বিশব্কাপের আগে নিজের যাচই করে নেওয়ার জন্য এটাই দক্ষিণ আফ্রিকার কাছে শেষে সুযোগ । এডেন মার্করাম, কাগিসো রাবাদারা মাত্র ১০৩ রানে নির্ধারিত বিশ ওভীরে লঙ্কান বাহিনীকে আটকে বেঁধে রাখতে সক্ষম হন। জবাবে ব্যাটে নেমে ৩৫ বল ও নয় উইকে✨ট হাতে নিয়ে ম্যচ তথা সিরজ জিতে নেন মার্করামরা।
বেশ কিছুদিন দলের বাইরে থাকার পর কুশল পেরেরা এই ম্যাচে মাঠে নেমেই ২৫ বলে ৩০ রানের একটি সাজানো গোছানো ইনিংস খেলেন। বাকি কোন লঙ্কান ব্যাটসম্যানই ইনিংসে দাগ কাটতে ব্যর্থ হন। তাবরেজ শামসি ও মার্কারম তিনꦡটি করে উইকেট নেন। তবে লো স্কোরিং ম্যাচেও রাব👍াদা দুই ওভার বল করে ২৯ রান দেন।
জবাবে ব্যাটে নেমে শুরুতেই ৬৮ রানের ওপেনিং পার্টনারশিপের সুবাদে শ্রীলঙ্কার ম্যাচে ফেরার সমান্যটুকু আশাও ভেস্তে দেন কুইন্টন ডি'কক ও রিজা হেন্ডরিক্স। প্রোটিয়া উইকেটরক্ষক ডি🐭'কক ৪৮ বলে ৫৮ রানের একটি দুরন্ত ইনিংস খেলেন। রিজা (১৯ বলে ১৮) বেশি রান না করতে পারলেও মার্কারামের সঙ্গে জুটি বেঁঁধে বাকি কাজটা সেরে ফেলেন ডি'কক। শ্রীলঙ্কার হয়ে একমাত্র উইকেটটি নেন সদ্য রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলে সুযোগ পাওয়া ওয়ানিন্দু হাসারাঙ্গা। ম্যাচ সেরা হন রাজস্থানে রয়্যালসে সুযোগ পাওয়া তাবরেজ 🌊শামসি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।