ব্যাট হাতে ব্যর্থ হলেন স্মৃতি মন্ধনা। 🧔তবু সিনিয়র ওমেনস টি-২০ লিগের ফাইন🐓ালে উঠতে অসুবিধা হল না মহারাষ্ট্রের। অন্যদিকে যস্তিকা ভাটিয়ার দুর্দান্ত ইনিংস ব্যর্থ হয় বরোদা ম্যাচ হেরে সেমিফাইনাল থেকেই ছিটকে যাওয়ায়।
লালভাই কন্ট্রাক্টর স্টেডিয়ামে সিনিয়র ওমেনস টি-২০ লিগের⛄ প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় মহারাষ্ট্র ও বরোদা। টস জিতে বরোদাকে শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানায় মহারাষ্ট্র।
প্রথমে ব্যাট করে বরোদা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১২১ রান তোলে। অনবদ্য হাফ-সেঞ্চুরি করেন যস্তিকা ভাটিয়া। তিনি ১০টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৫ বলে ৭১𒉰 রান করে আউট হন। এছাড়া জে মোহিত ২২ রানের যোগদান রাখেন। ক্যাপ্টেন রাধা যাদব ১ রান করে মাঠ ছাড়েন। মহারাষ্ট্রের হয়ে ২১ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন পাওয়ার।
জবাবে ব্যাট করতে নেমে মহারাষ্ট্র শুরুতেই ক্যাপ্টেন স্মৃতি মন্ধনার উইকেট হারিয়ে বসে। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৩ বলে ১৩ রান করে মাঠ ছাড়েন মন্ধনা। যদিও মহারাষ্ট্র ১৯.১ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১২৫ রান তুলে ম্যাচ জিতে যায়। ৫ বল বা♕কি থাকতে ৬ উইকেটে ম্যাচ জিতে ফাইনালের টিকিট নিশ্চিত ক♔রে মন্ধনার দল।
এসএস সিন্ধে ৩৭ বলে ৪৪ ও হাসাবনিস ৩২ 🃏বলে ৩৩ রান করেন। ২১ রান করে অপরাজিত থাকেন দেবিকা♐ বৈদ্য। রাধা ২৪ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।