শুক্রবার এক ভয়াবহ দুর্ঘটনার পর অল্পের জন্য রক্ষা পেয়েছেন ভারতীয় উইকেট🤪রক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্ত। পন্ত দিল্লি থেকে তাঁর মার্সিডিজ গাড়িতে রুরকিতে তাঁর পরিবারের কাছে যাচ্ছিলেন। কিন্তু পথে তাঁর গাড়ি হাইওয়ের ডিভাইডারের সঙ্গে সংঘর্ষে পড়ে। সেখানে উপস্থিত কয়েকজন পন্তকে সাহায্য করে হাসপাতালে নিয়ে যান। দুর্ঘটনার সময় গাড়িতে একাই ছিলেন ঋষভ পন্ত। সাহায্য করার জন্য কেউ না থাকলে পরিস্থিতি আরও কঠিন হয়ে যেতে পারত। তবে এমন বিপদ হতই না যদি পন্ত নিজের বন্ধুদের কথা শুনতেন। কারণ দুর্ঘটনার আগে ঋষভ পন্ত যখন গাড়ি স্টেয়ারিং-এ হাত দিয়েছিলেন, তখন তাঁকে তাঁর বন্ধুরা একা ড্রাইভ করতে নিষেধ করেছিলেন।
আরও পড়ুন…. অবসর ভেঙে দলেꦆ ফেরার ইঙ্গিত, মহম্মদ আমিরকে নিয়ে পাকি🐽স্তান ক্রিকেটে নতুন আশা
কিছু মিডিয়া😼 রিপোর্ট অনুসারে, পন্ত তার পরিবারের সঙ্গে নববর্ষ উদযাপন করতে রুরকি যাওয়ার পথে একা গাড়ি চালাচ্ছিলেন। গাড়ি চালানোর সময় তিনি ঘুমিয়ে পড়েন এবং গাড়িটি ডিভাইডারে ধাক্কা মারে। ঋষভ পন্ত কোনও রকমে গাড়ির ভিতর থেকে বেরিয়ে আসেন এবং তার পরে গাড়িতে আগুন ধরে যায় এবং তাঁর সেই গাড়িটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়।
ক্রিকবাজের প্রতিবেদন অনুসারে, ঋষভ পন্ত যখন দিল্লি ছেড়ে যাচ্ছিলেন, তখন তাঁর বন্ধু ত꧒াঁকে এটি না করার পরামর্শ দিয়েছিলেন। খবরে বলা হয়েছে, ঋষভ পন্তের বন্ধু তাঁকে রাতে একা গাড়ি না নিয়ে যেতে বলেছিলেন। যদিও পন্ত রাজি হননি। তিনি বললেন, নিজেকে সামলে নেবেন, তার কোনও সমস্যা নেই। এই পরামর্শ না মানায় পন্তের পক্ষে খুব কঠিন হয়ে পড়ে। তাꦺর সঙ্গে কেউ থাকলে হয়তো এমনটা হত না।
আরও পড়ুন…. T20 WC-এর প্রথম একাদশ নিয়ে অখুশি ছিলেন কার্ত꧙িক, দিলেন বিস্ফোরক বিবৃতি
বিসিসিআই এবং দিল্লি ও জেলা ক্রিকেট অ্যাসো⛎সিয়েশন ক্রমাগত ঋষভের স্বাস্থ্যের দিকে নজর রাখছে। DDCA-এর একটি দলও দেরাদুনে পৌঁছেছে পন্তের সঙ্গে দেখা করতে। পন্তের আইপিএল দল দিল্লি ক্যাপিটালস জানিয়েছে, ‘ঋষভের জন্য প্রার্থনা করছি। শীঘ্রই সুস্থ হয়ে উঠুন অধিনায়ক।’ আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান লিখেছেন, ‘আশা করি ভালো আছেন ভাই। আপনার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি।’ পাকিস্তানের ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি টুইট করে লিখেছেন, ‘পন্তের জন্য প্রার্থনা করছি।’ অন্যদিকে ফাস্ট বোলার হাসান আলি লিখেছেন, ‘আশা করি চোট খুব বেশি গুরুতর নয়। পন্তের দ্রুত আরোগ্য কামনা করছি। ইনশাআল্লাহ শীঘ্রই মাঠে নামবেন।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।