সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ধাক্কা খেল মুম্বইয়ের বিজয়রথ। যুবরাজ সিংয়ের দাপটে হেভিওয়েট মুম্বইকে চার উইকেটে হারিয়ে দিল রেলওয়েজ। চার ওভারে মাত্র ২০ রান দিয়ে চার উইকেট নেন যুবরাজ। সেইসঙ্গে তিন উইকেট নཧেন করণ শর্মা। তাঁদের দাপটে ফ্লপ হয়েছেন পৃথ্বী শ, শ্রেয়স আইয়াররা।
বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় রেলওয়েজ। শুরুটা মুম্বইয়ের ধাঁচে ধরলেও তিন বলের মধ্যে পৃথ্বী (পাঁচ বলে ১০ রান) এবং অজিঙ্কা রাহানে (১১ বলে ১২ রান) 💃আউট হয়ে যান। তার ফলে ২.৫ ওভারে মুম্বইয়ের স্কোর দাঁড়ায় দু'উইকেটে ২৩ রান। তারকা ব্যাটিং লাইন-আপ সত্ত্বেও সেই ধাক্কা থেকে ঘুরে দাঁড়াতে পারেনি মুম্বই। পরপর আউট হতে থাকেন যশস্বী জয়সওয়াল, শামস মুলানি, শ্রেয়স আইয়ার। তার ফলে ৭.১ ওভারে মুম্বইয়ের স্কোর দাঁড়ায় পাঁচ উইকেটে ৩৮ রান। তারপর অবস্থা আরও খারাপ হয়। ৫২ রানে আট উইকেট পড়ে যায় মুম্বইয়ের।
তবে তারকাখচিত দলকে লজ্জার হাত থেকে রক্ষা করেন শিবম দুবে এবং তনুশ কোটিয়ান। ৩০ বলে ২৯ রানে অপরাজ🔥িত থাকেন তিনি। ২৬ বলে ২৮ রান করেন তনুশ। তার ফলে নির্ধারিত ২০ ওভারে ১🔯০৭ রান তোলে মুম্বই। পৃথ্বী, রাহানে, যশস্বী এবং কোটিয়ানকে আউট করেন যুবরাজ। আমন খান, সরফরাজ খান-সহ তিনজনকে আউট করেন করণ। সার্বিকভাবে চার ওভারে ১০ রান দিয়ে তিন উইকেট নেন রেলওয়েজের অধিনায়ক।
সেই রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই আউট হয়ে যান কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) প্রথম সিং। তিনি ব্যর্থ হলেও অপর ওপেনার শিবম চৌধুরী দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। যোগ্যসংগত করেন মহম্মদ সইফ। দু'জনের জুটিতে জয়ের দিকে এগোতে থাকে রেলওয়েজ। ১২.৫ ওভারে স♍্কোর দাঁড়ায় এক উইকেট ৮১।
আরও পড়ুন: গোড়ালি ভেঙে SMAT থেকে ছিটকে গেলেন 🐷বেঙ্কটেশ, IPL 2023-তে খেলতে পারবেন তো KKR-এর হয়ে?
কিন্তু পাঁচ বলের মধ্যেই শিবম (৩৮ বলে ৪০ রান) এবং সইফ (৩৯ বলে ৩২ রান) আউট হতেই কাঁপুনি শুরু হয় রেলওয়েজের। পরপর উইকেট হারিয়ে ধুঁকতে থাকে কেকেআর খেলোয়াড়ের দল। শেষপর্যন্ত পাঁচ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় রেলওয়েজ। অপরাজিত ১৪ রান করেন অধিনায়ক করণ। মুম্༺বইয়ের হয়ে দুটি করে উইকেট নেন তুষার দেশপান্ডে, মুলানি এবং কোটিয়ান।
আরও পড়ুন: SMAT 20ꦜ22: ৪ ওভারে ৬ রান দিয়ে ৩ উইকেট-সাই কিশোরের দুরন্ত🙈 স্পেলে কচুকাটা বিরাটরা
রেলওয়েজের সেই জয়ের ফলে চলতি মরশুমে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে প্রথমবার হারের মুখে পড়ল মুম্বই। সেই হারের পরও এলিটের গ্রুপ ‘এ’-𓂃তে 🧸শীর্ষ স্থানে আছেন রাহানেরা। যাঁরা সম্ভবত ড্রেসিংরুমে নিজেদের বাজে শট নির্বাচনের ভিডিয়ো একাধিক দেখতে বসবেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।