দ্বিতীয় টেস্টের 𝔍দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের ঘাড়ে রানের বোঝা চাপিয়ে দিয়েছে শ্রীলঙ্কা। নিঃসন্দেহে চাপে পাকিস্তান। তবে এই চাপের মাঝে বাবর আজম কিন্তু নজির গড়ে ফেললেন। তিনি এ দিন পাকিস্তান অধিনায়ক হিসেবে হাজার রান পূরণ করে ফেললেন। পඣাকিস্তানের সপ্তম অধিনায়ক হিসেবে তিনি এ দিন টেস্টে হাজার রানের মাইলস্টোন স্পর্শ করলেন।
পাকিস্তানের সামনে জেতার জন্য ৫০৮ রানের লক্ষ্য রেখেছে শ্রীলঙ্কা। তৃতীয় দিনের শেষে ১৭৬ রানেই ৫ উইকেট ছিল লঙ্কার। সেখান থেকে এ দিন ৮ উইকেটে ৩৬০ রানে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে দেয় শ্রীলঙ্কা। প্রথম ইনিংসের শেষে শ্রীলঙ্কা ১৪৭ রানের লিড পেয়েছিল। যার সুবাদে তারা ৫০৮ রানের লক্ষ্যꦇ দিয়েছে পাকিস্তানকে।
আরও পড়ুন: সাড়ে তিনশোও নিরাপদ 🧔নয়, তাই বাবরদের সামনে ৫০০-র টার্গেট ꦑঝুলিয়ে দিল শ্রীলঙ্কা
শ্রীলঙ্কার ধনঞ্জয় ডি'সিলভা সেঞ্চুরি করে ফেলেছেন। ১৭১ রানে ১০৯ করে রানআউট হন ধনঞ্জয়। তাঁর হাত ধরেই শ্রীলঙ🍸্কার স্কোর তাদের দ্বিতীয় ইনিংসে পৌঁছয় ৩৬০ রানে। দিমুথ করুণারন্তে ৬১ করে আউট হন। এ ছাড়া নয় নম্বরে ব্যাট করতে নেমে রমেশ মেন্ডিস ৫৪ বলে ৪৫ করে অপরাজিত থাকেন। নিঃসন্দেহে তিনিও পাকিস্তানের সামনে শ্রীলঙ্কাকে বড় লক্ষ্য রাখতে সাহায্য করে।
আরও পড়ুন: বাবর-রিজওয়ান ব্যর্থ, ২য় টেস্টে ܫপাকিস্তানের মান বাঁচালেন নবাগত সলমন
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।