অতীতে কিংবদন্তি শেন ওয়ꦯার্নকে এমনটা করতে দেখা গিয়েছে। তবে তাই বলে কোনও পার্ট-টাইম স্পিনার শেন ওয়ার্নের মতোই ভয় দেখাবꦐেন ব্যাটসম্যানকে, এমন কিছু দেখার আশা করাই বোকামি। যদিও জো রুট ঠিক তাই করলেন সিডনি টেস্টে।
গতিশীল বাউন্সি পিচে পেসাররা সচরাচর বাউন্সার দিয়ে ভয় দেখান ব্যাটসম্যানকে। শর্ট পিচ𒀰ড ডেলিভারিতে চমকে দিয়ে উইকেট আদায় করা পেসারদের হাতিয়ার বলেই বিবেচিত হয়। তবে কোনও স্পিনারকে বাউন্সার বল করতে দেখলে অবাক হওয়াই স্বাভাবিক।
যদিও শেন ওয়ার্ন মাঝে মধ্যে বাউন্সার দিয়ে চমকে দিতেন ব্যাটসম্যানদের। এবার সিডনি টেস্টে জো রুট তেমনটাই করার চেষ্টা করলেন। চতুর্থ দিনের চায়ের বিরতির ঠিক আগের ওভারে বল করতে আসেন রুট। তিনি ওভারের শেষ বলটি সজোরে ঠুকে দেন পিচে। এমন অপ্রত্🤡যাশিত বাউন্সার অবশ্য প্রভাবশালী প্রমাণিত হয়নি। কেননা ব্যাটসম্যান উসমান খোয়াজে বলটিকে অনায়াসে ডাক করে উইকেটকিপারের দস্তানায় যেতে দেন।
বরং অস্থায়ী উইকেটকিপার ওলি পোপ চমকে যান রুটের বাউন্সারে। তাঁর দিকে জো রুটের বাউন🌄্সার ধেয়ে আসার পর উসমান খোয়াজার প্রতিক্রিয়া ছিল দেখার মতো। মজা করে 'ওয়ান বাউন্স' সিগন্যাল দিয়ে চায়ের বিরতিতে মাঠ ছাড়েন অজি তারকা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।