বুডাপেস্টে ৪৫ তম চেস অলিম্পিয়াডে রেকর্ড গড়ল ভারত। সোনা জিতলেন ভারতের পুরুষ এবং মহিলা দল। এবারই প্রথমবার চেস অলিম্পিয়াডে সোনা জিতল ভারত। জয়ের পর ভারতীয় দলের সেলিব্রেশন মনে করিয়ে দিল ২০২৪ টি-২০ বিশ্বকাপ এবং রোহিত শর্মার কথা। কে ভুলতে পারে সেই রাতের কথা, দীর্ঘদিন পর কোনও আইসিসি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছিল ভারতীয় ক্রিকেট দল। কাপ নেওয়ার পর ‘রোবোটিক’ স্টাইলে হেঁটে সতীর্থদের সঙ্গে রোহিতের জয় সেলিব্রেশনের ভিডিয়ো ভাইরাল হয়েছিল নেট দুনিয়ায়। ঠিক সেই একই কায়দায় নিজেদের সোনꩵা জয়ের পর সেলিব্রেশনে মাতলেন ভারতের পুরুষ এবং মহিলা চেস দল।
ফাইনাল রাউন্ডে স্লোভেনিয়াকে পরাজিত করে শীর্ষস্থান দখল করে ভারতের পুরুষ চেস দল। জয়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকাꦑ পালন করেন দাবাড়ু ডি গুকেশ, অর্জুন এরিগাইসি এবং আর প্রজ্ঞানন্দ। এবারের চেস অলিম্পিয়াডের অন্যতম শক্তিশালী প্রতিপক্ষ রাশিয়ার ভ্লাডিমির ফেদোসিভকে হারিয়ে চমক দিয়েছিলেন গুকেশ। অন্যদিকে অর্জুন এরিগাইসি গুরুত্বপূর্ণ ম্যাচে পরাজিত করেন স্লোভেনিয়ার ইয়ান সুবেলজকে। পুরুষদের মতো ভারতের মহিলা চেস দলও চমক দেন এবারের চেস অলিম্পিয়াডে। ফাইনাল রাউন্ডে আজারবাইজানকে পরাজিত করে সোনা নিশ্চিত করেন ভারতের মহিলা দাবাড়ুরা।
জয়ের পর উভয় দল পোডিয়ামে উপস্থিত হয়। সেখানে গর্বের সঙ্গে জাতীয় পতাকা হাতে দাঁড়িয়ে ছিল ভারতীয় পুরুষ এবং মহিলা চেস দল। এরপরই সেখানে আনন্দের মুহূর্তে ভারতের দাবাড়ু ডি গুকেশ এবং তানিয়া সচদেব দলের হয়ে ট্রফি সংগ্রহ করেন এবং এরপরই রোহিতের ‘রোবোটিক’ স্টাইলে সেটি নিয়ে দলের বাকি সদস্যদের কাছে পৌঁছে যান। তারপর গোটা দল সেলিব্রেশনে মেতে ওঠেন। মুহূর্তের মধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায় সেই ভিডিয়ো। এই ঐতিহাসিক জয়ের আগ⛦ে ভারতের পুরুষ চেস দল ব্রোঞ্জ মেডেল জয় করে ২০১৪ এবং ২০২২ সালে চেস অলিম্পিয়াডে। ভারতীয় মহিলা চেস দলও ২০২২ চেস অলিম্পিয়াডে ব্রোঞ্জ জয় করেছিল। এবছর জোড়া স্বর্ণ পদক জয় ভারতের কাছে এক গর্বের বিষয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় পুরুষ এবং মহিলা চেস দলকে এই জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘ভဣারত শক্তি এবং স্বপ্নে পরিপূর্ণ। আমরা রোজ নতুন নতুন অ্যাচিভমেন্ট দেখতে পাচ্ছি। আজ ভারতীয় পুরুষ এবং মহিলা চেস দলকে অভিনন্দন জানাব চেস অলিম্পিয়াডে সোনা জয়ের জন্য’।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।