এ বার অলিম্পিক্সে রোহন বোপান্না অংশ নিতে পারেননি। তার জেরে ভারতের টেনিস ফেডারেশন𒀰ের উপর একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছিলেন বোপান্না। তীব্র ভাষায় ফেডারেশনকে আক্রমণ করেছিলেন তিনি। সেই নিয়ে বিতর্কের জের এখনও রয়েছে। এরই মধ্যে ভারতের ডেভিস কাপ দলের নাম ঘোষণা করা হল। যে দলে রয়েছেন রোহন বোপান্না।
ফিনল্যান্ডের বিরꦍুদ্ধে ওয়ার্ল্ড গ্রুꦑপের ম্যাচের জন্য ৫ জনের নাম ঘোষণা করা হয়। আর বোপান্না রয়েছেন ডাবলসে। দ্বিবিজ শরণের সঙ্গে জুটি বেঁধে খেলার কথা তাঁর। ১৭ এবং ১৮ সেপ্টেম্বর ডেভিস কাপের ওয়ার্ল্ড গ্রুপের ম্যাচ খেলার কথা রয়েছে ভারতের। সেই ম্যাচে নিজেকে প্রমাণ করতে মরিয়া বোপান্না।
টোকিও অলিম্পিক্সের আগে কোয়ালিফিকেশন নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে ভারতীয় টেনিসের সর্বোচ্চ সংস্থা। এমনটাই অভিযোগ করে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন রোহন বোপান্না। তাঁর পাশে দাঁড়িয়ে 🌠প্রতিবাদ জানিয়েছিলেন সানিয়া মির্জাও। অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে প্রকাশ্যে রাগে ফেটে পড়েছিলেন বোপান্না। অলিম্পিক্সের পর অবশেষে ডেভিস কাপের দলে তাঁকে রাখা হয়েছে।
ডাবলসে রোহন বোপান্না-শরণ 🌳জুটির পাশাপাশি এ দিন ঘোষণা করা হয় ভারতের সিঙ্গলস দলও। সিঙ্গলসে রয়েছেন প্রজ্ঞেশ গুণেশ্বরণ, সুমিত নাগাল এবং রামকুমার রামানাথন। ভার্চুয়াল বৈঠকে ডেভিসের দল বাছে এআইটিএ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।