ꦗআন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বটে, তবে সাম্প্রতিক অতীতের মহাতারকাদের ব্যাটিং-বোলিং স্কিলে যে মরচে পড়েনি, তার প্রমাণ মিলতে চলেছে আরও একবার। রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ আরও বড় আকারে আত্মপ্রকাশ করছে এবার। উদ্বোধনী ম্যাচে সচিন তেন্ডুলকরের ইন্ডিয়া লেজেন্ডসের মুখোমুখি হয় জন্টি রোডসের সাউথ আফ্রিকা লেজেন্ডস। বিরাট জয় দিয়ে অভিযান শুরু করেন সচিনরা।
ম্যাচের সেরা বিনি
🌱৫টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৪২ বলে ৮২ রানের দুর্দান্ত ইনিংস খেলার সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন স্টুয়ার্ট বিনি।
বিরাট জয় ইন্ডিয়া লেজেন্ডসের
ℱশেষ ওভারে ইরফানের বলে ২টি চার মারেন জন্টি। ১টি লেগ-বাই চার আসে। ওভারে ১৪ রান ওঠে। ইন্ডিয়া লেজেন্ডসের ৪ উইকেটে ২১৭ রানের জবাবে ব্যাট করতে নেমে সাউথ আফ্রিকা লেজেন্ডস ৯ উইকেটে ১৫৬ রানে আটকে যায়। ৬১ রানের বড় ব্যবধানে ম্যাচ জেতে ইন্ডিয়া লেজেন্ডস। জন্টি রোডস ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৭ বলে ৩৮ রান করে নট-আউট থাকেন। ইরফান ৩ ওভারে ২৯ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন।
এনতিনিকে ফেরালেন মুনাফ
𝔉১৮.৬ ওভারে মাখায়া এনতিনিকে বোল্ড করেন মুনাফ প্যাটেল। ৬ বলে ৬ রান করে মাঠ ছাড়েন এনতিনি। সাউথ আফ্রিকা ১৪২ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন গার্নেট। জয়ের জন্য শেষ ওভারে ৭৬ রান দরকার সাউথ আফ্রিকার। মুনাফ ৪ ওভারে ২৪ রানের বিনিময়ে ২টি উইকেট নেন। জন্টি ব্যাট করছেন ২৮ রানে।
এডিকে বোল্ড করলেন ইরফান
✤১৭.২ ওভারে এডিকে বোল্ড করে সাজঘরে ফেরালেন ইরফান পাঠান। ৩ বল খেলে খাতা খুলতে পারেননি তিনি। ১২৪ রানে ৮ উইকেট হারায় সাউথ আফ্রিকা। ব্যাট করতে নামেন এনতিনি। তিনি মাঠে নেমে প্রথম বলেই চার মারেন। ওভারের পঞ্চম বলে ছক্কা মারেন জন্টি। ১৮ ওভার শেষে সাউথ আফ্রিকার স্কোর ৮ উইকেটে ১৩৫ রান। জন্টি ২৬ রানে ব্যাট করছেন।
ওঝার ওভারে জোড়া বাউন্ডারি রোডসের
♛১৭তম ওভারে প্রজ্ঞান ওঝার বলে ২টি চার মারেন জন্টি রোডস। ওভারে মোট ১২ রান ওঠে। ১৭ ওভার শেষে সাউথ আফ্রিকার স্কোর ৭ উইকেটে ১২৩ রান। জন্টি ২০ রানে ব্যাট করছেন। ওঝা ৪ ওভারে ৩২ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেছেন।
রাহুলের তৃতীয় শিকার জোহান
ꦅ১৫.৫ ওভারে জোহান ভ্যান ডার ওয়াথকে এলবিডব্লিউ-র ফাঁদে জডান রাহুল শর্মা। ২ বল খেলে খাতা খুলতে পারেননি জোহান। সাউথ আফ্রিকা ১১১ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন এডি। রাহুল ৪ ওভারে ১৭ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন।
বোথাকে ফেরালেন মুনাফ
ꦚ১৪.৬ ওভারে মুনাফ প্যাটেলের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন জোহান বোথা। তিনি সেই ওভারের তৃতীয় বলে ছক্কা মেরে দলকে ১০০ রানের গণ্ডি পার করান। শেষমেশ ৫ বলে ৮ রান করে মাঠ ছাড়েন বোথা। সাউথ আফ্রিকা ১০৬ রানে ৬ উইকেট হারায়। জয়ের জন্য শেষ ৫ ওভারে তাদের দরকার ১১২ রান। ব্যাট করতে নামেন জোহান ভ্যান ডার ওয়াথ।
রাহুলের দ্বিতীয় শিকার জ্যাকস
🌳১৩.২ ওভারে রাহুল শর্মার বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন জ্যাকস রুডল্ফ। ২টি বাউন্ডারির সাহায্যে ১৪ বলে ১৬ রান করেন তিনি। ৯৫ রানে ৫ উইকেট হারায় সাুথ আফ্রিকা। ব্যাট করতে নামেন জোহান বোথা। ১৪ ওভার শেষে সাউথ আফ্রিকার স্কোর ৫ উইকেটে ৯৭ রান।
কৃপণ বোলিং মুনাফের
🀅১৩তম ওভারে মাত্র ৪ রান খরচ করেন মুনাফ প্যাটেল। সাউথ আফ্রিকার স্কোর ৪ উইকেটে ৯৪ রান। ১৬ রানে ব্যাট করছেন জ্যাকস।
হেনরিকে ফেরালেন যুবি
𝄹১২তম ওভারে বল করতে আসেন যুবরাজ সিং। তৃতীয় বলে চার মারেন রুডল্ফ। শেষ বলে তিনি তুলে নেন হেনরির উইকেট। ৬ বলে ৬ রান করে বোল্ড হয়ে মাঠ ছাড়েন ডেভিডস। সাউথ আফ্রিকা ৯০ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জন্টি রোডস।
পিটারসেনকে ফেরালেন ওঝা
ꦰ১০.১ ওভারে প্রজ্ঞান ওঝার বলে ছক্কা মারেন পিটারসেন। পরের বলেই তাঁকে স্টাম্প আউট করেন নমন। ৯ বলে ১০ রান করে মাঠ ছাড়েন পিটারসেন। সাউথ আফ্রিকা ৭৭ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হেনরি ডেভিডস। তিনি ওভারের শেষ বলে ৪ মারেন। ১১ ওভারে সাউথ আফ্রিকার স্কোর ৩ উইকেটে ৮৩ রান।
১০ ওভারে সাউথ আফ্রিকার দরকার ১৪৭ রান
🎐দশম ওভারে সুরেশ রায়নার বলে ১১ রান ওঠে। ১০ ওভার শেষে সাউথ আফ্রিকার স্কোর ২ উইকেটে ৭১ রান। জয়ের জন্য শেষ ১০ ওভারে সাউথ আফ্রিকার দরকার ১৪৭ রান।
পুটিককে ফেরালেন ওঝা
💖৮.৪ ওভারে প্রজ্ঞান ওঝার বলে সচিন তেন্ডুলকরের হাতে ধরা পড়েন অ্যান্ড্রু পুটিক। ৩টি বাউন্ডারির সাহায্যে ২৪ বলে ২৩ রান করেন তিনি। সাউথ আফ্রিকা ৫৮ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জ্যাকস রুডল্ফ। ৯ ওভারে সাউথ আফ্রিকার স্কোর ২ উইকেটে ৬০ রান।
৫০ টপকাল সাউথ আফ্রিকা
๊অষ্টম ওভারে বল করতে আসেন সুরেশ রায়না। তাঁর ওভারে ৮ রান ওঠে। দ্বিতীয় বলে চার মারেন পুটিক। ৮ ওভার শেষে সাউথ আফ্রিকার সংগ্রহ ১ উইকেটে ৫৪ রান। পুটিক ২১ রানে ব্যাট করছেন।
ওঝার ওভারে ৩ রান
💛সপ্তম ওভারে বল করতে আসেন প্রজ্ঞান ওঝা। তিনি মাত্র ৩ রান খরচ করেন। ৭ ওভারে সাউথ আফ্রিকার স্কোর ১ উইকেটে ৪৬ রান। ১৩ রানে ব্যাট করছেন পুটিক।
মর্নিকে ফেরালেন রাহুল শর্মা
🍌পাওয়ার প্লে-র শেষ বলে (৫.৬ ওভার) মর্নি ভ্যান উইককে এলবিডব্লিউ-র ফাঁদে জড়ান রাহুল শর্মা। ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৪ বলে ২৬ রান করে মাঠ ছাড়েন মর্নি। সাউথ আফ্রিকা ৪৩ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আলভারো পিটারসেন।
মুনাফের ওভারে ৬ রান
꧑পঞ্চম ওভারে মুনাফ প্যাটেল মাত্র ৬ রান খরচ করেন। চতুর্থ বলে ৪ মারেন মর্নি। ৫ ওভার শেষে সাউথ আফ্রিকার স্কোর বিনা উইকেটে ৩৪ রান। মর্নি ২২ রানে ব্যাট করছেন।
ক্য়াচ ছেড়ে ছক্কা উপহার ওঝার
🐻চতুর্থ ওভারে বল করতে আসেন গোনি। দ্বিতীয় বল তুলে মারেন মর্নি। বাউন্ডারি লাইনে ক্যাচ ছাড়েন প্রজ্ঞান ওঝা। বল তাঁর হাতে লেগে বাউন্ডারির বাইরে চলে যায়। আউট হওয়ার বদলে ছয় রান উপহার পেয়ে যান ভ্যান উইক। ওভারের পঞ্চম বলে তিনি ১টি চার মারেন। ওভারে মোট ১২ রান ওঠে। ৪ ওভার শেষে সাউথ আফ্রিকা লেডেন্ডসের স্কোর বিনা উইকেটে ২৮ রান। ১৭ রান করেছেন মর্নি। ৯ রান করেছেন পুটিক।
রাহুল শর্মার ওভারে ৪ রান
🐻তৃতীয় ওভারে বল করতে আসেন রাহুল শর্মা। দ্বিতীয় বলে চার মারেন মর্নি। নিজের বলে একটি ক্যাচ ছাড়েন রাহুল। ওভারে সেই চার রানই ওঠে। ৩ ওভার শেষে সাউথ আফ্রিকার স্কোর বিনা উইকেটে ১৬ রান।
গোনির ওভারে ৪ রান
💯দ্বিতীয় ওভারে বল করতে আসেন মনপ্রীত গোনি। তিনি ৪ রান খরচ করেন। ২ ওভারে সাউথ আফ্রিকার স্কোর বিনা উইকেটে ১২ রান।
সাউফ আফ্রিকার রান তাড়া করা শুরু
ﷺঅ্যান্ড্রু পুটিককে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন মর্নি ভ্যান উইক। ইন্ডিয়ার হয়ে বোলিং শুরু করেন ইরফান পাঠান। চতুর্থ ও পঞ্চম বলে পরপর ২টি চার মারেন পুটিক। প্রথম ওভারে ৮ রান ওঠে।
সাউথ আফ্রিকার সামনে বিরাট টার্গেট ইন্ডিয়ার
🦹শেষ ওভারে এনতিনির বলে ২টি ছক্কা ও ১টি চার মারেন ইউসুফ। ওভারে মোট ১৮ রান ওঠে। ইন্ডিয়া লেজেন্ডস নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২১৭ রান তুলেছে। ইউসুফ ১টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ১৫ বলে ৩৫ রান করে নট-আউট থাকেন। বিনি ৫টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৪২ বলে ৮২ রান করে অপরাজিত থাকেন। এনতিনি ৪ ওভারে ৫২ রানের বিনিময়ে ১টি উইকেট নেন। জয়ের জন্য সাউথ আফ্রিকা লেজেন্ডসের দরকার ২১৮ রান।
গার্নেটের বলে জোড়া ছক্কা পাঠানের
♛১৯তম ওভারে গার্নেটের বলে ২টি ছক্কা মারেন ইউসুফ পাঠান। ওভারে মোট ১৭ রান ওঠে। ১৯ ওভার শেষে ইন্ডিয়া লেজেন্ডসের স্কোর ৪ উইকেটে ১৯৯ রান। বিনি ৪০ বলে ৮১ রান করেছেন। তিনি ৫টি চার ও ৬টি ছক্কা মেরেছেন। ইউসুফ পাঠান ২টি ছক্কার সাহায্যে ১১ বলে ১৯ রান করেছেন। গার্নেট ৪ ওভারে ৫৩ রান খরচ করেও কোনও উইকেট পাননি।
এনতিনির ওভারে জোড়া ছক্কা বিনির
🌊১৮তম ওভারে এনতিনির বলে জোড়া ছক্কা হাঁকান স্টুয়ার্ট বিনি। ওভারে মোট ১৭ রান ওঠে। ইন্ডিয়া লেজেন্ডসের স্কোর ৪ উইকেটে ১৮২ রান। বিনি ৩৮ বলে ৭৯ রান করেছেন। তিনি ৫টি চার ও ৬টি ছক্কা মেরেছেন। ইউসুফ ৭ বলে ৫ রান করেছেন।
ঝোড়ো হাফ-সেঞ্চুরি বিনির
🎶৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩১ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। গার্নেটের ওভারে ১টি চার ও ২টি ছক্কা মারেন বিনি। ওভারে মোট ২২ রান ওঠে। ১৭ ওভার শেষে ইন্ডিয়া লেজেন্ডসের স্কোর ৪ উইকেটে ১৬৫ রান। বিনি ৩৪ বলে ৬৪ রান করেছেন।
হাফ-সেঞ্চুরির দোরগোড়ায় বিনি
ꦏ১৬ ওভার শেষে ইন্ডিয়া লেজেন্ডসের স্কোর ৪ উইকেটে ১৪৩ রান। বিনি ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৯ বলে ৪৫ রান করেছেন। ইউসুফ ৪ বলে ৩ রান করেছেন। এডি লেই ৪ ওভারে ৩৫ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।
ভ্যান ডারের ১২ বলের ওভারে ১৪ রান
൲১৫তম ওভারে যুবরাজের উইকেট পেলেও ৬টি ওয়াইড বল করেন ভ্য়ান ডার। ১টি চার মারেন বিনি। ওয়াইড মিলিয়ে ১২ বলের ওভারে মোট ১৪ রান ওঠে। ১৫ ওভার শেষে ইন্ডিয়ার স্কোর ৪ উইকেটে ১৩৮ রান। বিনি ২৬ বলে ৪৩ রান করেছেন।
যুবরাজ সিং আউট
🍎১৫তম ওভারের শুরুতে পরপর ৩টি ওয়াইড বল করেন জোহান ভ্যান ডার ওয়াথ। ওভারের তৃতীয় বলে ছক্কা হাঁকানোর চেষ্টায় বাউন্ডারি লাইনে বোথার হাতে ধরা পড়ে যান যুবি। ৮ বলে ৬ রান করে মাঠ ছাড়েন তিনি। ইন্ডিয়া লেজেন্ডস ১২৯ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ইউসুফ পাঠান।
বোলিং কোটা শেষ করলেন বোথা
﷽৪ ওভারের বোলিং কোটা শেষ করেলন জোহান বোথা। ৩৯ রান খরচ করেও কোনও উইকেট নিতে পারেননি তিনি। ১৪ ওভার শেষে ইন্ডিয়া লেজেন্ডসের স্কোর ৩ উইকেটে ১২৪ রান। যুবরাজ সিং ৪ রান করেছেন। বিনি ব্যাট করছেন ৩৮ রানে।
সুরেশ রায়না আউট
🀅১২.৩ ওভারে এডির বলে ভ্যান ডার ওয়াথের হাতে ধরা পড়ে যান রায়না। ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২২ বলে ৩৩ রান করে মাঠ ছাড়েন সুরেশ। ইন্ডিয়া লেজেন্ডস ১১৬ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন যুবরাজ সিং। ১৩ ওভার শেষে ইন্ডিয়ার স্কোর ৩ উইকেটে ১১৮ রান। বিনি ২১ বলে ৩৫ রান করেছেন।
১০০ টপকাল ইন্ডিয়া লেজেন্ডস
🍰১২তম ওভারে বোথার বলে ১টি করে চার মারেন বিনি ও রায়না। ওভারে মোট ১২ রান ওঠে। ১২ ওভার শেষে ইন্ডিয়ার স্কোর ২ উইকেটে ১১১ রান। রায়না ৩৩ ও বিনি ২৯ রানে ব্যাট করছেন।
এডির ওভারে জোড়া ছক্কা বিনির
💟১১তম ওভারে এডির চতুর্থ ও ষষ্ঠ বলে ২টি ছক্কা মারেন স্টুয়ার্ট বিনি। ওভারে মোট ১৪ রান ওঠে। ১১ ওভার শেষে ইন্ডিয়ার স্কোর ২ উইকেটে ৯৯ রান। রায়না ২৭ ও বিনি ২৩ রানে ব্যাট করছেন।
প্রথম ছক্কা রায়নার
ꦫদশম ওভারে বোথার শেষ বলে ছক্কা হাঁকান সুরেশ রায়না। ওভারে মোট ৮ রান ওঠে। অর্ধেক ইনিংস শেষ। ১০ ওভারে ইন্ডিয়া লেজেন্ডসের সংগ্রহ ২ উইকেটে ৮৫ রান। রায়না ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৭ বলে ২৬ রান করেছেন। স্টুয়ার্ট বিনি ১০ বলে ১০ রান করেছেন।
এডির ওভারে ৯ রান
🅺নবম ওভারে এডি লেইয়ের তৃতীয় বলে চার মারেন রায়না। ওভারে মোট ৯ রান ওঠে। ৯ ওভার শেষে ইন্ডিয়ার স্কোর ২ উইকেটে ৭৭ রান। সুরেশ ১৯ ও বিনি ৯ রানে ব্যাট করছেন।
ব্যাট চলছে রায়নার
ꦍঅষ্টম ওভারে পিটারসেনের পঞ্চম বলে চার মারেন রায়না। ওভারে মোট ৮ রান ওটে। ৮ ওভার শেষে ইন্ডিয়া লেজেন্ডসের স্কোর ২ উইকেটে ৬৮ রান। ১০ বলে ১৩ রান করেছেন রায়না। তিনি ২টি চার মেরেছেন। ৫ বলে ৭ রান করেছেন বিনি। তিনি ১টি চার মেরেছেন।
নমন ওঝা আউট
꧒৬.১ ওভারে জোহান ভ্যান ডারের বলে পয়েন্টে জন্টি রোডসের হাতে ধরা দেন নমন ওঝা। ৪টি বাউন্ডারির সাহায্যে ১৮ বলে ২১ রান করে মাঠ ছাড়েন ওঝা। ইন্ডিয়া লেজেন্ডস ৫২ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন স্টুয়ার্ট বিনি। তিনি ওভারের শেষ বলে চার মারেন। ৭ ওভারে ইন্ডিয়ার স্কোর ২ উইকেটে ৬০ রান।
সচিনকে ফেরালেন এনতিনি
🐲৫.২ ওভারে এনতিনির বলে বোথার হাতে ধরা পড়েন সচিন তেন্ডুলকর। ২টি বাউন্ডারির সাহায্যে ১৫ বলে ১৬ রান করে মাঠ ছাড়েন মাস্টার ব্লাস্টার। ইন্ডিয়া লেজেন্ডস ৪৬ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সুরাশ রায়না। তিনি নিজের দ্বিতীয় বলেই চার মারেন। পাওয়ার প্লের ৬ ওভারে ইন্ডিয়ার স্কোর ১ উইকেটে ৫২ রান।
ফের জীবনদান পেলেন সচিন
♔পঞ্চম ওভারে জোহান ভ্যান ডারের তৃতীয় বলে চার মারেন সচিন। তবে ওভারের পঞ্চম বলে তাঁর ক্যাচ ছাড়েন পুটিক। ৫ ওভার শেষে ইন্ডিয়া লেজেন্ডসের সংগ্রহ বিনা উইকেটে ৪৪ রান। নমন ২১ ও সচিন ১৪ রানে ব্যাট করছেন।
প্রথম বাউন্ডারি সচিনের
🌌চতুর্থ ওভারে মাখায়া এনতিনির দ্বিতীয় বলে চার মারেন সচিন। চতুর্থ বলে একটি চার মারেন নমন। ওভারে মোট ১১ রান ওঠে। ৪ ওভার শেষে ইন্ডিয়ার স্কোর বিনা উইকেটে ৩৮ রান। নমন ২১ ও সচিন ৯ রানে ব্যাট করছেন।
জীবনদান পেলেন সচিন
꧂২.৪ ওভারে গার্নেটের বলে সচিনের ক্যাচ মিস হয়। জীবনদান পেয়ে যান তেন্ডুলকর। ওভারে মোট ৫ রান ওঠে। ৩ ওভার শেষে ইন্ডিয়ার স্কোর বিনা উইকেটে ২৭ রান।
বোথার ওভারে ১৩ রান
⛎দ্বিতীয় ওভারে বল করতে আসেন জোহান বোথা। তৃতীয় বলে ১ রান নেন সচিন। পঞ্চম বলে চার মারেন নমন। একটি ওয়াইড বল বাউন্ডারির বাইরে চলে গেলে ৫ রান পায় ইন্ডিয়া। ওভারে মোট ১৩ রান ওঠে। ২ ওভার শেষে ইন্ডিয়ার স্কোর বিনা উইকেটে ২২ রান। ১৪ রানে ব্যাট করছেন নমন।
নমনকে সঙ্গে নিয়ে ওপেনে সচিন
🌳নমন ওঝাকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন সচিন তেন্ডুলকর। বোলিং শুরু করেন গার্নেট। শুরুতেই ওয়াইড বল হয়। চতুর্থ বলে চার মারেন নমন। শেষ বলে ফের চার মারেন ওঝা। প্রথম ওভারে ৯ রান ওঠে।
সাউথ আফ্রিকা লেজেন্ডসের প্রথম একাদশ
🐟জন্টি রোডস, আলভারো পিটারসেন, জ্যাকস রুডল্ফ, এডি লেই, ভ্যান ডার ওয়াথ, গার্নেট ক্রুগার, মাখায়া এনতিনি, হেনরি ডেভিডস, অ্যান্ড্রু পুটিক, মর্নি ভ্যান ডার উইক ও জোহান বোথা।
ইন্ডিয়া লেজেন্ডসের প্রথম একাদশ
꧒সচিন তেন্ডুলকর (ক্যাপ্টেন), যুবরাজ সিং, ইরফান পাঠান, ইউসুফ পাঠান, সুরেশ রায়না, মনপ্রীত গোনি, নমন ওঝা (উইকেটকিপার), মুনাফ প্যাটেল, স্টুয়ার্ট বিনি, রাহুল শর্মা ও প্রজ্ঞান ওঝা।
টস জিতল ইন্ডিয়া লেজেন্ডস
🔥সাউথ আফ্রিকা লেজেন্ডসের বিরুদ্ধে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ ২০২২-এর উদ্বোধনী ম্যাচে টস জিতল ইন্ডিয়া লেজেন্ডস। টস জিতে সচিন তেন্ডুলকর শুরুতে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নেন। সুতরাং প্রথমে ব্যাট করতে দেখা যাবে যুবরাজদের।
কোথায় কোথায় খেলা হবে?
♓মোট চারটি স্টেডিয়ামে খেলা হবে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের ম্যাচগুলি। কানপুরের গ্রীনপার্ক স্টেডিয়ামে শুরু হবে টুর্নামেন্ট। পরে কিছু ম্যাচ খেলা হবে ইন্দোরের হোলকার স্টেডিয়ামে। সেখান থেকে দেরাদুনের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সরে যাবে টুর্নামেন্ট। শেষে রায়পুরের শহীদ বীর নারায়ন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল-সহ শেষের দিকের কিছু ম্যাচ।
কোন ফর্ম্যাটে খেলা হবে টুর্নামেন্ট?
🍒আট দলের টুর্নামেন্ট হলেও এই টি-২০ টুর্নামেন্টে প্রতিটি দল ৫টি করে লিগ ম্যাচ খেলবে। ২টি করে দলের বিরুদ্ধে মাঠে নামবে না প্রতিটি দল। ভারত মাঠে নামবে সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের বিরুদ্ধে। অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার বিরুদ্ধে লিগের ম্যাচ খেলবেন না সচিন তেন্ডুলকররা।
ইন্ডিয়া লেজেন্ডসের স্কোয়াড
🐷সচিন তেন্ডুলকর (ক্যাপ্টেন), হরভজন সিং, রাজেশ পাওয়ার, যুবরাজ সিং, এস বদ্রিনাথ, স্টুয়ার্ট বিনি, বিনয় কুমার, ইরফান পাঠান, নমন ওঝা (উইকেটকিপার), ইউসুফ পাঠান, সুরেশ রায়না, মুনাফ প্যাটেল, প্রজ্ঞান ওঝা, রাহুল শর্মা, অভিমন্যু মিঠুন, মনপ্রীত গোনি, রবি গায়কোয়াড়।
কোন কোন দেশ অংশ নিচ্ছে টুর্নামেন্টে?
ꦆরোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের নতুন মরশুমে মোট ৮টি দেশ অংশ নিচ্ছে। আয়োজক ভারত ছাড়া SENA দেশ অর্থাৎ সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া অংশ নিচ্ছে টুর্নামেন্টে। এছাড়া শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের কিংবদন্তিরা ফের একবার মাঠে নামবেন নিজেদের দেশের প্রতিনিধি হয়ে।
কখন শুরু ম্যাচ?
🦋ডাবল হেডারের দিনগুলিতে প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ৩টি ৩০ মিনিটে। বাকি সব ম্যাচ খেলা হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।
কোথায় দেখবেন ম্যাচ?
🔯রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের ম্যাচগুলি সরাসরি সম্প্রচারিত হবে কালার্স সিনেপ্লেক্স, কালার্স সিনেপ্লেক্স সুপারহিটস, স্পোর্টস ১৮ খেল, জিও টিভি ও Voot অ্যাপে।
শুরু মহাতারকাদের লড়াই
🎃রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের নতুন মরশুম শুরু শনিবার। মাঠে নামার তোড়জোড় করছেন সাম্প্রতিক অতীতের মহাতারকারা। এবার ৮টি দেশের কিংবদন্তিরা লড়াইয়ে নামছেন পরস্পরের বিরুদ্ধে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে সচিন তেন্ডুলকরের ইন্ডিয়া লেজেন্ডসের মুখোমুখি জন্টি রোডসের সাউথ আফ্রিকা লেজেন্ডস।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।