রজার ফেডেরারের বাদায়ের দিনে আবেগময় হয়ে পড়লেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। ফেডেরার বিদায়ের ছবি দেখে নিজের প্রতিক্রিয়া দিয়েছেন কিং কোহলি। শুক্রবার গভীর রাতে সুইজারল্যান্ডের টেনিস তারকা রজার ফেডেরার ২০২২ লেভার কাপ-এ নিজের ক্যারিয়ারের শেষ ম্যাচ খেললেন। কয়েকদিন আগে এই টুর্নামেন্টের পর অবসরের ঘোষণা করেছিলেন এই তারকা খেলোয়াড়। তিনি লেভার কাপের শেষ ম্যাচটি ডাবলসে খেলেছিল꧒েন। যেখানে ফেডেরার সঙ্গী হয়ে ছিলেন স্পেনের তারকা খেলোয়াড় রাফায়েল নাদাল।তবে,তাঁরা এই ম্যাচে ৪-৬,৭-৬(২),১১-৯ ফলে হারে। ম্যাচের পর সতীর্থ খেলোয়াড়দের জড়িয়ে ধরে নিজের মনের কথা বলতে গিয়ে ভীষণ আব🐬েগপ্রবণ হয়ে পড়েছিলেন ফেডেরার। এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।
এই ভিডিয়ো দেখে ক্রীড়া ব্যাক্তিত্বরা নিজেদের মত 🥂জানিয়েছেন। সেই তালিকায় এবার যুক্ত হল বিরাট কোহলির নাম। জীবনের শেষ ম্যাচে হারের পর বিদ⛄ায়ের সময় ফেডেরারকে কাঁদতে দেখা যায়। শুধু তাই নয়,ফেডেরারের সঙ্গে তাঁর বিপক্ষে খেলা নাদালকেও একসঙ্গে কাঁদতে দেখা গিয়েছে। দু’জনের এই ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। এখন নাদাল ও ফেডেরারের বিশেষ ছবি দেখে প্রতিক্রিয়া জানিয়েছেন বিরাট কোহলি। কোহলি টুইট করে ফেডেরারের সঙ্গে নাদালের কান্নার ছবিকে সর্বকালের সেরা ছবি বলে অভিহিত করেছেন।
আরও পড়ুন… হন্ডুরাসের বির🦹ুদ্ধে মেসির জোড়া গ𒁏োল! ৩-০ ব্যবধানে জিতল আর্জেন্তিনা
বিরাট কোহলি নিজের টুইটে লিখেছেন,‘কে ভেবেছিল প্রতিদ্বন্দ্বীদের একে অপরের প্রতি এই রকম ফিলিংস(আবেগ) থাকতে পারে। এটাই খেলার সৌন্দর্য। এটি আমার দেখা খেলার জগতের সবচেয়ে সুন্দর ছবি। আপনার সঙ্গীরা যখন আপনার জন্য কাঁদে, আপনি জানেন কেন এই ঈশ্বর প্রদত্ত প্রতিভা আপনাকে দেওয়া হয়েছে। এই দুইজ♒নের প্রতি শ্রদ্ধা ছাড়া আর কিছুই নয়...’
রাফায়েল নাদালও এই ম্যাচে ফেডেরারের সঙ্গে খেলছিলেন। ফেডেরারকে জয় দিয়ে বিদায় জানানোর জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করেছিলেন,কি💫ন্তু সফল হননি। শেষে যখন ফেডেরার কথা বলছিলেন,রাফায়েল নাদালও চোখের জল ধরে রাখতে পারেননি। পুরো ক্যারিয়ারে ফেডেরারকে চ্যালেঞ্জ করা নাদাল এই ম্যাচে তাঁর সঙ্গে জুটি বেঁধে খেলছিলেন। একই সময়ে,এই যুগের তৃতীয় সেরা খেলোয়াড় নোভাক জকোভিচও এই ম্যাচ দেখতে এসেছিলেন। ফেডেরারের বিদায়ে তিনিও চোখের জল ধরে রাখতে পারেননি।
আরও পড়ুন… যেন আমার একটা অংশ ཧচলে গেল- ফেডেরার𒆙 বিদায়ে বিষণ্ণ রাফা
রজার ফেডেরার বিদায়ের দিনে রাফায়েল নাদাল বলেন, ‘এই মুহূর্তটাꦓ দারুণ ছিল। যখন রজার ট্যুরের বাইরে চলে যাচ্ছিলেন তখন আমার জীবন থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় যেন চলে যাচ্ছিল। কারণ সমস্ত মুহূর্তে তিনি আমার সামনে অথবা আমার পাশে ছিলেন। তাই এমন মুহূর্তে তাঁকে এবং তাঁর পরিবারকে দেখে একটু আবেগে ভেসে গিয়েছি। এই বিষয়টা ব্যাখ্যা করা সত্যি খুব কঠিন।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।