এবছর আরও বড় আকারে আত্মপ্রকাশ করেছে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ। উদ্বোধনী ম্যাচে ইন্ডিয়া লেজেন্ডস মুখোমুখি হয় সাউথ আফ্রিকা লেজেন্ডসের। প্রথম ম্যাচে দাপুটে জয় দিয়ে অভিযান শুরু করেছেন সচিন তেন্ডুলকররা। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডসের বিরুদ্ধে মাঠে নামে বাংলাদেশ লেজেন্ডস। ম্যাচে✱ দাপুটে জয় তুলে নেয় ওয়🧜েস্ট ইন্ডিজ।
ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতালেন পারকিনস
১৫.২ ওভারে অলক কাপালির বﷺলে ছক্কা হাঁকিয়ে ও♓য়েস্ট ইন্ডিজের জয় নিশ্চিত করেন উইলিয়াম পারকিনস। বাংলাদেশের ৯৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডস ৪ উইকেটে ১০১ রান তুলে ম্যাচ জিতে যায়। ২৮ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জেতে ওয়েস্ট ইন্ডিজ। এডওয়ার্ডস ২টি বাউন্ডারির সাহায্যে ১৯ বলে ২২ রান করে নট-আউট থাকেন। পারকিনস ৬ বলে ৯ রান করে অপরাজিত থাকেন।
৫ ওভারে দরকার ৫ রান
জ🍌য়ের জন্য শেষ ৫ ওভার অর্থাৎ ৩০ বলে ওয়েস্ট ইন্ডিজের দরকার ৫ রান। ১৫ ওভার শেষে ক্যারিবিয়ানদের সংগ্রহ ৪ উইকেটে ৯৪ রান। এডওয়ার্ডস ২১ রানে ব্য𒁏াট করছেন।
৬ ওভারে দরকার ১২ রান
জয়ে🍎র জন্য শেষ ৬ ওভারে ওয়েস্ট ইন্ডিজের দরকার ১২ রান। ১৪ ওভার শেষে ক্যারিবিয়ানদের সংগ্রহ ৪ উইকেটে ৮৭ রান। এডওয়ার্ডস ১৬ রানে൩ ব্যাট করছেন।
রান-আউট দানজা
১২.৫ ওভারে রান-আউট হয়ে সাজঘরে ফেরেন দানজা হায়াত। ৪ বলে ১ রান করেন তিনি। ৭৯ রানে ৪ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট করতে নামেন উইলিয়াম পারকিনস। জয়ের জন্য ৭🌼 ওভারে ২০ রান দরকার ক্যারিবিয়ানদের। এডওয়ার্ডস ৯ রানে ব্যাট করছেন।
ডোয়েন স্মিথ আউট
ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করার ঠিক পরেই আউট হয়ে মাঠ ছাড়েন ডোয়েন স্মিথ। ৯টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪২ বলে ৫১ রান করে মাঠ ছাড়েন তিনি। ওয়েস্ট ইন্ডিজ ৭৩ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামের দানজা হায়াত। ৮ ওভারে ২৬ রান দরকার ওয়েস্ট ই💜ন্ডিজের।
হাফ-সেঞ্চুরি স্মিথের
৯টি চার ও ১টি ছক্কা🌄র সাহায্যে ৪১ বলে ব্যাক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। ১১.৩ ওভারে অলক কাপালির বলে চার মেরে পঞ্চাশ রানের 𝔉গণ্ডি টপকে যান স্মিথ।
আবুলের ওভারে ১০ রান
১১তম ওভারে আবুলের বলে ১টি করে চার মারেন এডওয়ার্ডস ও স্মিথ। ওভারে মোট ১০ রান ওঠে। ওয়েস্ট ইন্ডিজের স্কোর ২ উইকেটে ৬৮ রান। স্মিথ ৪৭ ও এডওয়ার্ডস ৭ রানꦆে ব্যাট করছেন।
দেওনারায়ন আউট
৯.৫ ওভারে ডলার মহম্মদের বলে পরিবর্ত ফিল্ডার আলমগীরের হাতে ধরা 🥀পড়েন নরসিং দেওনারায়ন। ১টি বাউন্ডারির সাহায্যে ১৬ বলে ৮ রান করেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ ৫৬ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন কার্ক এডওয়ার্ডস। ১০ ওভারে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ২ উইকেটে ৫৮ রান। স্মিথ ৪২ রানে ব্যাট করছেন।
আবুলের ওভারে ১ রান
নবম ওভারে বল করতে আসেন আবুল হাসান। তিনি ১ রান ⭕খরচ করেন। ৯ ওভারে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১ উই🐓কেটে ৫১ রান।
৫০ ছুঁল ওয়েস্ট ইন্ডিজ
অষ্টম ওভারে শরিফের চতুর্থ বলে ছক্কা হাঁকা✅ন স্মিথ। ওভারে মোট ১০ রান ওঠে। ৮ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১ উইকেটে ৫০ রান। স্মিথ ২৯ বলে ৩৬ রান করেছেন। তিনি ৬টি চার ও ১টি ꦐছক্কা মেরেছেন।
রাজ্জাকের বোলিং কোটা শেষ
৪ ওভারের বোলিং কোটা শেষ করলেন আব্🍸দুর রাজ্জাক। সপ্তম ওভারে তাঁর বলে জোড়া বাউন্ডারি মারেন স𝔉্মিথ। ৭ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১ উইকেটে ৪০ রান। রাজ্জাক ৪ ওভারে ২৩ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।
পাওয়ার প্লের খেলা শেষ
পাওয়ার প্লে-♒র ৬ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ১ উইকেট হারিয়ে ৩২ রান তুলেছে। ১৯ বলে ২০ রান করেছেন ডোয়েন স্মিথ। তিনি ৪টি চার মেরেছেন। ১২ বলে ৬ রান করেছেন দেওনারায়ন।
টাইট বোলিং রাজ্জাকের
পঞ্চম ওভারে পু𒉰নরায় বল করতে আসেন আব্দুর রাজ্জাক। তিনি নিজের তৃতীয় ওভারে ৫ রান খরচ করেন। ৫ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর🔥 ১ উইকেটে ২৭ রান।
শাহাদতের ওভারে ৬ রান
চতুর্থ ওভারে শাহাদত হোসেন ৬ಌ রান খরচ করেন। চার ওভ🅺ার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১ উইকেটে ২২ রান। স্মিথ ১১ ও দেওনারায়ন ৬ রানে ব্যাট করছেন।
মহম্মদকে ফেরালেন রাজ্জাক
শুরুতেই সাফল্য পেল বাংলাদেশ। ২.২ ওভারে ডেভ মহম্মদকে সাজঘরে ফেরালেন আব্দুর রাজ্জাক। ৫ বলে ৪ রান করে এলবিডব্লিউ হন মহম্মদ। ওয়েস্ট ইন্ডিজ ১৫ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন নরসিং দেওনারায়ন। ৩ ওভার শেষে ওয়েস🌳্ট ইন্ডিজের স্কোর ১ উইকেটে ১৬ রান।
শাহাদতের ওভারে ৬ রান
দ্বিতীয় ওভারে বল করতে আসেন বাংলাদেশ দলনায়ক শাহাদত হোসেন। ওভারে মোট ৬ রান ওঠে। ১টি চার মারেন ডেভ মꦉহম্মদ। ২ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ বিনা উইকেটে ১৫ রান।
শুরুতেই স্মিথের জোড়া বাউন্ডারি
ডেভ মহম্মদকে সঙ্গে নিয়ে ইনিংসের ওপেন করতে নামেন ডোয়েন স্মিথ। বোলিং শুরু করেন আব্দুর রাজ্জাক। ওভারের দ্বিতীয় ও তৃতীয় বল💛ে পরপর ২টি চার মারেন স্মিথ🦩। প্রথম ওভারে ৯ রান ওঠে।
বাংলাদেশ অল-আউট
১৯.৪ ওভারে স্যান্টকির বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন শাহাদত হোসেন। ২ বলে ১ রান করে সাজঘরে পেরেন তিনি। বাংলাদেশ ৯৮ রানে আল-আউট হয়ে যায়। ২৭ বলে ২২ রান করে নট-আউট থাকেন ধীমান ঘোষ। তিনি কোনও বাউন্ডারি মারেননি। স্যান্টকি ২.৪ ওভার বল করে ৭ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন। জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডসের দরকার ৯৯ রཧান।
ডলার মেহমুদ আউট
১৯.১ ওভারে স্যান্টকির বলে পাওয়েলের হাতে ধরা পড়েন ডলার মেহমুদ। ৪ বলে ১ রান🔯 করেন তিনি। বাংলাদেশ ৯৬ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ক্যাপ্টেন শাহাদত হোসেন।
আউট হলেন রাজ্জাক
১৮.২ ওভারে সুলেমান বেনের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন আব্দুর রাজ্জাক। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১০ বলে ১৩ রান করে মাঠ ছাড়েন তিনি। বাংলাদেশ ৯২ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ডলার মেহমুদ। ১৯ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৮ উ🐼ইকেটে ৯৬ রান। ২১ রান করেছেন ধীমান। বেন ৪ ওভারে ২০ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।
৯০-এর ঘরে বাংলাদেশ
১৮তম ওভারে ডেভ মহম্মদের চতুর্থ বলে ছক্কা মারেন রাজ্জাক। ওভারে মোট ༺১১ রান ওঠে। বাংলাদেশ লেজেন্ডসের স্কোর ৭ উইকেটে ৯১ রান। রা𝄹জ্জাক ৯ বলে ১৩ রান করেছেন। ২৪ বলে ১৯ রান করেছেন ধীমান।
১০০ টপকাতে পারবে বাংলাদেশ?
১৭তম ওভারে মাত্র ৩ রান খরচ করেন দেবেন✨্দ্র বিশু। বাংলাদেশ লেজেন্ডসের স্কোর ৭ উইকেটে ৮০ রান। ধীমান ১৬ ও রাজ্জাক ৫ রানে ব্যাট করছেন। বিশু ৪ ওভারে ২৩ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেছেন🌸।
মহম্মদ শরিফ আউট
১৫.১ ওভারে ডেভ মহম্মদের বলে সুলেমান বেনের হাতে ধরা পড়েন মহম্মদ শরিফ। ৬ বলে ৩ রান করে মাঠ ছাড়েন তিনি। বাংলাদেশ ৬৮ রানে ৭ উইকেট হারা🐲য়। ব্যাট করতে নামেন আব্দুর রাজ্জাক। তিনি ওভারের তৃতীয় বলে চার মারেন। একটি ওয়াইড বল বাউন্ডারির বাইরে চলে যায়। ওভারে মোট ৯ রান ওঠে। ১৬ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৭ উইকেটে ৭৭ ꦡরান।
৫ ওভারের খেলা বাকি
১৫ ওভারে বাংলাদেশের স্কোর♌ ৬ উইকেটে ৬৮ রান। ধীমান ঘোষ ১৬ বলে ১৪ রান করেছেন। ৫ বলে ৩ রান করেছেন মহম্ম൲দ শরিফ।
আবুল আউট
১৩.৫ ওভারে ডেভ মহম্মদের বলে হায়াতের হাতে ধরা পড়েন আবুল ℱহাসান। ৬ বলে ৩ রান করেন তিনি। বাংলাদেশ ৬২ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মহম্মদ শরিফ।
অলক কাপালি আউট
১২.৩ ওভারে দেবেন্দ্র বিশুর বলে পাওয়েলের হাতে ধরা পড়েন অলক কাপালি। ২০ বলে ১৯ রান করে মাঠ ছাড়েন তিনি। বাংলাদেশ ৫৭ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আব🍰ুল হাসান। ১৩ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৫ꩵ উইকেটে ৬১ রান।
৫০ টপকাল বাংলাদেশ
১২তম ওভারে সুলেমান বেনের শেষ বলে চার মারেন অলক কাপালি। ওভারে মোট ১০ রান ওঠে। ১২ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ৫৬ রান। কাপাল🌸ি ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৮ বলে ১৯ রান করেছেন।
প্রথম ছক্কা বাংলাদেশের
১১তম ওভ🍌ারে প্রথম ছক্কা মারে বাংলাদেশ। দেবেন্দ্র বিশুর দ্বিতীয় বলে 💙ছয় মারেন কাপালি। ওভারে ১০ রান ওঠে। ১১ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ৪৬ রান। অলক ১৪ রান করেছেন।
অর্ধেক ইনিংস শেষ
১০ ওভারের খেলা শেষ। বাংলাদেশ প্রথম ১০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ৩৬ রান সং♛গ্রহ করেছে। ১১ বলে ৬ রান করেছেন অলক কাপালি। ধীমান ৬ বলে ২ রান করেছেন।
মার্লনের ওভারে ৫ রান
নবম ওভারে মার্লন ব্ল্য়াক 🍸৫ রান খরচ করেন। ৯ ওভার শেষে বাংলাদেশ লেজেন্ডসের স্কোর ৪ উইকেটে ৩৫ রান। কাপালি ৫ রানে ব্যাট করছেন।
আফতাব আউট
অষ্টম ওভারে বল করতে আসেন সুলেমান বেন। তৃতীয় বলে রিবার্স সুইপে চার মারেন আফতাব। পঞ্চম বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফে🔯রেন তিনি। ২টি বাউন্ডারির সাহায্যে ১৫ বলে ১৩ রান করেন আফতাব। বাংলাদেশ ৩০ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ধীমান ঘোষ।
ইমরান আউট
৬.৩ ওভারে মার্লন ব্ল্যাকের বলে এডওয়ার্ডসের হাতে ধরা পড়েন তুষার ইমরান। ১৬ বলে ৬ রান করেন তিনি। বাংলাদেশ ২০ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অলক কাপালি। ওভারের শেষ বলে বাউন্ডারি মারেন আফতাব। ൩সুতরাং ৪২নম্বর বলে বাংলাদেশ ম্যাচে প্রথম চার মারে। ৭ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ২৫ রান।
পাওয়ার প্লে-র খেলা শেষ
ষষ্ঠ ওভারে বল করতে আসেন🧜 ডোসেন স্মিথ। তাঁর একটি ওয়াইড বল বাউন্ডারির বাইরে চলে যায়। ওভারো মোট ১০ রান ওঠে। পাওয়ার প্লে-র ৬ ওভারে বাংলাদেশের স্কোর ২ উইকেটে ১৯ রান। বাংলাদেশের কোনও ব্যাটসম্যান🧜 এখনও বাউন্ডারি মারতে পারেননি। তুষার ১৫ বলে ৬ রান করেছেন। ৯ বলে ৪ রান করেছেন আফতাব।
মেডেন ওভার পাওয়েলের
পঞ্চম ওভারে কোনও রান খরচ করেননি পাওয়েল। একটি বল ব্যাটসম্যানের পায়ে লেগে বাউন্ডারির বাইরে চলে যায়। তবে ইচ্ছা করে পা লাগানো হয়েছে বলেই আম্পা♋য়ার চার রান দেননি। ৫ ওভার শেষে বাংলাদেশের স্কোর ২ উইকেটে ৯ রান।
স্যান্টকির ওভারে ৩ রান
চতুর্থ ওভারে স্যান্টকি মাত্র ৩ রান খরচ করেন। ৪ ওভার শেষে বাংলাদেশের স্কোর ২ উইকেটে ৯ রান। ৬ বলে ৪ রান করেছেন তুষার। ৬ বলে ২ 🃏রান করেছেন আফতাব।
রান-আউট সাদাত
২.২ ওভারে রান-আউট হয়ে মাঠ ছাড়েন নাজমাস সাদাত। ৯ বলে ৩ রান করেন 🌳তিনি। বাংলাদেশ ৪ রানে দুই ও𒆙পেনারের উইকেট হারায়। ব্যাট করতে নামেন আফতাব আহমেদ। তৃতীয় ওভারে মাত্র ২ রান খরচ করেন পাওয়েল। ৩ ওভার শেষে বাংলাদেশের স্কোর ২ উইকেটে ৬ রান।
নাজিমুদ্দিন আউট
দ্বিতীয় ওভারে স্যান্টকির তৃতীয় বলে আউট হন নাজিমুদ্দিন। তিনি ফুলಌটস বলে সোজা ক্যাচ দিয়ে বসেন ডেভ মহম্মদের হাতে। ৩ বল খেলে খাতা খুলতে পারেননি নাজিমুদ্দিন। বাংলাদেশ ২ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন তুষার ইমরান। দ্বিতীয় ওভারে ২ রান ওঠে। ২ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১ উইকেটে ৪ রান।
সতর্ক শুরু বাংলাদেশের
নাজিমুদ্দꦫিনকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন সাদাত। বোলিং শুরু করেন পাওয়েল। প্রথম ওভারে ২ রান ওঠে।
ওয়েস্ট ইন্ডিজের প্লেয়িং ইলেভেন
কার্ক এডওয়ার্ডস (ক্যাপ্টেন), সুলেমান বেন, দানজা হায়াত, দেবেন্দ্র বিশু, মার্লন ব্ল্যাক, উইল💟িয়াম পারকিনস (উইকেটকিপার), নরস🍷িং দেওনারায়ন, ডোয়েন স্মিথ, কৃষমার স্যান্টকি, ডেভ মহম্মদ ও ড্যারেন পাওয়েল।
বাংলাদেশের প্লেয়িং ইলেভেন
নাজমাস সাদাত, নাজিমুদ্দিন, শাহাদাত হোসেন (ক্যাপ্টেন), ধীমান ঘোষ (উই💧কেটকিপার), তুষার ইমরান, অলক কাপালি, আফতাব আহমেদ, আবুল হাসান, ডলার মেহমুদ, আব্দুর রাজ্জাক ও মহম্মদ শরিফ।
টস জিতল বাংলাদেশ
রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ ২০২২-এর দ্বিতীয় ম্যাচে টস জিতল বাংলাদেশ। টস জিতে শাহাদত হোসেন শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন।🐽 সুতরাং, গ্রিন পার্কে রান তাড়া করবে ওয়েস্ট ইন্ডিজ। উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের হয়ে এই ম্যাচে অধিনায়কত্ব করছেন কার্ক এডওয়ার্ডস।
ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডসের স্কোয়াড
ব্রায়ান লারা, মার্লন ব্ল্যাক, নরসং দেওনারায়ন, সুলেমান বেন, ড্যারেন পাওয়েল, ডেভ মহম্মদ, ডোয়েন স্মিথ (উইকেটকিপার), জ💦েরমি টেলর, কার্ক এডওয়ার্ডস (ক্যাপ্টেন), দানজা হায়াত, উইলিয়াম পারকিনস, কৃষমার স্যান্টকি, দেবেন্দর বিশু।
বাংলাদেশ লেজেন্ডসের স্কোয়াড
খালেদ মাসুদ, মেহরাব হোসেন, মহম্মদ শরিফ, আলমগীর কবির💙, অলোক কাপালি, তুষার ইমরান, নাজিমুদ্দিন, আꦰব্দুর রাজ্জাক, আফতাব আহমেদ, ধীমান ঘোষ (উইকেটকিপার), ইলিয়াস সানি, শাহাদত হোসেন (ক্যাপ্টেন), নাজমাস সাদাত, ডলার মেহমুদ, আবুল হাসান, মামুন উর রশিদ।
উদ্বোধনী ম্যাচে জয় তুলে নিয়েছেন সচিনরা
শনিবার🐲 টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সাউথ আফ্রিকা লেজেন্ডকে ৬১ 🔯রানে পরাজিত করে ইন্ডিয়া লেজেন্ডস। প্রথমে ব্যাট করে ইন্ডিয়া লেজেন্ডস নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২১৭ রান তোলে। পালটা ব্যাট করতে নেমে সাউথ আফ্রিকা লেজেন্ডস ৯ উইকেটে ১৫৬ রানে আটকে যায়।
দ্বিতীয় মরশুমে মাঠে নামছে বাংলাদেশ
প্রথম মরশুমে করোনার জন্য অস্ট্রেলিয়া মাঠে ফিরতে না পারায় তাদের অভাব পূরণ করতে নামে বাংলাদেশ। এবার টুর্নামেন্টের শুরু থেকেই অংশ নিচ্ছে তা🦄রা। সুতরাং, রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে এটি তাদের দ্বিতীয় মরশুম।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।