স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানিয়েছিলেন। তা নিয়ে সোশ্যাল মিডিয়ায়💙 ট্রোলের মুখে পড়লেন ভারতীয় পুরুষ ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা। নেট🧔িজেনরা দাবি করলেন, ফোটোশপ করা ছবি দিয়ে রোহিত স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।
গত সোমবার (৭৬ তম স্বাধীনতা দিবসের সকালে) সোশ্যাল মিডিয়ায় তেরঙা হাতে নিজের ছবি পোস্ট করেন রোহিত। যিনি স্বাধীনতা দিবসের ছবিতে ট্র্য়াডিশনাল কুর্তা ও পাজামা পরে🍨ছিলেন। মুখে ছিল একগাল হাসি। ছবি পোস্ট ভারতীয় দলের অধিনায়ক লেখেন, ‘স্বাধীনতার ৭৫ বছর। স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা।’
তবে নেটিজেনদের একাংশ দাবি করতে থাকেন, ফোটোশপ করা ছবি পোস্ট করেছেন রোহিত। যে দণ্ডের উপর জাতীয় পতাকা ধরেছিলেন, তা ফোটোশপ করে বসানো হয়েছে বলে দাবি করতে🌜 থাকেন নেটিজেনদের একাংশ। তেমনই একজন রোহিতের ছবির একটি অংশে দাগ করে দিয়ে লেখেন, 'আমি ভেবেছিলাম শুধু জাতীয় পতাকা এডিট করা হয়েছে। কিন্তু দণ্ডটাও এডিট করা হয়েছে।' সঙ্গে তিনি দাবি করেন, রোহিতের নিজের ছবিটাও পুরনো। ২০১৬ সালে তোলা হয়েছিল। সেটাই প্রতি বছর ব্যবহার করছেন। অপর একজন বলেন, '(রোহিতের) কোটি-কোটি টাকা আছে। কিন্তু একটা জাতীয় পতাকা এবং দণ্ড কিনতে পারেন না।'
এমনিতে আপাতত এশিয়া কাপের প্রস্তুতি নিচ্ছেন রোহিতরা। আগামী ২৭ অগস্ট থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ। আগামী ১১ সেপ্টেম্বর ফাইনাল হবে। ভারতের যাত্রা শুরু হচ্ছে ২৮ অগস্ট থেকে। প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে নামবেন রোহিত। যা টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে গুরুত্বপূর্ণ টুর্নামে♏ন্ট হতে চলেছে।
আরও পড়ুন: Asia Cup 2022: কোহলির ফর্ম নিয়ে বড়সড় মন্তব্য সৌরভের, BCCI সভাপতির আশা পূরণ কর🥃তে পারবেন বিরাট?
এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি (Asia Cup 2022 Schedule)
- শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান: ২৭ অগস্ট (শনিবার),গ্রুপ বি,দুবাই।
- ভারত বনাম পাকিস্তান: ২৮ অগস্ট (রবিবার),গ্রুপ এ দুবাই।
- বাংলাদেশ বনাম আফগানিস্তান: ৩০ অগস্ট (মঙ্গলবার),গ্রুপ বি,শারজা।
- ভারত বনাম কোয়ালিফায়ার: ৩১ অগস্ট (বুধবার),গ্রুপ এ,দুবাই।
- শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ: ১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার),গ্রুপ বি,দুবাই।
- পাকিস্তান বনাম কোয়ালিফায়ার: ২ সেপ্টেম্বর (শুক্রবার),গ্রুপ এ,শারজা।
- বি১ বনাম বি২: ৩ সেপ্টেম্বর (শনিবার),সুপার ৪,শারজা।
- এ১ বনাম এ২: ৪ সেপ্টেম্বর (রবিবার),সুপার ৪,দুবাই।
- এ১ বনাম বি১: ৬ সেপ্টেম্বর (মঙ্গলবার),সুপার ৪,দুবাই।
- এ২ বনাম বি২: ৭ সেপ্টেম্বর (বুধবার),সুপার ৪,দুবাই।
- এ১ বনাম বি২: ৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার),সুপার ৪,দুবাই।
- বি১ বনাম এ২: ৯ সেপ্টেম্বর (শুক্রবার),সুপার ৪,দুবাই।
- ফাইনাল: ১১ সেপ্টেম্বর (রবিবার) সুপার ৪-র প্রথম বনাম সুপার ৪-র দ্বিতীয়,দুবাই।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।