বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি এন. শ্রীনিবাসনের কন্যা ও তামিলনাড়ু ক্রিকেটের প্রধান রূপা গুরুনাথের বিরুদ্ধে স্বার্থের সংঘাতের আদেশ দেওয়া হয়েছে। বিসিসিআইয়ের এথিক্স অফিসার জানিয়েছেন, চেন্নাই সুপার কিংসের সঙ্গে টিএনসিএ সভাপতির যোগসূত্র উপেক্ষা করা যাবে না। স্বার্থের সংঘাতের অভিযোগে ফের জেরবার বিসিসিআই। কারণ ভারতীয় ক্রিকেট বোর্ডের এথিক্স অফিসার বিচারপতি ডিকে জৈন তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি রূপা গুরুনাথের ব💃িরুদ্ধে আদেশ দিয়েছেন।
রূপা গুরুনাথ হলেন বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি এন শ্রীনিবাসনের মেয়ে। যিনি নিজেই আইপিএল দলের চেন্নাই সুপার কিংসের (সিএসকে) মাল🥂িকের ভূমিকায় রয়েছেন। ফলে তিনি এমুহূর্তে স্বার্থের সংঘাতে জড়িয়ে রয়েছেন। ২০১৫ সালে সিএসকে-র দুই বছরের স্থগিতের কয়েক মাস পরে ফ্র্যাঞ্চাইজিটি নতুন ভাবে গঠিত হয়েছিল। সিএসকে ক্রিকেট লিমিটেড (সিএসকেসিএল), একটি পৃথক সংস্থাতে স্থানান্তরিত হয়েছিল।
আদেশে বলা হয়েছে, ‘আইসিএল (ইন্ডিয়া সিমেন্টস লিমিটেড) এর ছত্রছায়ায় সিএসকেসিএল সহ ঐ প্রতিষ্ঠানের একটি সার্কিটাস ওয়েব তৈরি করা হয়েছে। এ জাতীয় সমস্ত প্রতিষ্ঠানের পরিচালনা ও পরিচালনা প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষভাবে আইসিএল বোর্ডের হাতে থাকে। প্রদত্ত সত্যিকারের দৃশ্যে, নিরাপদে অনুমান করা যা⛦য় যে আইসিএলের পুরো সময় পরিচালক ও প্রমোটার হিসাবে তার যোগ্যতায় উত্তরদাতা (রূপা) আইসি শেয়ারহোল্ডার ট্রাস্টের ট্রাস্টি এবং সিএসকেসিএল-এর পরিচালকদের সঙ্গে ঘনিষ্ঠতা রেখেছেন, উভয়ই পরোক্ষভাবে বা সরাসরি সিএসকেসিএল-এর সঙ্গে যুক্ত রয়েছেন, যার আবার বিসিসিআইয়ের সঙ্গে ফ্র্যাঞ্চাইজি চুক্তি রয়েছে।’
এটি ৩৮(১)(i) বিধির অন্তর্ভুক্ত চিহ্নিত, স্বার্থের সংঘাতের স্ব🧸ীকৃত ফর্মগুলির মধ্যে এটি একটি। সুতরাং, সিএসকেসিএলের প্রতি তার আগ্রহ এই আশঙ্কাকে জাগিয়ে তুলেছে। টিএনসিএর সভাপতি হিসাবে বিসিসিআইয়ের সঙ্গে তাঁর ক্ষমতা এবং আইসিএল-এর অংশীদারিত্বের কারণে স্বার্থের সং🥂ঘাত তৈরি হচ্ছে। এটি বিধি ১(A)(g) তে রয়েছে।
গুরুনাথ ২০১৯ সালের সেপ্টেম্বরে টিএনসিএ-র সভাপতি হয়েছিলেন। তার ঘনিষ্ঠ সূত্রগুলি জানিয়েছেন যে তারা আত্মবিশ্বাসী যে রূপা তাঁর পুরানো কাজ থেকে পদ 🌱ত্যাগ না করেই টিএনসিএ-তে যথাযথ সম্মতি নিশ্চিত করছেন। তবে এই আদেশ তাঁকে এখনই পদত্যাগ করতে বলছেনা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।