গাড়ি দুর্ঘটনায় আহত ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্ত যেখানে হাসপাতালে চিকিৎসাধীন, অন্যদিকে এই দুর্ঘটনায় প্রতিদিনই নতুন নতুন তথ্য বেরিয়ে আসছে। একদিন আগে যেখানে এই দুর্ঘটনায় ঋষভ পন্তের তরফে জানানো হয়েছিল যে দুর্ঘটনাটি গতির কারণে নয়, রাস্তায় থাকা গর্তের কারণে হয়েছিল। অনেকেই বলেছিলেন রাস্তার গর্ত কাটাতে গিয়েই নাকি পন্তের গাড়িটি দুর্ঘটনার কবলে পড়েছিল। তবে এখন ঋষভ পন্তের সেই বক্তব্য মানতে অস্বীকার করেছে ভারতের ন্যাশনাল হাইওয়ে অথরিটি (NHAI)। এনএইচএআই সোমবার 💛বলেছে যে ক্রিকেটা🍒র ঋষভ পন্তের গাড়ি যেখানে দুর্ঘটনার কবলে পড়েছিল সেখানে রাস্তায় কোনও গর্ত ছিল না।
আরও পড়ুন… দ্রাবিড় থেকে হার্দিক, 💝সূর্যদের আবেগপ্রবণ ‘মিস ইউ’ মেসেজ ‘যো🎐দ্ধা’ পন্তকে- ভিডিয়ো
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি, রবিবার দেরাদুনের হাসপাতালে ক্রিকেটারের সঙ্গে দেখা করার পরে বলেছিলেন যে পন্ত তাঁকে বলেছিলেন যে তিনি যখন হাইওয়ের একটি গর্ত এড়াতে চেষ্টা করছিলেন এবং তিনি তখন গাড়িটিকে কাট করতে করতে চেয়েছিল সেই সময়ে তাঁর এই দুর্🔴ঘটনা ঘটেছিল। এই বিবৃতির পরেই তদন্ত শুরু হয়েছিল। রাতের অন্ধকারে রাস্তার কাজও শুরু হয়েছিল। এই বিবৃতির একদিন পরেই NHAI তাদের বক্তব্য রেখেছে।
এনএইচএআই রুরকি বিভাগের প্রকল্প পরিচালক প্রদীপ সিং গুসাইন সংবা🧔দমাধ্যমকে জানিয়েছেন যে রাস্তার যেখানে এই দুর্ঘটনাটি ঘটেছিল সেখানে কোনও গর্তই ছিল না। হাইওয়ে সংলগ্ন একটি খাল (রাজওয়াহা) থাকায় গাড়িটি যে রাস্তাটি দুর্ঘটনার সম্মুখীন হয়েছিল সেটি কিছুটা সরু। এই খালটি সেচের জন্য ব্যবহৃত হয়। অনেকেই দাবি করেছেন যে দুর্ঘটনার পরে কতৃপক্ষ রাস্তা সারিয়ে এমন কথা বলছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।