তারকা পেসার শাহিন আফ্রিদি শুক্রবার ✱করাচিতে এক জমকালো অনুষ্ঠানে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদির মেয়ে আনশাকে বিয়ে করেছেন। ক্যাপ্টেন বাবর আজম সহ পাকিস্তানের বেশ কয়েক জন ক্রিকেটার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রসঙ্গত,গত বছর আনশার সঙ্গে শাহিনের বাগদান হয়। এ বার বিয়েটা সেরে ফেললেন শাহিন।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি টিম লাহোর কালান্দার্স টুইটারℱে শাহিনের বিয়ের অনুষ্ঠানের জমকালো ছবি শেয়ার করেছে। অনুষ্ঠানে বাবর ছাড়াও উপস্থিত ছিলেন সরফরাজ খান, শাদাব খান, নাসিম শাহের মতো তারকারাও। ছবির অ্যালবাম করে টুইটারে শেয়ার করে লাহোর কালান্দার্স। ক্যাপশনে লিখেছে, ‘লাহোর কালান্দার্স @iShaheenAfridi কে চিরন্তন সুখ কামনা 🌼করে।’
লাহোর কালান্দার্স একটি ভিডিয়োও 🥀শেয়ার করেছে, যাতে শাহিনকে তাঁর বিয়ের রীতি মেনে ‘কাবুল হ্যায়, কাবুল হ্যায়’ বলতে দেখা গিয়েছে।
বিয়ের পরেই পিএসএলꦦের হাত ধরে শাহিনের ২২ গজে ফেরার কথা। আসলে হাঁটুর চোটের কারণে বহু দিন ক্রিকেট মাঠের বাইরে শাহিন। তিনি গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের সময়ে হাঁটুতে নতুন করে চোট পেয়েছিলেন। তবে বিয়ের আগেই শাহিনকে নেটে ঘাম ঝরাতে দেখা গিয়েছে। পিএসএলের আগে সম্পূর্ণ ফিট হয়ে উঠতে মরিয়া শাহিন।
সম্প্রতি ২২ বছরের তারকা তাঁর রিহ্যাবের দিনগুলির স্মৃতি শেয়ার করেছেন। শাহিন বলেছেন. তিনি নাকি ক্রিকেট ছেড়ে দিতে চেয়েছিলেন। কিন্তꦓু তিনি নিজের পুরানো ভিডিয়োগুলি দেখে নিজেকে অনুপ্রা꧅ণিত করেছিলেন।
আরও পড়ুন: WPL-এর শুরুতেই হয়তো মুখোমুখি আম্বানি-আদানি, লড়াই 𓆉হতে 🅺পারে ৪ মার্চ DY Patil-এ
শাহিন ইউটিউবে বলেছেন, ‘এমন সময় ছিল, যখন আমি হাল ছেড়ে দিতে চেয়েছিলাম। আমি চোট থেকে সেরꦉে ওঠার চেষ্টা করছিলাম এবং এটির উন্নতি হচ্ছিল না। প্রায়ই রিহ্যাব সেশনের সময়, আমি নিজেকে বলতাম, এটাই যথেষ্ট, আমি আর এটিജ করতে পারব না। কিন্তু তার পরে আমি ইউটিউবে আমার বোলিং দেখতাম এবং দেখতে পেতাম যে, আমি কতটা ভালো করেছি এবং সেটা আমাকে অনুপ্রাণিত করেছিল এবং আমি নিজেকে বলেছিলাম আর একটু লড়াই করতে হবে... একজন ফাস্ট বোলারের ইনজুরির কারণে ক্রিকেট মিস করাটা হতাশাজনক।’
পিএসএলের অষ্টম আসর ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। শাহিনের নেতৃত্বাধীন লাহোর কালান্দার্স প্রথম ম্যাচ খেলবে মুলতান সুলতানের বিপক্ষে। শাহিন গত মরশুমে লাহোর কালান্দার্স🌳কে তাদের প্রথম পিএসএল শিরোপা এনে দিয়েছিলেন। বল এবং ব্যাট উভয় ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।