বিশ্ব ক্রিকেটে অন্যতম সেরা ব্যাটিং শক্তি রয়েছে ভারতের কাছে। কিন্তু সেই ব্যাটিং শক্তি নিয়েই চিন্তা প্রকাশ করছেন ভারতের ক্রিকে💃ট বিশেষজ্ঞরা। কারণটা অবশ্যই লুকিয়ে রয়েছে বুধবারের কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামের বাইশ গজে। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে যেভাবে বারত ব্যাটিং করল তাতে চিন্তায় পড়েছেন অনেকেই। তাদের মতে ভারতের বহু তরুণ বোলার রয়েছেন যারা শুধু বল করতে পারেন। কিন্তু ব্যাট করাটা বর্তমান যুগে খুবই প্রয়োজন। শ্রীলঙ্কা সফরে ৮ থেকে ৯ জন বোলার এমন রয়েছেন যারা ব্যাট করতে পারেন না। কিন্তু এটা কখনই ভাল বিজ্ঞাপন নয়। তাই ক্রিকেট বিশেষজ্ঞরা সকলকে ব্যাট করার পরামর্শ দিচ্ছেন। নিজের টুইটারের মাধ্যেম বর্তমানে ক্রিকেটারদের মাল্টি স্কিলের অধিকারী হতে বলছেন হর্ষ ভোগলে।
শ্রীলঙ্কা বনাম ভারতের দ্বিতী𓆏য় টি টোয়েন্টি ম্যাচের আগে ক্রুণাল পান্ডিয়া করোনায় আক্রান্ত হয়ে ছিলেন, আটজন ভারতীয় ক্রিকেটারকে রাখতে হয়েছিল আইসোলেশনে। ফলে প্রায় রিজার্ভ বেঞ্চকে খেলালেন রাহুল দ্রাবিড়। সেই দলে বোলারের সংখ্যা রাখা হল বেশি। প্রায় ছয়জন বোলারকে খেলালেন ধাওয়ান। ফলে ছয় নম্বরে ব্যাট করতে আসতে হল ভুবনেশ্বর কুমারকে। দলের সহঅধিনায়ক ব্যাট হাতে ১১ বলে করলেন অপরাজিত ১৩ রাꦑন। তবে দলের স্লো রান নিয়ে প্রশ্ন উঠছে।
তবে এর আগে কি কখনও ভুবনেশ্বর কুমার টি টোয়েন্টিতে ছয় নম্বরে নেমেছিলেন। কারণ ভারত তো সাত নম্বর পর্যন্ত ব্যাটসম্যান খেলায়। সেই জায়গায় ছয় নম্বরে ভুবি আসা মানে দলের ব্যাটিং লাইন আপ খুবই চাপে রয়েছে।𒉰 তবে তথ্য বলছে এর আগে ২০০৯ সালে উত্ﷺতর প্রদেশের হয়ে টি টোয়েন্টি ক্রিকেটে পাঁচ নম্বরে নেমেছিলেন ভুবেনেশ্বর কুমার। এরপর থেকে কোনও দিনও তিনি ছয় নম্বরের উপরে ব্যাট করেননি। তবে দীর্ঘদিন পরে ব্যাট হাতে ছয় নম্বরে নামলেন, এবং এদিন তিনি অবশ্য কোচ ও অধিনায়ককে হতাশ করেননি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।