আফগানিস্তানের ফাস্ট বোলার নবীন-উল-হক এখন আইপিএল ২০২৩-এর পরে টি-টোয়েন্টি ব্লাস্ট খেলতে গিয়েছেন। লেস্টারশায়ারের হয়ে খেলছেন নবীন। তিনি শেষ দুটো ম্যাচে ব্যাট ও হাতে প্রতিপক্ষ শিবিরে আতঙ্কের তৈরি করেছেন। যদিও একটি ম্যাচে হারলেও শেষ ম্যাচে জিতেই মাঠে ছেড়ে ছিলেন নবীন উল হক। ২ জুন টি টোয়েন্টি ব্লাস্টে নর্থহ্যাম্পটনশায়ারেরꩵ বিরুদ্ধে ৯ নম্বরে ব্যাট করতে এসে নবীন ৮ বলে ১টি চার এবং তিনটি আকাশচুম্বী ছক্কার সাহায্যে ২৫ রানের অপরাজিত ইনিংস খেলেন। এই সময়ে তাঁর স্ট্রাইক রেট ছিল ৩১২-এর উপরে। নবীনের আইপিএল ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপার জায়ান্টস তাদের টুইটার হ্যান্ডেলে তাঁর এই ইনিংসের ভিডিয়ো পোস্ট করেছে।
আরও পড়ুন… শুভমন তারকা হবে♉, বুঝেছি☂লাম জুনিয়র ক্রিকেট থেকেই-রাহুল দ্রাবিড়
আইপিএল ২০২৩-এ বিরাট কোহলির সঙ্গে সংঘর্ষের পরে শিরোনামে জায়গা করে নিয়েছিলেন নবীন উল হক। একটি ম্যাচ চলাকালীন, কোহলির সঙ্গে তাঁর কথা কাটাকাটি হয় এরপরে গৌতম গম্ভীর হস্তক্ষেপ করে বিতর্কে ইন্ধন দেন। তবে ম্যাচের পর তিনজনকেই জরিমানা করে বিসিসিআই। এই গল্প এখানেই থেমে থাকেনি। এর পরে, আরসিবি-র একটি ম্যাচ চলাকালীন, নবীন তাঁর ইনস্টাগ্রামে আম🅺 অর্থাৎ আম নিয়ে একটি স্টোরি রেখেছিলেন, যে কারণে তাঁকে প্রচুর ট্রোল করা হয়েছিল। এই ঘটনার পর তাঁর সতীর্থ নিকোলাস পুরান তাকে ‘ম্যাঙ্গো ম্যান’ নাম দেন।
আরও পড়ুন… WTC Final-এর আগে ইংল্যান্ডে কিপিং করা নিয়ে কে🤡এস ভরতকে বি♓শেষ পরামর্শ দিলেন ধোনি
নর্দাম্পটনশায়ার বনাম লেস্টারশায়ার ম্যাচের কথা বলছি, নবীন-উল-হকের এই ফিনিশিং টাচের সাহায্যে, লেস্টারশায়ার দল প্রথমে ব্যাট করে ১৬৪ রান তুলতে সক্ষম হয়। যদিও ক্রিস লিনের সেঞ্চুরির ভিত্তিতে ৭ বল বাকি থাকতেই নর্দাম্পটনশায়ার এই স্কোর অর্জন করে। লিন ৬৮ বলে ১🧔১০ রানের অপরাজিত ইনিংস খেলেন। এদিকে পরে রবিবার, তিনি রিভারসাইড গ্রাউন্ডে ডারহামের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন। এই ম্যাচে অবশ্য লেস্টারশায়ার জেতে। এই ম্যাচে নির্ধারিত চার ওভার বল করে ৩৫ রান দিয়ে ২ উইকেট শিকার করেন নবীন। এই ম্যাচ ৭ উইকেটে জিতেছিল লেস্টারশায়ার। মঙ্গলবার ইয়র্কশায়ারের বিরুদ্ধে খেলতে নামবে নবীন উল হকের দল।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- //pbv88casino.cc/sports/ipl)
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT Apꦛp বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।