গ্রুপ লিগে𒆙র ‘স্টার’ ছিলেন। সেই রিচা ঘোষই টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে চরম ব্যর্থ হলেন। ফিল্ডিংয়ের সময় জোড়া সুযোগ নষ্ট করেন। আবার ব্যাট✤িংয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে নেমে একাধিক ডট বল খেলে ভারতের চাপ বাড়িয়ে দেন। তবে শুধু রিচা নন, শেফালি বর্মার সেমিফাইনালটাও একেবারে ভয়ঙ্কর কাটল। সহজ ক্যাচ ফস্কানোর পর ব্যাটিংয়েও চরম ব্যর্থ হন ভারতের তারকা ওপেনার।
রিচার খারাপ পারফরম্যান্স
বৃহস্পতিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার অধিনায়ক মেগ ল্যানিংয়ের সহজ ক্যাচ ফস্কান রিচা। সেইসময় এক রানে খেলছিল🔯েন ল্যানিং। শেষপর্যন্ত ৩৪ বলে অপরাজিত ৪৯ রান করে যান। ২০ তম ওভারে জোড়া ছক্কা এবং একটি চারও মারেন। যা ভারতের পাঁচ রানের হারের পর আরও বেশি করে টিম ইন্ডিয়ার সমর্থকদের ধাক্ক🃏া দিয়ে যাচ্ছে। তবে শুধু সেটাই নয়, উইকেটের পিছনে রিচা একটি স্টাম্পিংও ফস্কান।
ফিল্ডিংয়ের সেই ব্যর্থতা ব্যাটিংয়েও ঢাকতে পারেননি ভারতের তারকা রিচা। খাতায়ক𝓀লমে ১৭ বলে ১৪ রান করেন। সেই ইনিংসে আটটি ডট বল ছিল। অর্থাৎ নিজের ইনিংসের প্রায় ৫০ শতাংশ বলে কোনও রান করতে পারেননি। অথচ রিচা যখন ক্রিজে নেমেছিলেন, তখন হরমনপ্রীত কৌর পুরো 'সেট' ছিলেন। তাই সেইসময় বড় শটের কোনও প্রয়োজন ছিল না। এক রান নিয়ে স্ট্রাইক রোটেট করা উচিত ছিল, যাতে হরমন স্ট্রাইক পান। হরমন যতক্ষণ মারবেন, ততক্ষণে রিচা নিজেও 'সেট' হয়ে যেতেন। তারপর হাত খুলতে পারতেন। ওই সময় রিচা নিয়ে এক রান-এক রান নিয়ে যদি খেলতেন, তাহলে পরের দিকে এতটা চাপ তৈরি হত না।
একেবারে ছন্দহীন শেফালি
সেমিফাইনালে শেফালির দিনটাও এ𒁏কেবারে জঘন্য কাটে। বেথ মুনির একেবারে সহজ ক্যাচ ফস্কান শেফালি। সেইসময় ২৬ বলে ৩২ রানে খেলছিলেন অস্ট্রেলিয়ার ওপেনার। ওই জীবনদান পাওয়ার পর ৩৭ বলে ৫৪ রান করে যান মুনি। যা অস্ট্রেলিয়ারই ইনিংসের সর্বোচ্চ রান তো বটেই। সেইসঙ্গে মুনির যদি সহজ ক্যাচটা শেফালি ধরতে পারতেন, তাহলে পরপর দু'ওভারে দুই উইকেট হারিয়ে প্রবল চাপে পড়ে যেত অস্ট্রেলিয়া। সেটা তো হয়নি। উলটে বড় জুটি গড়ে তোলেন অজিরা।𒁏
আরও পড়ুন: IND W vs AUS🌃 W T20 WC: সেমিতে জঘন্য ফিল্ডিং, জোড়া সুযোগ ফস্কালেন রিচা, সহজ ক্যাচ ফেললেন শেফালি
পরে ব্যাটিং করতে নেমে ফিল্ডিংয়ে যে ভুল করেছিলেন, সেটা পুষিয়ে উঠতে পারেননি শেফালি। ছয় বলে নয় রান করে আউট হয়ে যান। অথচ অস্ট্রেলিয়ার বড় রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ভারতের ইনিংসের শুরুটা ভালো করার দরকার ছিল। কিন্তু সেটা করতে ব্যর্থ হন শেফালি। হরমন এবং জেমিমꦛা রদ্রিগেজের সুবাদে শেফালির ব্যাটিং ব্যর্থতা ঢাকা পড়লেও সেমিফাইনালে একেবারে নিজের ছন্দের ধারেকাছে ছিলেন ভারতীয় ওপেনার। যাঁর নেতৃত্বে কয়েক সপ্তাহ আগেই অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।