ভারতীয় ক্রিকেটে দুই তরুণ খেলোয়াড়। একজন দলে নিজের জায়গা পাকা করে ফেলেছেন। অন্যজন লড়াই করছেন। একজন নিজের স্বপ্নের ফর্মে রয়েছেন। অন্যজন তাঁর দক্ষতায় সকলের মধ্যে সাড়া ফেলে দিয়েছেন। দুই জনই আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে যুক্ত। প্রথমজন প্রাক্তন নাইট। দ্বিতীয় জন বর্তমানে খেলছেন। তারা হলেন শুভমন গিল এবং রিঙ্কু সিং। এ♐ই দুই ক্রিকেটারকেই খুব কাছ থেকে দেখেছে কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচ অভিষেক নায়ার।🔯 তিনি এই ক্রিকেটারদের সম্পর্কে জানিয়েছেন শুভমন গিলের এই বছর বিশ্বকাপ দারুণ যাবে। অন্যদিকে রিঙ্কু সিংকে অনেক সুযোগ দেওয়া উচিত নির্বাচকদের।
এই দুই তরুণ ক্রিকেটারকে খুব কাছে থেকে দেখেছেন অভিষেক। তাদের খেলার ধরনের♕ সঙ্গে অনেক ভালোভাবেই অবগত তিনি। সেই দিক থেকে নায়ার মনে করেন আগামী বছরগুলিতে এই দুই ব্যাটার ভারতীয় দলে নিজেদের অনেক অবদান রাখবেন। শুভমন গিল ইতিমধ্যেই জাতীয় দলে নিজের জাত চিনিয়েছেন। তাঁর ব্যাটিং দক্ষতা বড় মঞ্চে স্নায়ু ঠান্ডা রেখে খেলা ক্রিকেট বিশেষজ্ঞদের থেকে প্রশংসা পেয়েছে। অন্যদিকে রিঙ্কু সিং আইপিএলে ভালো পারফরম্যান্স করার পর জাতীয় দলের হয়ে আয়ারল্যান্ড সফরে টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন। সেখানে নিজেকে প্রমাণ করার জন্য তিনটি টি টোয়েন্টি ম্যাচ পাবেন রিঙ্কু। এই বিষয়ে অভিষেক সংবাদ সংস্থা পিটিআইকে বলেন বলেন, ' ওদের অসাধারণ দক্ষতা সম্পর্কে আমার কোনও দ্বিমত নেই। তবে বর্তমান দিনে ক্রিকেটারদের নিজেদের মধ্যে কঠিন প্রতিযোগিতার সময় সুযোগকে ব্যবহার করাও অনেক বড় একটা বিষয় সেখানে ওদেরকে আরো অনেক সুযোগ দিতে হবে। ক্রিকেটারদের ক্ষেত্রে ব্যাপারটা অনেকটা মানসিকভাবে নির্ভর করবে।'
তবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে বিশেষ কিছু করতে পারেননি শুভমন। বেশিরভাগ সময় তিনি স্পিন বোলিংয়ের বিরুদ꧙্ধে আউট হয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চারবার তিনি স্পিন খেলতে ব্যর্থ হয়েছেন। বিশ্বকাপের আগে শুভমন গিলের এই ফর্ম অনেকটাই চিন্তায় ফেলেছে দলকে। কারণ এইবার খেলা ঘরের মাঠে। এই বিষয়ে কথা বলতে গিয়ে নায়ার বলেন, 'আমি শুভমনের এই আউট নিয়ে বিশেষভাবে চিন্তিত নই। ওর ব্যাটিং স্কিল অনেকটা শক্ত। একজন তরুণ ক্রিকেটারের জন্য অনেক ম্যাচ খেলা এবং ধারাবাহিকতা দেখানো অনেকটা শক্ত। ওকে কিছুটা বিশ্রাম দিতে হবে বা বলতে হবে এই ম্যাচে তুমি ব্যর্থ𓆉 হতে পারো।'
অন্যদিকে রিঙ্কুর সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি বলেন, 'আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে খাপ খাইয়ে নিতে রিঙ্কুর কিছুটা সময় লাগতে পারে। ও একজন 💙দুর্দান্ত ক্রিকেটার। প্রথম-শ্রেণীর ক্রিকেটে ওর গড় ৬০। লিস্ট এ-তে ৫০। টি-টোয়েন্টিতে ৩০। আমি ওর জন্য একটা দীর্ঘ সময় পেতে পছন্দ করব। আশা করি, নির্বাচকরা ওর উপর আস্থা রাখবে। রিঙ্কুও এমন একজন যে ওর সামগ্রিক মনোভাব দিয়ে দলে অনেক মূল্য যোগ করবে।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।