শনিবারে পুরো শনির দশা নিউজিল্যান্ডের জন্য। একেবারে অল্প মার্জিনে হারের মুখ দেখেছে সেই দꦺেশ। একদিকে ক্রিকেটের ময়দানে অস্ট্রেলিয়ার কাছে ৫ রানের হার। অন্যদিকে রাগবি বিশ্বকাপে ফাইনালে মাত্র একটি পয়েন্টের জন্য জয় হাতছাড়া হল কিউইদের। এবং তার সাথে চতুর্থবার রাগবি বিশ্বকাপ জিতল দক্ষিণ আফ্রিকা। টানটান উত্তেজনার ম্যাচে নিউজিল্যান্ডকে ১২-১১তে হারালো দক্ষিণ আফ্রিকা। এদিন স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের পুরো 'পয়সা উসুল' হয়েছে। ম্যাচের পুরো নির্ধারিত সময় ধরে একটি উপর-নিচ প্রতিযোগিতার সাক্ষী হয়েছেন তারা। তবে শুরু থেকেই এই ম্যাচ ঘিরে দুই দলের সমর্থকদের উন্মাদনা ছিল তুঙ্গে। যা আলাদা রূপ পায় স্টেডিয়ামে। এছাড়াও এই ম্যাচে দুই দলের খেলোয়াড়দের থেকে এসেছে দুর্দান্ত পারফরমেন্স। পাশাপাশি, শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচে আসে অনেক নাটকীয় পরিস্থিতি।
এদিন হাঁটুতে আঘাত পেয়ে তিন মিনিটের মাথায় ময়দান ছাড়েন হুকার বঙ্গি বনাম্বি। কিন্তু তবুও হাল ছাড়েনি তারা। নিউজিল্যান্ডের আশা তখনই মিটে যায় যখন তাদের তারকা খেলোয়াড় ♐স্যাম কেনকে লালকার্ড দেখানো হয়। এবং এর সঙ্গে নিউজিল্যান্ড চলে আসে ১৪ জনে। এরপরেই লড়াই হয়ে ওঠে কঠিন। যদিও দক্ষিণ আফ্রিকার কাছে সেই সময় সুবিধার বিষয় হয়েছিল খেলোয়ারদের সংখ্যা। এরপরেই প্রোটিয়ারা হান্দ্রে পোলার্ডের নিখুঁত এবং মাপা কিকের সাহায্যে ম্যাচে 🔥১২-৩ লিড নিয়ে নেয়। যদিও তখনও লড়াই চালাতে থাকে নিউজিল্যান্ড। বিউডেন ব্যারেট ও রিচি মঙ্গার হাত ধরে তারা খেলায় ফিরে আসার চেষ্টা করে। সেই সময় নিউজিল্যান্ডের ট্যাকেল ছিল প্রশংসার যোগ্য।
যদিও জর্ডি ব্যারেটের কাছে একটি সুযোগ এসেছিল তাঁর দল নিউজিল্যান্ডকে জেতানোর, তবে তিনি তাতে সফল হননি। চেষ্টা চালাচ্ছিল চেসলিন কলবেও। কিন্তু ততক্ষণে চাপ চরম পর্যায়ে বেড়ে যায় নিউজিল্যান্ডের জন্য। এবং অবশেষে আসে সেই ঐতিহাসিক মুহূর্ত যেটার জন্য পুরো দক্ষিণ আফ্রিকা অপেক্ষা করে ছিলো এতদিন। প্রোটিয়া𓄧রা দেশ ও দেশবাসীকে উপহার দিলো রাগবি বিশ্বকাপ। এটি দক্ষিণ আফ্রিকার চতুর্থ বিশ্🌱বকাপ জয়।
উল্লেখ্য, এর আগে নিউজিল্যান্ডকে ১৯৯৫ সালে রাগবি বিশ্বকাপের ফাইনালে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে শনিবার যেভাবে দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে এবং প্রথম থেকে শেষ অবধি লড়াই চালিয়ে গে🌌ছে, সেটার প্রশংসা করেছে গোটা রাগবি বিশ্ব। সোশ্যাল মিডিয়ায় বয়ে গেছে শুভেচ্ছার বন্য🍨া।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।