শুভব্রত মুখার্জি: ভারতীয় ব্যাডমিন্টনে এই মুহূর্তের অন্যতম সেরা দুই তারকা চিরাগ শেট্টি এবং সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি🐭। এই জুটি পুরুষদের ডাবলসে শেষ কয়েকমাস ধরেই ধারাবাহিক ভালো পারফরম্যান্স করে আসছিলেন। কয়েকদিন আগেই প্রথম ভারতীয় জুটি হিসেবে ইন্দোনেশিয়া ওপেনের খেতাব জিতে ইতিহাস গড়েছেন তাঁরা। আর তাঁদের এই ঐতিহাসিক কৃতﷺিত্বের প্রতিফলন ঘটল বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশন অর্থাৎ বিডব্লুএফ দ্বারা সদ্য প্রকাশিত ক্রমতালিকায়। তাঁদের কেরিয়ারে সেরা স্থানে উঠে এলেন এই শাটলার জুটি। বর্তমানে বিশ্ব ক্রমতালিকায় তাঁরা রয়েছেন তৃতীয় স্থানে।
ঐতিহাসিক ইন্দোনেশিয়া ওপেন জয়ের ফলে ক্রমতালিকায় তাঁরা উঠে এলেন তিন ধাপ। তিন ধাপ উঠে ছয় নম্বর থেকে তাঁরা এলেন তিন নম্বরে। ইন্দোনেশিয়ান ওপেনের পুরুষ হোক কিংবা মহিলা কিংবা মিক্সড ডাবলসের যে কোনও বিভাগ মিলিয়েই প্রথম ভারতীয়🌟 জুটি হিসেবে সোনা জিতল তারা। আর তার সুফল তাঁরা পেলেন সদ্য প্রকাশিত বিডব্লুএফের✨ ক্রমতালিকায়। মঙ্গলবার এই তালিকা প্রকাশ করেছে বিডব্লুএফ।
প্রসঙ্গত, ইন্দোনেশিয়া ওপেনের ফাইনালে প্রাক্তন বিশ্ব চꦯ্যাম্পিয়ন চিনের জুটি অ্যারন চিয়া এবং সো উই ইক জুটিকে হারান চিরাগ-সাত্ত্বিকসাইরাজ জুটি। ফলে ভারতের হয়ে প্রথম বিডব্লুএফ সুপার ১০০০ প্রতিযোগিতা জেতেন তাঁরা।
চল😼তি বর্ষে দুটি বিশ্ব পর্যায়ের প্রতিযোগিতা জিতলেন এই ভারতীয় শাটলার জুটি। ইন্দোনেশিয়া ওপেন জেতার আগেও সুইস ওপেন জিতেছিলেন তাঁরা। পাশাপাশি ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপেও তাঁরা সোনা জিতেছিলেন। তবে এই জুটির পাশাপাশি ভারতীয় সমর্থকদের জন্য খুশির খবর এনেছেন কিদাম্বি শ্রীকান্তও। তিনি তিনধাপ উঠে প্রথম ২০-তে প্রবেশ করেছেন।
বর্তমানে ক্রমতালিকায় তাঁর স্থান ১৯-তে। তিন ধাপ উঠে লক্ষ্য সেন রয়েছেন ১৮ তম স্থানে। এইচ এস প্রণয় তাঁর নয় নম্বর জায়গাটি ধরে রেখেছেন। ৩০ নম্বরে রয়েছেন আরও এক ভারতীয় প্রিয়াংশু রাজাওয়াত। যা তাঁর কেরিয়ারের সেরা র্যাঙ্কিং। অন্যদিকে দুই ধাপ উঠে ১২ নম্বরে রয়েছেন পিভি সিন্ধু। একধাপ উঠে ৩১ ন𓂃ম্বরে রয়েছেন সাইনা নেহওয়াল। মহিলা ডাবলস জুটি টেরেসা জলি এবং গায়ত্রী গোপীচাঁদ রয়েছেন ১৬ নম্বরে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।