অবিশ্বাস্য বললেও কম বল💫া হয়। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি মহিলা টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে তাজমিন ব্রিটস যেরকম ফিল্ডিং করেন, তাকে এককথায় অসাধারণ বলা ছাড়া উপায় নেই। ব্যাট হাতে অনবদ্য হাফ-সেঞ্চুরি করে তাজমিন প্রথমে দক্ষিণ আফ্রিকাকে বড় রানের মঞ্চে বসিয়ে দেন। তবে দলের জয়ে তিনি সব থেকে বড় অবদান রাখে ফিল্ডিংয়ে। শুধুমাত্র ফিল্ডিংয়ের জন্যই তিনি ম্যাচের সেরার পুরস্কার দাবি করতে পারতেন।
তাজমিন ম্যাচে একাই চারটি ক্যাচ ধরেন। ইংল্যান্ডের প্রথম চারজন ব্যাটার সাজঘরে ফেরেন তাজমিনের হাতে ধরা দিয়ে। ২টি ক্যাচ তুলনায় সহজ হলেও বাকি ২টি ক্যাচ ধরার ক্ষেত্রে নিজের ফিটনেস ও ক্ষিপ্রতার চূড়ান্ত নমুনা পেশ করেন তিনি। বিশেষ করে শাবনিম ইসমাইলের বলে অ্যালিস ক্যাপসির যে ক্যাচটি ধরেন ব্রিটস, সেটিকে চলতি মহিলা টি-২০ বিশ্বকাপের সের⛄া ক্যাচ বললে ভুল বলা হয় না মোটেও।
ইংল্যান্ডের ইনিংসের ৫.৩ ওভারে শাবনিম ইসমাইলের শর্ট বলে 𝓡পুল শট খেলেন অ্যালিস ক্যাপসি। বল হাওয়ায় ভেসে যায়। বৃত্তের ভিতরে মিডউইকেটে ফিল্ডিং করছিলেন তাজমিন। তিনি নিজের ডানদিকে ঝাঁপিয়ে এক হাতে কার্যত মাটি থেকে ছোঁ-মেরে বল তুলে নেন। খাতা খোলার আগেই সাজঘর🔴ে ফিরতে হয় ক্যাপসিকে।
ক্যাপসি ছাড়াও এই ম্যাচে তাজমিনের হাতে ধরা দেন ড্য🌠ানি ওয়াট, সোফিয়া ডাঙ্কলি ও ন্যাট সিভার। চারটি ক্যাচ ধরার আগে তাজমিন দক্ষিণ আ🌞ফ্রিকার হয়ে ওপেন করতে নেমে ৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৫৫ বলে ৬৮ রানের অনবদ্য ইনিংস খেলেন।
মেয়েদের আন্তর্জাতিক টি-২০ ম্যাচে হাফ-সেঞ্চুরি করার পাশাপাশি ৪টি ক্যাচ ধরার বিরল বিশ্বরেকর্ড গড়েন তাজমিন। মহিলা টি-২০ বিশ্বকাপের ম্যাচে হাফ-সেঞ্চুরি করার পাশাপাশি ৩টি ক্যাচ ধরার নজির ছিল অস্ট্রেলিয়ার বেথ মুনির। তিনি ২০২০ সালে ভারতের বিরুদ্ধে এমন নজির গড়েন। এবার সেই রেকর্ড ভ𓄧েঙে দিলেন তাজমিন।
শুধুমাত্র ফিল্ডার হিসেবে মেয়েদের টি-২০ বিশ্বকাপের কোনও ম্যাচে ৪টি ক্যাচ ধরা দ্বিতীয় ক্রিকেটাဣরে পরিণত হন তাজমিন। তিনি ছুঁয়ে ফেলেন ভারতের বেদা কৃষ্ণমূর্তিকে। 🧔বেদা ২০১৮ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪টি ক্যাচ ধরেন।
দক্ষিণ আফ্রিকা শেষমেশ সেমিফাইনালে ৬ রানে হারিয়ে দেয় ইংল্যান্ডকে। সেই সুবাদে প্রথমবার মেয়েদের টি-২০ বিশ্বকাপের ♍ফাইনালে উঠে ইতিহাস গড়ে তারা। সঙ্গত কারণেই ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন তাজমিন।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।