এখনও সারেনি আঙুলের চোট। তার জেরে আগামী রবিবার পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে সম্ভবত খেলতে প🔯ারবেন না ভারতের সহ-অধিনায়ক স্মৃতি মন্ধানা। সূত্র উদ্ধৃত করে এমনই জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই।
ওই সংবাদসংস্থার প্রতিবেদন অনুযায়ী, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ওয়ার্ম-আপ ম্যাচে বাঁ-হাতের মধ্যমায় চোট পান ২৬ বছরের স্মৃতি। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির সূত্র উদ্ধৃত করে পিটিআইয়ের প্রতিব💯েদনে বলা হয়েছে, 'প্র্যাকটিস ম্যাচের সময় ওর (স্মৃতি) চোট লে🀅গেছে। আমরা এখনও বলতে পারব না যে ও বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে। তবে ও পাকিস্তান ম্যাচ থেকে ছিটকে যেতে পারে।'
গত ৬ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ার্ম-আপ ম্যাচে নেমেছিল ভারত। সেই ম্যাচে নিজের চিরাচরিত ওপেনিংয়ে নামেননি স্মৃতি। তিন নম্বরে ব্যাট করেন ভারতের সহ-অধিনায়ক। তবে বেশিক্ষণ 💃টিকতে পারেননি। তিন বল খেলেন। তারপর বুধবার বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ার্ম-আপ ম্যাচে খেলেননি। সেই ম্যাচে তাঁকে সাইডলাইনে বসে থাকতে দেখা গিয়েছিল।
অধিনায়ক হরমনের ফিটনেস নিয়েও আছে উদ্বেগ
শুধু সহ-অধিনায়ক স্মৃতি নন, অধিনায়ক হরমনপ্রীত কৌরের ফিটনেস নিয়েও যথেষ্ট উদ্বেগ আছে। গত সপ্তাহেꦉ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে কাঁধে চোট ꧂পেয়েছিলেন। সেইসময় তিনি বলেন, 'বিশ্রাম পেলেই (চোট) ঠিক হয়ে যাবে।' তারপর বিশ্বকাপের দুটি প্রস্তুতি ম্যাচে ব্যাট করেননি হরমন।
২০২৩ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের সূচি
এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে (ICC Women's T20 World Cup 2023) গ্রুপ ‘বি’-তে আছে ভারত। গ্রুপে মোট চারটি♈ ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। প্রথম দুইয়ে শেষ করতে ♌পারলে সেমিফাইনালে উঠতে পারবেন শেফালি বর্মা, রিচা ঘোষরা।
- ১২ ফেব্রুয়ারি: ভারত বনাম পাকিস্তান, কেপটাউন।
- ১৫ ফেব্রুয়ারি: ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ, কেপটাউন।
- ১৮ ফেব্রুয়ারি: ভারত বনাম ইংল্যান্ড, পোর্ট এলিজাবেথ।
- ২০ ফেব্রুয়ারি: ভারত বনাম আয়ারল্যান্ড, পোর্ট এলিজাবেথ।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।