ঘড়িতে তখন ৯৪ মিনিট ১৬ সেকেন্ড। নিশ্চিত গোলশূন্য ড্রয়ের দিকে এগোচ্ছিল ম্যাচ। সেই সময়েই সুপার-সাব বলবন্ত সিংয়ের জাদুর সাক্ষী থাকল যুবভারতী। ডানদিক থেকে উড়ে আসা বল তাঁর মাথা ছুঁয়ে আছড়ে পড়ল নর্থ-ইস্ট ইউনাটেডের গোলে। সেই গ🍨োলের সৌজন্যেই লিগ টেবিলের শীর্ষে উঠে এল এটিকে।
এর আগে, প্র💖থমার্ধে খেলার ফল গোলশূন্য ছিল। দ্🧔বিতীয়ার্ধে ঢিমেতালে শুরু করে এটিকে। বরং দ্বিতীয়ার্ধের শুরুতে বল পজেশন বেশি ছিল উত্তর-পূর্বের দলটির। তবে তা গোলে রূপান্তরিত করতে পারেনি তারা। সেই সুযোগে ধীরে ধীরে খেলায় ফিরতে থাকে এটিকে। ৫৮ মিনিটে গোলের সুবর্ণ সুযোগ পেয়েছিল কলকাতার দল। কিন্তু নর্থ-ইস্টের মিসলাভ কোমরস্কির নৈপুণ্যে তা সম্ভব হয়নি।
মাঝমাঠে বল হারিয়ে ফেলেছিল ন🐷র্থ-ইস্ট। তা নিয়ে দ্রুত আক্রমণে উঠে💙 আসে এটিকে। বাঁ-দিকে থাকা মাইকেল সোসাইরাজের দিকে থ্রু বল বাড়ান এডু গার্সিয়া। গোললাইন ছেড়ে এগিয়ে এসেছিলেন নর্থ-ইস্ট গোলকিপার শুভাশিস রায়। তাঁর পায়ের ফাঁক দিয়ে বল গলিয়ে দেন মাইকেল। কিন্তু গোললাইন পার হওয়ার ঠিক আগে বাঁচিয়ে দেন নর্থ-ইস্টের ক্রোয়েশিয়ান সেন্টার-ব্যাক।
এরপরও গোলের সুযোগ পেয়েছিল এটিকে। ৬৮ মিনিটে সুযোগ নষ্ট করেন বঙ্গসন্তান প্রীতম কোটꦐাল। শেষপর্যন্ত অতিরিক্ত সময়ের পাঁচ মিনিটে নিশ্চিত ড্র ম্যাচ থেকে কলকাতার দলকে তিন পয়েন্ট এনে দেন বলবন্ত। যিনি ৯০ মিনিটে গার্সিয়ার পরিবর্তে মাঠে নেমেছিলেন।
এই জয়ের ফলে ১৪ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে💧 লিগ টেবিলের শীর্ষে উঠে এল এটিকে। তাদের 𒁏পরের ম্যাচ জামশেদপুরের বিরুদ্ধে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।