২ করেছিলেন। সেমির প্রথম ইনিংসে ফের ব্যর্থ হন পৃথ্বী।
আরও𝐆 পড়ুন: আনকোরা মন্ত্রীতে মাত বাংলা, ম্যাচে ফিরল মধ্যপ্রদেশ
🧸চাপের মাঝেও Ranji-তে প্রথম শতরান, মন্ত্রীর চালে কিছুটা হলেও অক্সিজেন মধ্যপ্রদেশে
প্রথম দিনের শেষে হার্দিকের সঙ্গে ক্রিজে রয়েছেন শামস মুলানি। যিনি কোয়া🌸র্টারের প্রথম ইনিংসে ৫৯ করেছিলেন। দেখার দ্বিতীয় দিন এই জুটি ম🃏ুম্বইকে কতদূর নিয়ে যেতে পারে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।