মঙ্গলবার সুভেদ পার্কার রঞ্জি ট্রফির ইতিহাসে নাম লিখিয়ে ফেললেন। দ্বিতীয় মুম্বই ব্যাটার হিসেবে অভিষেকে ডাবল সেঞ্চুরি করে ফেললেন তিনি। কাকতালীয় হলেও ম🌞ুম্বইয়ের হয়ে রঞ্জিতে অভিষেকেই প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন দলের প্রধান কোচ অমল মুজুমদার।
তাদের কোয়ার্টার ফাইনাল ম্যাচের দ্বিতীয় দিনে উত্তরা🌳খণ্ডের স্বপ্নিল সিং-এর বলে লং-অফে ট্যাপ করে ৩৭৫ বলে দ্বিশতরানে পৌঁছান সুভেদ। তাঁর এই দ্বিশতরানের ইনিংসে রয়েছে ১৭টি চার এবং ৩টি ছক্কা।
তিনি এখন সামগ্রিক ভা🌃বে ১২তম ভারতীয় ক্রিকেটার এবং এই মরশুমে তৃতীয় ক্রিকেটার, যিনি একক ইনিংসে অভিষেকেই দ্বিশতরান করেছেন।
সোমবার প্রথম দিনের খেলা শেষ হওয়ার পর সুভেদ পার্কার বলেছিলেন, ‘দলের জন্য অবদান রাখাটা দারুণ অনুভূতি। অভিষেকেই নকআউট পর্বের ম্যাচ খেলছি, তাই এট𝓰ি আমার কাছে বিশেষ। সেঞ্চরি এটিকে আরও বিশেষ করে🐭 দিয়েছে।’
আর🎀ও পড়ুন: জায়গা বদলেও সেঞ্চুরি, দুরন্ত সুদীপের সঙ্গে অনুষ্🍸টুপের শতরানে শক্ত বাংলার ভিত
সোমবার তো তাও সেঞ্চুরি করেছিলেন তিনি। আর মঙ্গলবার তো দ্বিশতরান করে ফেললেন। স্෴বাভাবিক ভাবেই অভিষেক ম্যাচে তিনি ইতিহাস লিখে, সেটা আরও বিশেষ করে ফেললেন।
বোরিভালির স্বামী বিবেকানন্দ ইন্টারন্যাশ🍸নাল স্কুলে কোচ দীনেশ লাডের অধীনে তাঁর ক্রিকেট জীবন শুরু হয়। রোহিত শর্মার আঁতুরঘরেই আসলে আত্মপ্রকাশ সুভেদের। তিনি বয়স-ভিত্তিক স্তরে ধারাবাহিক স্কোর🍰ার হয়েছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।