তরুণ ভারতীয় ব্যাটসম্যান শুভমন গিল বর্তমানে কাউন্টি ক্রিকেটে তাঁর প্রতিভা দেখাচ্ছেন। ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবোয়ের বিপক্ষে 🔯টানা দুইবার ম্যান অফ দ্য সিরিজের পুরস্কার জেতেন গিল। ওরচেস্টারশায়ারের বিপক্ষে গ্ল্যামারগানের হয়ে কাউন্টিতে অভিষেক করেন গিল। তাঁর প্রথম ম্যাচেই💎 গিল একটি চমকপ্রদ ইনিংস খেলে শুরু করেছিলেন। কিন্তু তিনি তাঁর দুর্দান্ত ইনিংসটিকে মাত্র ৮ রানের জন্য সেঞ্চুরি করতে পারেননি। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৯২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন শুভমন গিল। গিলের এই ইনিংস সত্ত্বেও,গ্ল্যামারগান কঠিন অবস্থানে রয়েছে।
ওরচেস্টারশায়ার টস জিতে প্রথমে ব্যাট করে এবং গ্যারেথ রডারিকের (১৭২)সেঞ্চুরির পরে ৪৫৪/৯-এ তাদের ইনিংস ঘ🍒োষণা করে। গ্🌃যারেথ রডারিক ৩৪৮ বল মোকাবেলা করে ২২টি চারের সাহায্যে অপরাজিত এই ইনিংসটি খেলেন। রডারিক ছাড়াও পোলক (৫৪),বার্নার্ড (৭৫)এবং জো লিচ (৮৭)হাফ সেঞ্চুরি করেন।
আরও পড়ুন… আ♕ফগানদের বিরুদ্ধে গোল্ডেন ডাক বাবর, ‘বিরাট’ রোগ ধরছে বলে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ
ওরচেস্টারশায়ারের এই স্কোরের সামনে সমস্যায় দেখা যাচ্ছে গ্ল্যামারগানের দলকে। তৃ𓆏তীয় দিনের খেলা শেষে ৮ উইকেট হারিয়ে ২৪১ রান করেছে গ্ল্যামারগান। তারা এখনও ওরচেস্টারশায়ার থেকে ২১৩রান পিছিয়ে রয়েছ। শুভমন গিল ছাড়াও গ্ল্যামরগানের হয়ে এডওয়ার্ড বায়রম ৬৭ রানে হাফ সেঞ্চুরি ইনিং খেলেন।
আরও পড়ুন… ভিডিয়ো:ꩵ ম্যাচ শেষে গ্যালারিতে পাক-আফগান সমর্থকের মারামারি! সমালোচনায় শোয়েব আখতার
তিন নম্বরে ব্যাট করতে নামা শুভমন গিল শুরু থেকেই ভালো ছন্দে ছিলেন। ৮৭ বলে ৬ চারের সাহায্যে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। গিল তার দুর্দান্ত ইনিংসের সময় বেশ কয়েকটি সুন্দর কভার ড্রাইভ সহ একটি দুর্দান্ত পুল শট খেলেন। তার ৯২রানের ইনিংস চলাকালীন,তিনি মোট ১৪৮টিবলের মোকাবেলা ক🐲রেছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।