শুভব্রত মুখার্জি: গত টি-২০ বিশ্বকাপের ম্যাচে এক রুদ্ধশ্বাস ম্যাচে ভারত হারিয়েছিল চিরপ্রতিদ্𓄧বন্দ্বী পাকিস্তানকে। সৌজন্যে অবশ্যই তাদের স্টার ব্যাটার বিরাট কোহলি। পঞ্চাশ রানেরও কমে পড়ে গিয়েছিল ভারতের চার উইকেট। সেখান থেকে হার্দিক পান্ডিয়াকে সঙ্গী করে ভারতকে এক অবিশ্বাস্য জয় এনে দিয়েছিলেন কোহলি। সেই ম্যাচেই এমসিজিতে হারিস রউফকে সোজা ব্যাটে বোলারের মাথার উপর দিয়ে এক অদ্ভূত টেনꦓিস শটে বলকে বাউন্ডারি পার করিয়ে চমকে দিয়েছিলেন বিরাট। যে শট দেখে এক কথায় সমস্ত বিশেষজ্ঞরা মেনে নিয়েছিলেন, অবিশ্বাস্য শট। সেই আইকনিক শট নিয়ে বলতে গিয়েই পাকিস্তান পেসার সোহেল খান কার্যত বিতর্ক উস্কে দিলেন। তাঁর মতে ওই শটটা এমন কিছুই ছিল না।
আরও পড়ুন: শাহি🐻দ আফ্রিদির মেয়েকে বিয়ে শা꧃হিনের, হাজির বাবররা- ভিডিয়ো
নাদির আলির পডকাস্টে এমন বিতর্কিত মন্তব্য করেছেন সোহেল। তিনি বলেছেন, ‘দেখুন টি-২০-তে বোলারদের বিরুদ্ধে ছয় অনবরত হাঁকানো হয়। ও (বিরাট) কিছুটা জায়গা তৈরি করে মারার জন্য । তার পর বলটাকে সোজা বোলারের মাথার উপর দিয়ে মারে। ও এমন কিছু শট ছ🅘িল না। হারিস হার্ড লেন্থে বিরাটকে বল করছিল। আশা করছিল বিরাটকে রান করতে দেবে না ও। তবে বিরাটও একজন গ্রেট ব্যাটার। ও বেশ ফিট। ফলে দ্রুতগতিতে মুভ করে। জায়গা বানিয়ে বোলারের মাথার উপর দিয়ে সোজা ছয় মারে।’
আরও পড়ুন: WPL-এর শুরুতেই হ🎃য়ত🅺ো মুখোমুখি আম্বানি-আদানি, লড়াই হতে পারে ৪ মার্চ DY Patil-এ
সোহেল আরও যোগ করেন, ‘ওই বলটায় মাত্র দু'টি শট খেলাই সম্ভব ছিল। এক কভার অঞ্চলের উপর দিয়ে মারা। দুই বোলারের মাথার উপর দিয়ে সোজা মারা। ও (বিরাট) একেবারে ব্যাটের মাঝখান দিয়ে শটটা খেলে। 𝓡ভালো বলে একটা ভালো শট খেলেছে। বোলারকে দোষ দেওয়া যায় না। হারিস রউফ একজন অনবদ্য বোলার। এই দলে পাকিস্তান বোলিংয়ের সেরা তিন পেসার হলেন হারিস, নাসিম (শাহ) এবং শাহিন শাহ আফ্রিদি🐟। এই ত্রয়ী যদি খেলা চালিয়ে যায়, তা হলে পাকিস্তানকে থামানো খুব মুস্কিল হবে।’ উল্লেখ্য ওই ম্যাচে ৫৩ বলে ৮২ রানের একটি অনবদ্য অপরাজিত ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।