ক্রিকেটার জীবনে 🌌নিজেও হিট-উইকেট হয়ে সাজঘরে ফিরেছেন যুবরাজ সিং। তবে এভাবেও কেউ হিট-উইকেট হতে পারেন, সেটা দেখে নিজের বিস্ময় লুকিয়ে রাখতে পারলেন না যুবি।
নিজের ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে যুবরাজ সিং একটি ভিডিও পোস্ট করেন, যেখানে দক্ষিণ আফ্রিকার প্রভিন্স🔯িয়াল টি-২০ কাপে নাইটসে𓃲র বিরুদ্ধে টাইটানসের ব্যাটসম্যান আয়াবুলেলা গামানেকে হিট-উইকেট হয়ে সাজঘরে ফিরতে দেখা যাচ্ছে।
সচরাচর ব্য🤪াটিংয়ের সময় ভুলবশত স্টাম্পে ব্যাট বা পায়ের হালকা ছোঁয়া লেগে বেল পড়ে গিয়ে ব্যাটসম্যানদের হিট-উইকেট হতে দেখা যায়। তবে আয়াবুলেলা যেভাবে শট খেলতে গিয়ে ব্যাট দিয়ে রীতিমতো স্টাম্প𓆉 উড়িয়ে দিলেন, তেমনটা চোখে পড়ে কদাচিৎই।
এমন অদ্ভুত হিট-উইকেট দেখ♐ে যুবি মন্তব্য করেন, ‘আমার মনে আছে একবার ব্যাট দিয়ে বেলে আঘাত করে বসেছিলাম। তবে এটা অন্য মাত্রার সন্দেহ নেই।’
উল্লেখ্য, ২০১৬ আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ব্যাট করার সময় মুম্বই ইন্ডিয়ান্সের মিচেল ম্যাকক্লেনাঘানের বলে হিট-উই𒅌কেট হয়ে সাজঘ♕রে ফিরেছিলেন যুবরাজ সিং। এটি ছিল তাঁর ১০০তম আইপিএল ম্যাচ।
উল্লেখ্য, প্রভিন্সিয়াল কাপের ম্যাচটিতে টাইটানসকে ৬ উইক༒েটে পরাজিত করে নাইটস। প্রথমে ব্যাট করে টাইটানস ♔৮ উইকেটে ১৪৩ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে নাইটস ১৯.১ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৪৭ রান তুলে ম্যাচ জিতে যায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।