দল দুর্দান্ত ছিল। কিন্তু চোটের জন্য হার্দিক পান্ডিয়া ছন্দে না থাকায় ভারতের বিশ্বকাপ স্বপ্ন ভেঙে গিয়েছিল। দু-দু'বার বিশ্বকাপ হাতছাড𒊎়া হয়েছিল ভারতের। এমনই মন্তব্য করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী।
ফ্যানকোডে ভারতীয় দলের প্রাক্তন হেডস্যার জানান, বরাবরই তিনি এমন খেলোয়াড় চাইতেন, যিনি প্রথম ছয়ে ব্যাট করতে পারবেন, আবার বলও করতে পারবেন। সেই কাজটার জন্য ভারতীয় দলের হার্দিক ‘অস্ত্র’ ছিল। কিন্তু ভারতের তা▨রকা অল-রাউন্ডার চোট পাওয়ায় সব পরিকল্পনা ভেস্তে গিয়েছিল। হার্দিকের পরিবর্ত হিসেবে খেলার জন্য ভারতের হ💫াতে সেই অর্থে বিশেষজ্ঞ কোনও অল-রাউন্ডার ছিলেন না।
আরও পড়ুন: 'স্যার, প্লিজ আমায় বিশ্বকাপটা উতরে দিন', ফিট থাকতে কাকুতি-মিনত🍒ি করেছিলেন হ💙ার্দিক
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন হেড কোচ বলেন, ‘আমি সবসময় এমন একজনকে চাইতাম যে প্রথম ছয়ে থাকবে এবং বল করতে পারবে। হার্দিক চোট পাওয়ায় ꧙বড়সড় সমস্যা তৈরি হয়েছিল। তার জেরে ভারত ধাক্কা খেয়েছিল। দুটি বিশ্বকাপ হাতছাড়া হয়েছিল। কারণ আমাদের হাতে কেউ ছিল না যে প্রথম ছয়ে ব্যাট করবে, আবার বলও করবে। যেটা বড়সড় চিন্তার ছিল। আমরা নির্বাচকদের কাউকে খোঁজার জন্য বলেছিলাম🍌। কিন্তু, কে আছে?’
উল্লেখ্য, ২০১৮ সালে এশিয়া কাপের সময় পিঠে চোট পেয়েছিলেন হার্দিক। তিন বছর সেই চোটে ভুগেছিলেন ভারতীয় তারকা। ছন্দে ছিলেন না ২০১৯ সালের ৫০ ওভারের বিশ্বকাপ এবং গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে। তবে এবারের আইপিএল থেকে দুর্দান্ত ছ𒀰ন্দে ফিরেছেন হার্দিক।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।