বার্লিনে শুরু হবে লেভার কাপ। কিংব𓄧দন্তি টেনিস খেলোয়াড় রজার ফেডেরার টুর্নামেন্টে অ্যাম্বাসাডর হিসেবে যুক্ত হয়েছেন। বুধবার এক সাক্ষাৎকারে ফেডেরার বলেন, অবসর গ্রহণের পরেও খেলার সঙ্গে 🍸যুক্ত থাকায় তিনি নিজেকে ‘এলিয়ানের’ অনুভূতি থেকে দূরে রাখতে পেরেছেন। দু’বছর আগে লন্ডনে লেভার কাপের মঞ্চে অবসর গ্রহণ করেছিলেন তিনি। অন্য রূপে টুর্নামেন্টের সঙ্গে যুক্ত থাকার বিষয়ে তিনি বলেন, ‘আমি খুশি সরাসরি কোনও টুর্নামেন্টের সঙ্গে যুক্ত থাকতে পেরে।’
৪৩ বছরের এই প্রাক্তন টেনিস তারকা বলেন, ‘আমার মনে হয় আমি বড্ড তাড়াতাড়ি খেলার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ফেলেছি। তাই যখন আমি টেনিস কোর্টের চারপাশ দিয়ে হেঁটে যাই তখন আমার মনে হয় আমি সেখানেই রয়েছি। আমি একজন এলিয়েনের মতো অনুভব করি না, যা একটি ভালো জিনিস। কারণ আপনি খেলা ছাড়ার পর খুব দ্রুত এটি অনুভব করতে 🦹পারেন’।
ফেডেরার আরও বলেন, ‘লোকেরা এবং খেলোয়াড়রা যখন জিজ্ঞাস𝓰া করেন আপনি এখানে কী করছেন? তখন আমার মনে হয় যেন বলি- আপনি যদি এইরকম প্রশ্ন করেন তবে আমি কখনই ফিরে আসব না।' তিনি লেভার কাপে অ্যাম্বাসাডর হিসেবে যুক🐓্ত হওয়া প্রসঙ্গে বলেন, ‘আমি খুশি যে আমি এখনও এই ধরনের টুর্নামেন্টের সঙ্গে যুক্ত আছি। এটা বাড়িতে বসে থাকার থেকে সহজ কাজ।’
২০ বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী ফেডেরার আগামী বছরের অস্ট্রেলিয়ান ওপেনের জন্য টেনিস তারকা জ্যানিক সিনার এবং কার্লোস আলকারাজকে এগিয়ে রাখছেন। তিনি তাঁর সমসাময়িক নোভাক জকোভিচ এবং রাফায়েল নাদালের এই প্রতিযোগিতায় 🦹উপস্থিতির আশা করেছিলেন, কিন্তু উভয়ই লেভার কাপে উপস্থিত থাকতে পারবেন না বলে ൲জানিয়েছেন।
তিনি বলেন, ‘রাফাকে নিয়ে ভবিষ্যদ্বাণী করা আমার পক্ষে কঠিন, কারণ ও এই বছর খুব কম টেনি😼স খেলেছে। নোভাক অলিম্পিক্স জিতেছে এবং কিছুটা কম খেলছে এই সিজনে। তবে তিনি ইনজুরির কারণে আউট হয়নি, তিনি নিজেই কম খেলার সিদ্ধান্ত নিয়েছেন। যেটা বয়স বাড়লে হওয়া স্বভাবিক। আমি মনে করি, ওর সামনে এগিয়ে যাওয়ার সম্ভাবন꧒া আছে। আমি অস্ট্রেলিয়ার পরবর্তী স্ল্যামের জন্য অপেক্ষা করছি। আমি মনে করি, সিনার এবং আলকারেজের পাশাপাশি ও অবশ্যই ফেভারিটদের মধ্যে একজন হতে চলেছে।’ উল্লেখ্য, টিম ইউরোপ ২০১৭ সাল থেকে শুরু হওয়া লেভার কাপের প্রথম চার মরশুমে জয় পেয়েছিল, অন্যদিকে টিম ওয়ার্ল্ড গত দুই মরশুমে জয় পেয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।