চলতি রঞ্জি ট্রফিতে বাংলার শুরুটা ভালোই হল। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলা। শুরুর দিকে উইকেট তুলে নিতে কিছুটা সময় লাগলেও, পরে বাংলার পেসারদের দাপটে মাত্র ১৮১ অলআউট হয়ে যায় বরোদা। বাংলার হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন ইশান পোড়েল। মুকেশ কুমার তিন উইকেট নিয়েছেন।🃏 ২টি উইকেট নিয়েছেন আকাশদীপ। একটি উইকেট নিয়েছেন শাহবাজ আহমেদ। দিনের শেষে বাংলার স্কোর ২৪ রানে ১ উইকেট। বরোদার হয়ে উইকেটকিপার মিতেশ প্যাটেল সর্বোচ্চ ৬৬ রান করেন। এদিন দুরন্ত বোলিং করলেন ইশান পোড়েল।
চলতি বছরে রঞ্জি ট্রফিতে ভালো ফল করবে বাংলা, ব🌺িশ্বাস করেন ইশান পোড়েল। তিনি বলেন, ‘আপনি যদি বর্তমান বাংলা দলের দিকে তাকান তবে এটি এখনও বাড়ছে। এই দলে অনেক নতুন খেলোয়াড় আছে🐽 যারা আক্রমণাত্মক ব্র্যান্ডের ক্রিকেট খেলতে পছন্দ করে। আমরা সঠিক পথে এগোচ্ছি এবং আমি আশাবাদী যে আমরা এই বছরের রঞ্জি ট্রফিতে ভালো করতে পারব।’
দলের নেতৃত্ব নিয়ে কথা বলতে গিয়ে ইশান বলেন, ‘আমি এখনই এটা নিয়ে ভাবছি না। আমি আপাতত আমার বোলিং দিয়ে দলের সাফল্যে অবদান রাখতে চাই। আমি মনে করি না যে আমি এখন থেকে বাংলার অধিনায়কত্ব নিয়ে ভাবতে শুরু করলে এটি আমাকে দীর্ঘমেয়াদে সাহায্য করবে। যাইহোক, যদি ক্রিকেট অ্যাসোসিয়েশন অ☂ফ বেঙ্গল আমাকে ভ෴বিষ্যতে নেতৃত্বের দায়িত্ব দেয়, তাহলে আমি তা গ্রহণ করতে পেরে আরও বেশি খুশি হব।’
রঞ্জির মাঝেই আইপিএল-এর ভাবনা চলছে তার। চলতি মরশুমে পঞ্জাব কিংসের জার্সিতে তাকে দেখা যাবে। বোলিং-এ নতুন অস্ত্র আনতে চলেছেন ইশান পোড়েল। সেটাই যেন এদিন কিছুটা ঝালিয়ে নিলেন ইশান। তিনি জানিয়েছিলেন, ‘বলের উপর আমার ভালো নিয়ন্ত্রণ আছে, তাই আমি বর্তমানে আমার গতি বাড়ানোর দিকে মনোযোগ দিচ্ছি। টি-টোয়েন্টি ক্রিকেটে আপনার কাছে অনেক বৈচিত্র্য থাকতে হয়। আপনার পুরানো বল এবং নতুন বলে উভয়েই ইয়র্কার বোলিং করতে সক্ষম হওয়া উচিত। আমি একটি নতুন পরিবর্তন নিয়ে কাজ করছি, কিন্তু আমি এখনই এটি প্রকাশ করতে চাই না। আপনি এটি আইপিএল চলাকালীন দেখতে পাবেন, তাই এটিকে আপাতত একটি গোপন অস্ত্র হিসা🔯বেই মনে করুন।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।