শুভব্রত মুখার্জি: চলতি সুদিরম্যান কাপে ভারতের সফর শেষ হয়ে গেল সোমবারেই। এদিন গ্রুপ -সি'তে ভারত তাদের দ🦩্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিল মালয়েশিয়ার বিরুদ্ধে। সেই ম্যাচে ভারতকে রীতিমতো চূর্ণ করল মালয়েশিয়া। ০-৩ ফলে হার স্বীকার করতে হল ভারতকে। ফলে এই বারের মতন শেষ হয়ে গেল সুদিরম্যান কাপে ভারতের অভিযান। ভারতীয় দলে ছিলেন জোড়া অলিম্পিক্স পদকজয়ী পিভি সিন্ধু এবং কিদাম্বি শ্রীকান্তের মতন তারকারা। তবে নিজেদের সেরা ফর্মের আশেপাশেও পাওয়া যায়নি তাঁদের। দুই তারকার ছন্দের অভাবেই ভুগতে হল ভারতকে।
চিনের সুঝাউ প্রদেশে অনুষ্ঠিত হচ্ছে এ বারের সুদিরম্যান কাপ। সেখানেই গ্রুপ-সি'তে তাদের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার কাছে বাজে ভাবে হারতে হল ভারতকে। গ্রুপে ভারত, মালয়েশিয়া ছাড়াও ছিল চাইনিজ তাইপে এবং অস্ট্রেলিয়া। এই হারের ফলে গ্রুপে তিন নম্বরে শে♈ষ করল ভারতীয় দল। এক এবং দুই নম্বরে শেষ করার ফলে মালয়েশিয়া এবং চাইনিজ তাইপে সরাসরি চলে গেল কোয়ার্টার ফাইনালে। আর অন্য দিকে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হল ভারতকে। ভারত তাদের গ্রুপে অর্থাৎ গ্রুপ-সি'তে শেষ ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। বুধবার এই 🥂গুরত্বহীন ম্যাচে মুখোমুখি হবে দুই দেশ।
মিক্সড টিম ইভেন্টে এ দিন কিদাম্বি শ্রীকান্ত তাঁর ম্যাচে একাধিক ভুল করেন। তার খেসারত দিয়ে স্ট্রেট গেমে ম্যাচ হারতে হল তাঁক✨ে। তবে পিভি সিন্ধু হাড্ডাহাড্ডি লড়াই করেন। প্রথম গেমটি জিতেও তাঁকে ম্যাচ হারতে হয় বিশ্ব ক্রমতালিকায় ৩০ নম্বরে থাকা গো জিন উইয়ের কাছে। ধ্রুব কাপিলা ಞএবং অশ্বিনী পোনাপ্পার লড়াইটা আরও বেশি কঠিন ছিল। বিশ্ব ক্রমতালিকায় আট নম্বরে থাকা গো সুন হুয়াত এবং লাই সেভন জেমির বিরুদ্ধে লড়াই ছিল তাঁদের। এই ম্যাচে ভারতীয় জুটি লড়াই চালালেও স্ট্রেট গেমেই হারতে হয়। মাত্র ৩৫ মিনিটে ম্যাচ হেরে যান তাঁরা। ১৬-২১ এবং ১৭-২১ ফলে ম্যাচ হারেন অশ্বিনী পোনাপ্পারা।
অন্যদিকে বিশ্ব ক্রমতালিকায় আট নম্বরে থাকা লি জি জিয়ার কাছে কিদাম্বি শ্রীকান্তকে হারতে হল ১৬-২১,১১-২১ ফলে। ফলে প্রথম দুই ম্যাচ শেষে ভারত ২-০ ফলে পিছিয়ে পড়ে। তৃতীয় ম্যাচে পিভি সিন্ধু ২১-১৪🗹,১০-২১ এবং ২০-২ ফলে লড়াই করে হারেন গো'র বিরুদ্ধে। ফলে পাঁচ ম্যাচের গেমে ০-৩ 🐷ফলে মালয়েশিয়ার কাছে হেরে সুদিরম্যান কাপ থেকে ছিটকে গেল ভারত।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।