পঞ্জাব কিংস তাদের নতুন অধিনায়ক শিখর ধাওয়ান💛ের সঙ্গে ২০২৩ আইপিএল-এ কিছু চমক দেখানোর জন্য তৈরি রয়েছে। এখন দেখার বাইশ গজের গব্বরের হাত ধরে প্রথমবার আইপিএল কি জি♏ততে পারবে প্রীতির পঞ্জাব কিংস। তবে এর মাঝেই জনি বেয়ারস্টো খেলতে পারবেন না বলে খারাপ খবর দলের কাছে পৌঁছে গিয়েছে। এমন অবস্থায় ধাওয়ান কীভাবে নিজের একাদশ সাজাবেন? টুর্নামেন্ট শুরুর আগে চলুন দেখে নেওয়া যাক পঞ্জাব কিংসের সেরা সম্ভাব্য একাদশ কেমন হতে চলেছে।
পঞ্জাব কিংসের শক্তিশালী সম্ভাব্য একাদশের তালিকার প্রথমেই থাকবেন দলের ক্যাপ্টেন শিখর ধাওয়ান। নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইনিংসের সূচনা করবেন ধাওয়ান। তিনি এখনও এই টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোর🍬ার। ২০৬টি আইপিএল ম্যাচে ১২৬.৩৪ স্ট্রাইকরেটে ৬২৪৪ রান করেছেন শিখর ধাওয়ান। এই তালিকার দুই নম্বরে থাকবেন প্রীতির দলের শাহরুখꦇ খান। গত মরশুমে তিন নম্বরে ব্যাট করেছিলেন শাহরুখ। চলতি মরশুমে শাহরুখ হয়তো ধাওয়ানের সঙ্গে ওপেন করতে পারেন।
আরও পড়ুন… IPL 2023 এর আগে দশ🥃 দলের ক্যাপ্টেনদের নিয়ে ফটো সেশনে অনুপস্থিত রোহিত! শুরু জল্পনা
তালিকার তিন নম্বরে রয়🍰েছেন লিয়াম লিভিংস্টোন। গত মরশুমে ১১.৫ কোটির বিনিময়ে পঞ্জাব তাঁকে নিজেদের দলে নিয়েছিল। কিন্তু তিনি সেটিকে যথার্থ প্রমাণ করেছিলেন। ১৪টি ম্যাচ খেলে তিনি করেছিলেন দারুণ স্ট্রাইক রেটে ৪৩৭ রান। তিনি বলটাও করতে পারেন। চার নম্বরে রয়েছেন সিকান্দার র♛াজা। তাঁকে প্রথমবার আইপিএল-এ খেলতে দেখা যেতে পারে। জিম্বাবোয়ের এই তারকার দিকে সকলের নজর থাকবে।
পাঁচ নম্বরে রয়েছেন রাজ অঙ্গদ বাওয়া বা রাজ বাওয়া। এই তারকা ক্রিকেটার অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপে দারুণ পারফর্ম করেছিলেন যে কারণে তাঁকে পঞ্জাব তাঁকে দলে নিয়েছিল। তবে প্রথম বছরে সেভাবে খেলতে পারেননি তিনি। ২ ম্যাচে মাত্র ১১ রান করেছিলেন তিনি। তবে এই বারে বাওয়ার থেকে অনেক প্রত্যাশা থাকবে কারণ তিনি বোলিংটাও করতে পারেন। তালিকার ছয় নম্বরে রয়েছেন উইকেটরক্ষক জিতেশ শর্মা। ২০২২ সালে নিজেকে প্রমাণ করেছেন তিনি। ১২ ম্যাচে ১৬৩.৬৩ স্ট্রাইকরেটে ২৩৪ রান করেছেন তিনি। সাত নম্বরে রয়েছেন স্যাম কারান। এই ক্রিকেটারকে কিনতে রেকর্ড ১৮.৫ কোটি টাকা বিনিয়োগ করেছে পঞ্জাব কিংস। টি টোয়েন্টি বিশ্বকাপের টুর্নামেন্টের সেরা ক্রিকেটার কেমন খেলেন সেই দিকে সকলের নজর থাকবে। এখনও পর্যন্ত ৩২টি আইপিএল ম্যাচে ৩৩৭ রান করার পﷺাশাপাশি ৩২টি উইকেটও নিয়েছেন তিনি।
আরও পড়ুন… সুযোগ কি পাবেন ঋদ্ধি? দেখꦜে নিন কেমন হতে পারে IPL 2023-এ হার্দিকের GT-র প্রথম এক⭕াদশ?
আট নম্বরে রয়েছেন রাহুল চাহার। ৫৫টি আইপিএল ম্যাচে এখনও ৫৭টি উইকেট নিয়েছেন পঞ্জাব কিংসের এই স্পিনার। নয় নম্বরে রয়েছেন হরপ্রীত ব্রার। ২০২১ সালে দারুণ পারফর্ম করে সকলের নজরে এসেচিলেন। কিন্তু ২০২২ সালে সেভাবে কিছু করতে পারেননি। তবে ২০২৩ সালে আবার চমক দেখাতে চাইবেন হরপ্রীত। দশ নম্বরে রয়েছেন আর্শদীপ সিং। ভারতের এই পেস বোলার পঞ্জাবের বোলিং-এর বড় অস্ত্র হতে চলেছেন। নিজের বিকল্প বোলিং দিয়ে সকলের নজর এসেছেন তিনি। ৩৭টি আইপিএল ম্যাচে ৪০টি উইকেট নিয়েছেন তিনি। এগারো নম্বরে রয়েছেন কাগিসো রাবাদা। পঞ্জাবের বোলিং-এর অন্যতম সেরা অস্ত্র হবেন তিনি। ৬৩টি টা আইপিএল ম্যাচে ৯৯টি উইকেট নিয়েছে♏ন রাবাদা। এবারে পঞ্জাবের জন্য তাঁর বোলিং ♌বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে।
পঞ্জাব কিংস প্লেয়িং ইলেভেন: শিখর ধাওয়ান, লিয়াম লিভিংস্টন, শাহরুখ খান, সিকান্দার রাজা, জিতেশ শর্মা, স্যাম কারান, কাগিসো রাবাদা, রাহুল চাহার๊, রা🤡জ বাওয়া, আর্শদীপ সিং, হারপ্রীত ব্রার।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেক♒েও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/pℱ7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।