অ্যাশেজে নিজের প্রথম বলেই নিজের জাত চিনিয়েছিলেন শেন ওয়ার্ন🍷। ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের তত্কালীন অধিনায়ক মাইক গ্যাটিংকে আউট করতে করেছিলেন ‘শতাব্দীর সেরা বল’। সেই মুহূর্ত শেন ওযার্নের ক্যারিয়ারের অন্যতম সেরা মুহূর্ত। সেই বলে আউট হওয়া মাইক গ্যাটিং আবেগে ভাসলেন ওযার্নের মৃত্যুতে। ক্রিকেটের শ্রেষ্ঠতম খেলোয়াড় বলে শেন ওয়ার্নকে আখ্যা দেন গ্যাটিং।
স্কাই স্পোর্টসকে মাইক বলেন, ‘এই খবরে পুরোপুরি বিধ্বস্꧙ত। আমি তাঁর পরিবারের জন্য খুব দুঃখিত বোধ করছি। এটা (ওয়ার্নের মৃত্যু) অনেক, অনেক মানুষের জন্য একটি বিশাল ক্ষতি। নিঃসন্দেহে, তিনি সর্বকালের এক নম্বর। অনেক দুর্দান্ত ক্রিকেটার রয়েছেন। দুর্দান্ত স্পিনার এবং দুর্দান্ত লেগ-স্পিনার রয়েছে তবে ওয়ার্নি অবশ্যই আমার দৃষ্টিতে🦩 তিনি এক নম্বরে থাকবেন।’
মাইক গ্যাটিং আরও বলেন, ‘একজন ক্রিকেটারের প্রয়োজনীয় সব গুরুত্বপূর্ণ গুণ তাঁর মধ্যে ছিল। তাঁর মধ্যে প্রচুর আত্মবিশ্বাস, অনেক ক্ষমতা, শৃঙ্খলা, আবেগ এবং ইচ্ছা। সর্বোপরি তিনি এটি উপভোগ করার সময় পেয়েছেন। ক্রিকেট খেলাযর সময় তিনি দারুণ মজা পেতেন এবং অনেক তরুণদের সঙ্গেই তিনি মেলামেশা করতেন। তিনি যে যেভাবে লেগ-স্পিন বোলিং করতেন, আমি নিশ্চিত তাতে অনেকেই অনুপ্রাণিত হয়েছেন লেগ-স্পিন করতে।’ ‘শতাব্দী সেরা 𒊎বল’ প্রসঙ্⭕গে গ্যাটিং বলেন, ‘আমি জানতাম বল লেগ স্পিন হবে। তবে বল কতটা স্পিন করবে, তার কোনও ধারণা আমার ছিল না। আমার জন্য এই বলটা খুব বেশি ভালো ছিল।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।