দ্য সিক্সটিতে হার দিয়ে যাত্রা শুরু করেছিল ট্রিনবাগো নাইট রাꦦইডার্স। কিন্তু দ্বিতীয় ম্যাচেই দুরন্ত ছন্দে ঘুরে দাঁড়াল তারা। গায়ানা আমাজন ওয়ারিয়র্সের বিরুদ্ধে ৪৭ রানে বড় জয় ছিনিয়ে ꧒নিল নাইট রাইডার্স।
ট্রিনবাগো নাইট রাইডার্স দলেও রয়েছেন আন্দ্রে রাসেল। আশা করা হয়েছিল ৬০ বলের ম্যাচে হয়তো বিধ্বংসী রাসেলকে পাওয়া যাবে। কিন্তু কোথায় কী! ত♛িনে নেমে রাসেল ১৩ বল খেলে ১৪ রান করে অপরাজিত থাকেন। একটি চার এবং একটি ছয় মেরেই শেষ তাঁর জারিজুরি। বাকি ১১ বল খেলে তিনি করলেন মাত্র ৪ রান।
আরও পড়ুন: ক্রিকেটের নিয়ম 👍ওলটপালট 🌼করে আসছে The 6IXTY-জানুন খুঁটিনাটি
রাসেলকে পুরনো ছন্দে পাওয়া না গেলে কী হবে, সেই অভাব পূরণ করলেন টেরেন্স হিন্ডস। পাঁচে ব্ওযাট করতে নেমে ৯ বলে বিধ্বংসী মেজাজে ২৩ রান করেন তিনি। ২টি চার এবং ২টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। তাঁর হাত ধরেই নাইট রাইডার্স ৬০ বলে ৪ উইকেটে ৯৫ রান করেন।
আরও পড়ুন: ২ বলে হ্যাটট্রিক নাইট রাইডার্স তারকার, 6ixty-তে গড়লেন ইতিহাস♏: ভিডꩲিয়ো
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।