শুভব্রত মুখার্জি: সাম্প্রতিক কালে বাংলাদেশ সিনিয়র ক্রিকেট দলের সব থেকে বড় সমস্যা তাদের𓄧 ব্যাটিং। টি-২০ বিশ্বকাপ হোক কিংবা পাকিস্তান সিরিজ সব ক্ষেত্রেই তাদের ব্যাটিং ব্যর্থতার সম্মুখীন হতে হয়েছে। সেই সমস্যার প্রতি যত্নশীল বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবি। তাদের তরফে টাইগারদের ব্যাটিং কোচ হিসেবে জেমি সিডন্সকে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রসঙ্গত অতীতে টাইগারদের প্রধান কোচের দায়িত্বও সামলেছেন সিডন্স। ২০০৭ সালের অক্টোবরে বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ হিসেবে দায়িত্🗹ব নিয়েছিলেন সিডন্স। ভারতে ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপের পর তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন। এ বার টাইগারদের ব্যাটিং কোচ হয়ে আসছেন তিনি। উল্লেখ্য টি-২০ বিশ্বকাপের আগেই গুঞ্জন শোনা গিয়েছꦍিল সিডন্সকে ব্যাটিং কোচ করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু সিডন্স সেই সময় এই দায়িত্ব নিতে রাজি ছিলেন না। ফলে তা আর সম্ভবপর হয়নি।
এবার কথা প্রায় চূড়ান্ত। অঘটন না ঘটলে ২০২২ সালে অর্থাৎ আগামী বছর ফেব্রুয়ারির শুরু থেকেই দায়িত্ব পালন করবেন অস্ট্রেলিয়ান কোচ। ৫৭ বছর বয়সী জেমি সিডন্স অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণির ক্রিকেটের জনপ্রিয় চরিত্র। দেশের হয়ে মাত্র একবার ১৯৮৮ সালে তিনি পাকিস্তানের বিরুদ্ধ𒊎ে খেলার সুযোগ পেয়েছিলেন। বিসিবি সূত্রের খবর, সিডন্সের হাত ধরে বাংলাদেশ তাদের দীর্ঘদিনের ব্যাটিং সমস্যা কাটিয়ে উঠতে চায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।