কোভিডের কারণে মাঝপথেই স্থগিত হয়েছে ভারত-ইংল্যান্ড সিরিজ। তবে সিরিজের ফল কী হবে তা নিয়ে এথখনও ধোঁয়াশা রয়েছে। যদিও সিরিজে এগিয়ে রয়েছে ভারত। ম্যাঞ্চেস্টার টেস্ট বাতিল হওয়ার আগে পর্যন্ত সিরিজে ২-১ এগিয়ে ছিলেন কোহলিরা। তবু ভারতকে বিয়জী ঘোষণা করা যায়নি। সিরিজ জিতবে কোন দল তা এখনও পরিস্কার নয়। পাঁচ টেস্টের এই সিরিজের শেষ ম্যাচ স্থগিত হয়ে যাওয়ায় সিরিজের ফল এখনও ঝুলে রয়েছে। করোনার কারণ ম্যাঞ্চেস্টার টেস্ট বাতিল করে দেওয়া হয়। মাঠে নামার আগেই টেস্ট বাতিলের পথে হাঁটে ভারতীয় ক্রিকেট বোর্ড ও ಌইংল্যান্ড ক্রিকেট বোর্ড। কী হবে সিরিজের ফল তা নিয়ে জল্পনা তুঙ্গে রয়েছে।
কয়েকদিন আগেই ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে এ ব্যাপারে কথা বলে ভারতীয় ক্রিকেট বোর্ড। সামনের বছর ইংল্যান্ড সফরে যাবে ভারত। সীমিত ওভারের সিরিজ খেলার পাশাপাশি একটা টেস্ট ম্যাচও খেলবেন বিরাট-রুটরা। কিন্তু সেই টেস্ট ম্যাচেই কি ভারত-ইংল্যান্ড টে🐼স্ট সিরিজের ফল নির্ধারণ করবে তা এখন স্পষ্ট নয়। কারণ এই সিদ্ধান্ত নিতে পারবে একমাত্র আইসিসি। শোনা যাচ্ছে টি-২০ বিশ্বকাপের পরেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইসিসি। নভেম্বরে আইসিসির সভাতেই ঠিক হবে ভারত-ইংল্যান্ড সিরিজের ভাগ্য। তাই দুই দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইস༒িসি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এই সিরিজ অনেক প্রভাব ফেলবে।
আইসিসির সিইও জিওফ অ্যালারডাই꧑স বলেন, ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়ম অনুযায়ী, কোনও কারণে কোনও ম্যাচ বাতিল হলে তার প্রথম পদক্ষেপই হল সেটার জন্য আরেকটা সূচি বানানো। তবে সেক্ষেত্রে আমাদের টুর্নামেন্ট কমিটিও বিষয়টাকে খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে। ভারত-ইংল্যান্ড সিরিজে বাতিল ম্যাঞ্চেস্টার টেস্ট নিয়ে পরের মাসেই আমরা সভায় আলোচনা করব।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।