শুভব্রত মুখার্জি
ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে থাইল্যান্ড ওপেন। অলিম্পিক গেমসের আগে এই প্রতিযোগিতার মধ্যে দিয়েই করোনাভাইরাস পরবর্তীতে প্রথম টুর্নামেন্ট খেলবেন ভারতীয় শাটলাররা। তবে প্রতিযোগিতা শুরুর আগেই বিতর্ক তুঙ্গে। সকালে পজিটিভ হওয়া সাইনা নেহওয়াল, এইচএস প্রণয়দের বিকেলেই রিপোর্ট নেগেটিভ এসেছে। তারমধ্যে🥃ই আবার ঘটেছে বিপত্তি। থাইল্যান্ডে খেলতে নামার আগে করোনা টেস্ট করতে গিয়ে রক্তাক্ত হতে হল ভারতীয় শাটলার কিদাম্বি শ্রীকান্তকে।
থাইল্যান্ডের স্বাস্থ্যকর্মীদের চূড়ান্ত গাফিলতি বা অপেশাদারিত্বের দিকে আঙুল তুলেছেন শ্রীকান্ত। নিজে সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছেন। শ্রীকান্তের নাক দিয়ে রক্ত পড়ার ছবি রয়েছে। টিস্যু পেপারে 🦩সেই রক্তের দাগ মোছার দাগ স্পষ্ট । সব ছবি পোস্ট করেছেন স্বয়ং কিদাম্বি। থাইল্যান্ড ওপেনে চিকিৎসা ব্যবস্থা নিয়েও ক্ষোভ উগড়ে দিয়ে তাঁর উষ্মা প্রকাশ করেছেন শ্রীকান্ত। টুইটারে শ্রীকান্ত লিখেছেন, 'ম্যাচ খেলতে এখানে এসেছি। তার আগে রক্তাক্ত হওয়ার জন্য নয়। আসার পর থেকে চারবার টেস্ট হয়েছে। বলতে পারি না যে সবগুলি ভালো হয়েছে। একেবারেই গ্রহণযোগ্য নয়।'
বিষয়টি নিয়ে বিশ্ব ব্যাডমিন্টনের নিয়ামক সংস্থা জানিয়েছেন, ‘আরামদায়ক’ করোনা পরীক্ষার জন্য থাইল্যান্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা♔ হবে। থাইল্যান্ডের ব্যা়ডমিন্টন সংস্থার তরফে জানানো হয়েছে, যেভাবে কাঠি দিয়ে পরীক্ষা হয়, তা নাকে সমানভাবে হয়নি। তার জেরে সামান্য রক্তক্ষরণ হয়েছে।🌱 যিনি পরীক্ষা করছিলেন, তিনি রক্তক্ষরণ দেখতে পাননি। কিদম্বিও কোনও অভিযোগ করেননি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।