শুভব্রত মুখার্জি: বর্ডার-গাভাসকার ট্রফি এই মুহূর্তে রয়েছে ভারতের দখলে। শেষ বার অস্ট্রেলিয়া সফরে গিয়ে তারা এক ঐতিহাসিক সিরিজ জিতে ফিরেছিল। তৎকালীন অধিনায়ক বিরাট কোহলির প্রথম টেস্টে পরে ব্যক্তিগত কারণে দেশে ফিরে এসেছিলেন। গোটা দল পরিণত হয়েছিল মিনি হাসপাতালে। সেই পরিস্থিতেও তারা এক ঐতিহাসিক সিরিজ জিততে সমর্থ হয়েছিল। ওই সিরিজের শেষ টেস্টে ভারতীয় দল অজিদের তাদের দুর্গ বলে পরিচিত ব্রিসবেনের গাব্বাতে হারিয়ে দিয়েছিল। প্রায় ৩২ বছর পরে অর্থাৎ তিন দশক বাদে গাব্বার দুর্গ ভেঙে ফেলেছিলেন ঋষভ পন্তরা। সেই টেস্টে ভারতীয় দলেরꦉ হয়ে প্রথম একাদশে খেলা মাত্র তিন ক্রিকেটার রয়েছেন এ বারের নাগপুর টেস্টের একাদশে।
আরও পড়ুন: 🀅স্পিনিং ফিঙ্গারে কী লাগাচ্ছেন😼- জাদেজার ছবি ভাইরাল হতেই হইহই করে উঠলেন ভন-পেইন
ভারত অধিনায়ক রোহিত শর্মা, মিডল অর্ডারের নির্ভরযোগ্য ব্যাটার চেতেশ্বর পূজারা এবং ডানহাতি পেসার মহম্মদ সিরাজ হলেন সেই তিন ক্রিকেটার, যারা গাব্বার টেস্টেও খেলেছিল✱েন ,আবার নাগপুরেও রয়েছেন প্রথম একাদশে। আর কোনও ভারতীয় ক্রিকেটারের এই দুই টেস্টেই খেলার নজির নেই। গাব্বার সেই টেস্টে ভারতীয় দলের ওপেনার হিসেবে খেলেছিলেন শুভমন গিল। দ্বিতীয় ইনিংসে তিনি ৯১ রানের একটি দুর্দান্ত ইনিংসও খেলেছিলেন। শুভমন এই মুহূর্তে যে রকম স্বপ্নের ফর্মে রয়েছেন, তাতে অনেকেই আশা করেছিলেন নাগপুরেও ভারতীয় দলের হয়ে খেলবেন তিনি। তবে এ দিন কেএল রাহুল এবং রোহিত শর্মা ইনিংস ওপেন করেন। শুভমনকে একাদশেই রাখা হয়নি। এ দিকে নাগপুর টেস্টে অভিষেক হয়েছে সূর্যকুমার যাদবের।
আরও পড়ুন: ভরাডুবির ময়নাতদন্ত- জাদ♋েজার বিরুদ্ধে কোনও দল এত ঠুকঠুক আগে করেনি, বলছে পরিসংখ্যান
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।