টি-২০ ক্রিকেটের উত্তেজনা কাকে বলে, বোঝা গেল ক্যারিবিয়ান প্রিমিয়র লিগে। ত্রিনবাগো নাইট রাইডার🦂্স বনাম সেন্ট লুসিয়া কিংস ম্যাচে মহাতারকারা কেউই চোখ ধাঁধানো পারফর্ম্যান্স উপহার দিতে পাꩲরেননি। তবু অত্যন্ত ঘটনাবহুল ম্যাচে মনোরঞ্জনের অভাব ছিল না।
নাইট রাইডার্সের মহাতারকারা কেউই রান পাননি:
টিকেআরের হয়ে সুনীল নারিন ৬, নিকোলাস পুরান ৪, আন্দ্রে রাসেল ৫ ও কায়রন পোলার্ড ১৭ রান করে আউট হন। নারিন ১টি 🦋উইকেট পেলেও উইকেট তুলতে পারেননি রাসেল। তা সত্ত্বেও ম্যাচ জেতে নাইট রাইডার্স। টিনো ওয়েবস্টার ৫৮ ও টিম সেফার্ত ৩৮ রান করেন। আকিল হোসেন ১৩ রানে ৪ উইকেট নেন।
আকিল হোসেনের ওভারে ৩টি উইকেট পড়ে:
প্রথম ইনিংসের ১৩তম ওভারে ৩টি উইকেট নেন আকিল হোসেন। তিনি ওভারের প্রথম, দ্বিতীয় ও পঞ্চম বলে (১২.১, ১꧟২.২ ও ১২.৫ ওভার) আউট করেন যথাক্রমে রোস্টন চেস, স্কট কুগলেইন ও মার্ক দেয়ালকে।
6,6,W,W,4,W, ঘটনাবহুল ওভার জয়ডেনের:
প্রথম ইনি𓃲ংসে জয়ডেন সিলসের শেষ ওভারের প্রথম ২টি বলে পরপর ২টি ছক্কা মারেন রোশন প্রাইমা🐈স। তৃতীয় বলে আউট হন তিনি। চতুর্থ বলে আলজারি জোসেফকে ফিরিয়ে দেন সিলস। পঞ্চম বলে চার মারেন ম্যাথিউ ফোর্ড। শেষ বলে রান-আউট হন জেভর রয়্যাল।
আলজারি জোসেফের ওভারে ৩টি উইকেট পড়ে:
দ্বিতীয় ইনিংসের ১৯তম ওভারে ৩টি উইকেট নেন আলজারি জোসেফ। ওভারের দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ঠ বলে (১৮.২,𒉰 ১৮.৪ ও ১৮.৬ ওভারে) তিনি আউট করে যথাক্রমে টিম সেফার্ত, কায়রন পোলার্ড ও সিক্কুগে প্রসন্নকে।
ম্যাচের ফলাফল:
প্রথমে ব্যাট করে সেন্ট লুসিয়া কিংস নির্ধার𒐪িত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৪৩ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ত্রিনবাগো নাইট রাইডার্স ১৯.২ ওভারে ৭ উইকেটে ১৪৭ রান তুলে ম্যাচ জিতে যায়। ৪ বল বাকি থাকতে ৩ উইকেটে ম্যাচ জেতে টিকেআর। ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন আকিল হোসেন। জোসেফ ১৭ রানে ৪ উইকেট নিলেও দল হারায় ট্র্যাজিক হিরো হয়ে থেক෴ে যেতে হয় তাঁকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।