প্রথম বছরের ‘উইমেন্স প্রিমিয়ার লিগে’ জয়ী হয়েছে মুম্বই। সোমবার রাতে কলকাতা ফিরেছেন মুম্বই ইন্ডিয়ান্সের অন্যতম বোলার বাংলার মেয়ে সাইকা ইশাক। তাঁর কোচ শিবসাগর সিংহ মনে করেন, ছাত্রী লম্বা রেসের ঘোড়া। পরিশ্রম আর সঠিক প্রস্তুতি নিলে সকলকে ছাপিয়ে যাবেন। কলকাতায় ফিরে নানা বিষয় নিয়ে মুখ খুললেন সাইকা ইশাক। আনন্দবাজার অনলাইনের সঙ্গে নিজের অনুভূতির কথা জানালেন সাইকা ইশাক। ফাইনাল চ্যাম্পিয়ন হয়ে যে তাঁর জীবনটাই বদলে গিয়েছে সেটাই✤ জানালেন তিনি। সাইকা বলেন, ‘এখন অদ্ভুত একটা ভালো লাগা কাজ করছে। আলাদা একটা পরিচিতি তৈরি হয়েছে। সকলেই ফোন করে শুভেচ্ছা জানাচ্ছেন। এই জয় আমার কাছে জীবনের অনেক বড় একটা প্রাপ্তি। এর পরে যত সাফল্যইܫ আসুক, ফাইনাল জেতার পর সেই অনুভূতি মনে থেকে যাবে আজীবন।’
আরও পড়ুন… নিজের মতো ক্যাপ্টেন্সি করব, কাউকে অনুকরণ করব না- নী🥀তিশ রানা
নিজের পরিবারকে খুশি করতে পেরে বেশ খুশি সাইকা। তিনি বলেন, ‘আম্মি, আমার বড় দিদি ওরা খুব খুশি হয়েছে। শুধু তাই নয়, পাড়ার লোকজনেরাও আমাকে নিয়ে একেবারে প্রায় উৎসব শুরু করে দিয়েছে। আমার জন্য সকলকে এ ভাবে খুশি হতে দেখে ভাল খেলার খিদেটা আরও বেড়ে যাচ্ছে।’ মুম্বই ইন্ডিয়ান্স যে তাঁকে ১০ লক্ষ টাকায় কিনেছে সেই খবরে চমকে গিয়েছিলেন সাইকা। তিনি এই বিষয়ে বলেন, ‘আইপিএল নিলামের সময় আমি বাড়িতে ছিলাম না। ফলে আমি জানতাম না কী হচ্ছে। হঠাৎই আমার কোচ ফোন করে আমাকে জানালেন। বাড়ি থেকেও ফোন করে জানিয়েছিল। সেই খুশিটা ভাষায় বলা যাবে না।’ সেই ১০ লক্ষ টাকায় কী করেছেন তাও জানিয়েচেন সাইকা। তিনি বলেন, ‘ওই টাকায়ꦐ আমি কিছু করব না। আম্মিকে ওই টাকা দিয়ে দিয়েছি। আমার যা দরকার, তা তো আম্মির কাছে চাইলেই পেয়ে যাই। ফলে টাকা নিয়ে আমার সত্যিই কিছু করার নেই।’
আরও পড়ুন… ক🗹োচ চন্দ্রকান্ত পণ্ডিতকে সঙ্গে নিয়ে কালীঘাট মন্দিরে পুজো দিলেন KKR-এর নতুন ক্যাপ্টেন নীতিশ রানা
নিজের ক্রিকেꦺট খেলার স্বপ্ন নিয়ে কথা বলতে গিয়ে সাইকা বলেন, ‘আমি ছোট থেকেই পাড়ার ছেলেদের সঙ্গে ক্রিকেট খেলতাম। তবে আমি পেশাদার ক্রিকেটার হতে পারি, এটা প্রথম আমাকে বুঝিয়ে ছিলেন আমার পাপা। পাপার স্বপ্ন ছিল, আমি ক্রিকেট খেলি। তার পর আমায় ক্রিকেট অ্যাকাডেমিতে ভর্তি করিয়ে দেন। সেই শুরু। পাপা চাইতেন আমি ইন্ডিয়া টিমে খেলি। পাপা আজ নেই। কিন্তু তাঁর সব স্বপ্নের বীজ আমার মধ্যে বপন করে দিয়ে গিয়েছেন।’ ভারতীয় টিমের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজার ভক্ত হলেন সাইকা। জাদেজার বোলিং তাঁর ভালো লাগে। সাইকা জাদেজার বোলিং অ্যাকশান দেখে শেখার চেষ্টা করেন। রবীন্দ্র জাডেজার সঙ্গে দেখা হলে কী বলবেন সেটা নিজের মধ্যেই রাখতে চান সাইকা। ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে সাইকা বলেন, ‘ভারতীয় দলে খেলতে চাই। সবে তো শুরু হয়েছে। আরও পরিশ্রম করতে চাই। আরও প্রস্তুতি নেব। তার পর তো বাকিটা সময় বলবে।’
এই খবরটি আপনি পড়তে পারেন 🦩HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।