যুবভারতীতে ডুরান্ড ক🍌াপের কলকাতা ডার্বি বাতিল হওয়ার পরে ধুন্ধুমার কাণ্ড দেখা যায় স্টেডিয়াম চত্ত্বরে। বড় ম্যাচ বাতিল হওয়ার ক্ষোভ যেমন ছিল, সমর্থকদের তার থেকেও বেশি আঘাত করে আরজি কর কাণ্ডের নৃশংশতা। মোহনবাগ🌞ান-ইস্টবেঙ্গলের সঙ্গে সুবিচারের দাবিতে সরব হন মহামেডান স্পোর্টিংয়ের সমর্থকরাও।
কলকাতা ময়দানে তিন প্রধানের সমর্থকদের কোনও দাবিতেই কখনও একজোট হ꧃তে দেখা যায়নি। সেদিক থেকে এক বিরল ঐক্য়ের ছবি চমকে দেয় ভারতীয় ফুটবলমহলকে। মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসির ডুরান্ড সেমিফাইনালের সময়েও গ্যালারিতে পোস্টারಞ দেখা যায় আরজি করের নির্যাতিতার সুবিচারের দাবিতে। সেখানেও তিন প্রধানের সমর্থকদের সুর ছিল এক।
এবার ডুরান্ড ফাইনালের আগে ফের কলকাতার রাস্তায় দে💛খা গেল ময়দানি ঐ𒁏ক্য। ডার্বি বাতিলের ১১ দিনের মাথায় আরজি করের কাণ্ডের প্রতিবাদে ফের মিছিলে পা মেলান তিন প্রধান মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহামেডান স্পোর্টিংয়ের সমর্থকরা। কলেজ স্কোয়্যার থেকে ধর্মতলা পর্যন্ত এই মিছিলে শুধু শহর কলকাতার ফুটবলপ্রেমীরাই নন, বরং যোগ দেন বিভিন্ন জেলা থেকে আসা তিন প্রধানের সমর্থকরা।
মিছিলে কারও গায়൲ে ছিল মোহনবাগানের জার্সি, কেউ পরেছিলেন ইস্টবেঙ্গলের রংয়ে লাল-হলুদ পোশাক। মহামেডান স্পোর্টিংয়ের সাদা-কালো জার্সির উপস্থিতিও আলাদা করে চোখে পড়ছিল। তিন ক্লাবের পতাকা ছাড়াও মিছিলে পা মোলানো ফুটবলপ্রেমীদের হাত🌳ে ছিল জাতীয় পতাকা। কোরাস ছিল একটাই, ‘উই ওয়ান্ট জাস্টিস।’
উল্লেখ্য, খেলার মাঠে ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহামেডানের ধুন্ধুমার লড়াইয়ে𝔉র ইতিহাস বহু প্রাচীন। তিন দলের কর্মকর্তাদেরও একে অপরের প্রতি বাক্যবাণ ছুঁড়তে দেখা যায় যখন-তখন। পান থেকে চুন খসলে সমর্থকদের নারদ-নারদ লেগে যায়। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় ঘটি-বাঙালের লড়াই কদর্য রূপ নিতে দেখা যায় হামেশাই। তবে তিন দলের ❀সমর্থকদের এভাবে কাঁধে কাঁধ মিলিয়ে চলার ছবি আগে কখনও দেখা যায়নি।
সমর্থকদের ꦅএই ঐক্যবদ্ধ ছবি আপ্লুত করে বর্তমান ও প্রাক্তন ফুটবলারদের। মোহনবাগান দলনায়ক শুভাশিস বোস সরাসরি সমর্থকদের সঙ্গে রাস্তায় নামেন বাতিল হওয়া ডার্বির দিনে। পরে সোশ্যাল মিডিয়ায় সমর্থকদের আন্দোলনকে সমর্থন জানান দুই প্রধানের প্রাক্তনী মেহতাব হোসেন🔥।
আগামী শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হবে ডু♕রান্ড কাপ ২০২৪-এর ফাইনাল।🐷 খেতাবি লড়াইয়ে নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে মাঠে নামবে মোহনবাগান সুপার জায়ান্ট। ফাইনালের দিন গ্যালারিতে ফের দেখা যেতে পারে সমর্থকদের প্রতিবাদী রূপ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।