একদিকে তীব্র যন্ত্রণা বুকে চেপে রেখেছেন। অন্য দিকে হার না মানা জেদ নিয়ে ব্রিস্টলে আগুন ঝড়াচ্ছেন স্নেহ রানা। তাও পাঁচ ব💙ছর পর জাতীয় দলের জার্সিতে ফিরে। এর আগে ভারতের হয়ে একদিনের ক্রিকেট এবং টি-টোয়েন্টি খেললেও স্নেহ রানা কখনও টেস্ট খেলেননি। ইংল্যান্ডের বিরুদ্ধে ব্রিস্টলেই টেস্ট অভিষেক হল তাঁর। আর প্রথম দিনই ২৯ ওভারে ৭৭ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন দেহরাদুনের স্নেহ রানা।
দু'মাস হলো বাবাকে হারিয়েছেন ২৯ বছরের অল-রাউন্ডার। সেই যন্ত্রণাটা বড় বেশি টাটকা। সাংবাদিক সম্মেলন করার সময়ে চোখ ছলছল করলেও, মুখের হাসিটা জোর করে ধরে রেখেই স্নেহ রানা বলছিলেন, ‘আমি আমার বাবাকে হারিয়েছি দু'মাস হল। ইংল্যান্ড সফরের জন্য দল ঘোষণার কিছু দিন আগেই। সেই সময়ে পুরো পরি𒆙স্থিতিটাই আমার কাছে খুব কঠিন ছিল। তবে এটা জীবনেরই একটা লড়াই।’
এর সঙ্গেই তিনি যোগ করেন, ‘বাবা চেয়েছিলেন আমি ভারতীয় দলের জার্সি পরে যেন আবার মাঠে নামি। কিন্তু নিজেই সেটা দেখতে পেলেন না। আꦯমার জীবনে সব সাফল্যই আমি বাবাকে উৎসর্গ করতে চাই।’
২০১৬ সাল꧒ের পর আবার জাতীয় দলে ফিরেছেন স্নেহ রানা। এর আগে ওমেন্স সিনিয়র ওয়ান ডে ট্রফিতে রেলওয়েজকে চ্যাম্পিয়ন করার পিছনে বড় ভূমিকা নিয়েছিলেন তিনি। মিতালি রাজের নেতৃত্বে সেই ট্রফি জিতেছিল রেলওয়েজ। ঘরোয়া ক্রিকেটে ভাল পারফরম্যান্সের সুবাদেই ফের জাতীয় দলে জায়গা করে নেন স্নেহ রানা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।