শুভব্রত মুখার্জি: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর কবে থেকে শুরু হবে সেই বিষয় নিয়ে একটা জট তৈরি হয়েছিল। নিউজিল্যান্ডের সফরে টাইগারদে𒁃র কোয়ারেন্টাইন বাড়ার ফলে পরিস্থিতি জটিল হয়েছিল। তবে সব জল্পনা, আশা আশঙ্কাকে দূরে সরিয়ে রেখে বিপিএলের সূচি চূড়ান্ত হয়েছে। বুধবার বিপিএলের চূড়ান্ত সূচি ঘোষণা করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তরফে।
বিসিবির ঘোষিত সূচি অনুযায়ী, বিপিএল শুরু হবে ২০২২ সালের ২১শে জানুয়ারি থেকে।১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। এর পাশাপাশি বিপিএলের প্লেয়ার্💎স ড্রাফটের সূচিও চূড়ান্ত হয়েছে। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে ২৭ ডিসেম্বর। ঢাকাও, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল ও খুলনা- এই ৬ দল অংশগ্রহণ করবে এ বারের বিপিএলে।
রাউন্ড রবিন লিগের পাশাপাশি তিনটি প্লে-অফ ও ফাইনাল ম্যাচসহ এ বার মোট ৩৪টি ম্যাচ খেলা হবে। খেলাগুলো অনুষ্ঠিত হবে ঢাকা, চট্টগ্রাম ও সিলে൩টে। চ্যাম্পিয়ন দলকে বাংলাদেশের মুদ্রাতে ১ কোটি টাকা ও রানার্স আপ দলকে বাংলাদেশের মুদ্রাতে ৫০ লাখ টাকা পুরস্কার প্রদান করা হবে।
আসন্ন বিপিএলের প্রতিটি ম্যাচের প্রথম একাদশে অন্তত ৩ জন বিদেশি ক্রিকেটার রাখতে হবে। সর্বোচ্চ কতজন বিদেশি ক্রিকেটার রাখা যাবে সেই বিষয়ে স্পষ্ট করে কিছু উল্লেখ করা হয়নি। প্লেয়ার্স ড্রাফটের আগে প্রতিটি দল ১ জন দেশি ও ৩ জন বিদেশি ক্রিকেটারকে দলে নিতে পারবে। প্লেয়ার্স ড্রাফটে কমপক্ষে ১০ জন ও সর্বোচ্চ ১৪ জন দেশি ক্রিকেটার কিনতে পারবে দলগুলো। কমপক্ষে ৩ জন বিদেশি ক্রিকেটার কিনতে হব🌟ে প্রতিটি দলকে। সর্বোচ্চ ৮ জন বিদেশি ক্রিকেটারকে দলে নিতে পারবে বিপিএলের দলগুলো।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।