মাত্র ৪৭ বলে অপরাজিত ৮৭ রান। চার ওভারে ২৭ রান দিয়ে দুই উইকেট। সুপার ওভারে তিন বলে অপরাজিত সাত রান। এবারের তামিলনাড়ু প্রিমিয়ার লিগের (TNPL 2022) প্রথম ম্যাচেই ঝড় তুললেন সঞ্জয় যাদব🅷। সেই দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে স্বভাবতই ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) প্রাক্তন খেলোয়াড়।
বৃহস্পতিবার টসে জিতে নেল্লাই রয়েল কিংসকে প্রথমে ব্যাট করতে পাঠায় চিপক সুপার গিলিস। শুরুটাꦑ একেবারে খারাপ হয় কেকেআরের বাবা ইন্দ্রজিতের দলের। ৫.২ ওভারে ২৭ রানে উইকেট পড়ে যায়। সেখান থেকে নেল্লাইয়ের ইনিংসের হাল ধরেন সঞ্জয়। মূলত তাঁর সৌজন্যেই নির্ধারিত ২০ ไওভারে ১৮৪ রান তোলে নেল্লাই। পাঁচটি চার এবং ছ'টি ছক্কা হাঁকান সঞ্জয়। স্ট্রাইক রেট ছিল ১৮৫-র বেশি।
সেই বি💎ধ্বংসী ইনিংসের পর বল হাতেও জাদু দেখান সঞ্জয়। পঞ্চম ওভারেই চিপকের রাধাকꦜৃষ্ণনকে আউট করেন। ১৫ তম ওভারে সোনু যাদবকে প্যাভিলিয়নে ফেরত পাঠান তামিলনাড়ুর বাঁ-হাতি স্পিনার। যা ম্যাচের নিরিখে অত্যন্ত গুরুত্বপূর্ণ উইকেট। কারণ বেশ মেরে খেলছিলেন সোনু। শেষপর্যন্ত চার ওভারে ২৭ রান দিয়ে দু'উইকেট নেন সঞ্জয়।
আরও পড়ুন: TNPL 2022: প্রথম ম্যাচেই মানকাডিং, আউট হয়ে মধ্যমা✨ দেখালেন CSK তারকা: ভিডিয়ো
তবে সেখানেই সঞ্জয়ের জাদু শেষ হয়নি। সুপার ওভারে ১০ রান তাড়া করতে নেমে তিন বলে অপরাজিত সাত রান করেন। তাঁর সৌজন্যেই এবারের তামিলনাড়ু প্রিমিয়ার লিগে জয় দিয়ে অভিযান শুরু করেছে 🍌নেল্লাই। ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন সঞ্জয়। যে অল-রাউন্ডারকে ২০১৭ সালের আইপিএলের নিলামে ১০ লাখ টাকায় নিয়েছিল কেকেআর। আপাতত মুম্বই ইন্ডিয়ান্সে আছেন। এবারের আইপিএলে একটি ম্যাচেও খেলেছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।