শুভব্রত মুখার্জি: শনিবাসরীয় রাতে বেঙ্গালুরুর মাটিতে এটিপি চ্যালেঞ্জার্সের ডাবলস খেতাব জিতলেন 𝔉ভারতীয় জুটি সাকেত মাইনেনি এবং রামকুমার রামানাথান জুটি। ফাইনালে ফরাসি জুটির বিরুদ্ধে আধিপত্য বজায় রেখে বেঙ্গালুরু ওপেন এটিপি চ্যালেঞ্জার্সের ডাবলস খেতাব জিতলেন মাইনেনি-রামকুমার রামানাথান। ফ্রান্সের হুগো গ্রিনিয়ের, অ্যালেকজান্দ্রে মুলারকে ফাইনালে হারালেন মাইনেনিরা।
কর্ণাটকের কেএসএলটিএ স্টেডিয়ামে এদিনের ফাইনালে স্থানীয় দর্শকদের 🎉সামনে নিজেদের সেরা খেলাটা উজাড় করে দেন ভারতীয় জুটি। দর্শকদের সমর্থনে নিজেদের খেলাক🐻ে অন্য পর্যায়ে নিয়ে যান এই ভারতীয় জুটি। ফাইনালে ভারতীয় জুটির পক্ষে স্কোর ৬-৩, ৬-২। প্রসঙ্গত চ্যালেঞ্জার্সে এটি সাকেতের ৯ম খেতাব। রামকুমার রামানাথানের শেষ তিন সপ্তাহে এটি তিন নম্বর খেতাব।
অন্যদিকে ক্রোয়েশিয়ার কোয়ালিফায়ার বর্না গ্রোজো একসেটে পিছিয়ে পড়েও শেষ দুটি সেটে জিতে ফরাসি তারকা অ্যালেকজান্দ্রে মু🔯লারকে হারিয়ে সিঙ্গেলস বিভাগের ফাইনালে পৌঁছে যায়। ফাইনালে গ্রোজো মুখোমুখি হবেন চাইনিজ তাইপের চুন-সিন-সেঙ্গের। সেঙ্গ ৭-৫,৬-৪ ফলে জেতেন ছয় নম্বর বাছাই এ💮ঞ্জ কুয়াকদের বিরুদ্ধে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।